নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
সুযোগ এসেছে আবার
অনেক প্রশ্নের উত্তর মিলবে এবার
নিঃশ্বাসের দীর্ঘ ছাউনি পেরিয়ে স্বস্তির উদার আকাশে উন্মোচিত হয়েছে আমাদের ফুরফুরে আত্মবিশ্বাস
শরীরের নিচে রুচিমান প্রেম চাপা পড়ে মরতে দেই নি
জীবনের রুক্ষ প্রতিবেদনের ভেতর থেকেই সংগ্রহ করেছি শিল্পের সাদা শাঁস
নিষ্ঠ চিত্রীর মতো আমাদের এই ক্ষান্তিহীন সাধনা এবার নতুন দিশা দেবেই
কথা ছিল কথা রাখার, কেউ কথা রাখে নি
এই চোখে একদা জলকেও পাষাণ হতে দেখেছি
জীবন্ত আনন্দকেও আগুনে পুড়ে যেতে দেখেছি
তবু বিচলিত হয়নি আমরা, ঘাবড়ানোর তো প্রশ্নই উঠে না!
পাহাড়ের ঘুম ভেঙেছে এবার
রূপসার ঘোলা জলে সবে ভাটার টান শুরু হয়েছে
আকাশে গোল থালার মতো বিরাট এক চাঁদ উঠেছে
আমি কি আর চুপ করে বসে থাকতে পারি?
©somewhere in net ltd.