নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
কে বুঝবে?
হ্নদয় কেবল প্রতিশোধ চায় না
প্রতিশোধ তো খুবই ছোট হয়ে যায়
একমাত্র ভালোবাসা ই আমার চাহিদা!
কাকে বোঝাবো?
যুদ্ধ কখনো সুন্দর হয় না
ঠোঁটে চড়ানো চড়া গোলাপি লিপস্টিক এর চেয়ে ঢের সুন্দর!
এমন কি হবে ?
যেদিন পৃথিবীতে উথালপাতাল জোছনা নামবে
আকাশ ফুটো হয়ে ঝর ঝর বৃষ্টি ঝরবে
একাকী বিষণ্ন বিকেলগুলো চুপচাপ মিলিয়ে যাবে গালে টোল পড়া মিষ্টি হাসিতে!
কতবার বলবো?
"ভালোবাসলে সব সময় জিততে হয় না
ভালোবাসলে দু:খ পেতে হয় না
ভালোবাসলে চলে যেতে হয় না…"
২৯ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৯
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
২| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ৮:৫৫
খায়রুল আহসান বলেছেন: সুন্দর লিখেছেন। + +
২৯ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২০
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ২৯ শে অক্টোবর, ২০২২ সকাল ১১:৩৫
মোগল বলেছেন:
৪| ২৯ শে অক্টোবর, ২০২২ দুপুর ২:৪৯
রাজীব নুর বলেছেন: সহজ সসরল সুন্দর কবিতা।
২৯ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২০
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
৫| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ৯:০১
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।
পড়ে মুদ্ধ আমি।
কবির প্রতি অভিন্দন ও ভালোবাসা জা্নাই।
৩০ শে অক্টোবর, ২০২২ সকাল ৭:৩৪
মাসুদ রানা শাহীন বলেছেন: আপনাকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৯ শে অক্টোবর, ২০২২ রাত ২:০৯
কামাল৮০ বলেছেন: কবিদের ভালো বাসার শেষ নাই।ঠিকই বলেছেন,ভালোবাসল চলে যেতে হয় না।কিন্তু সাধে কিআর কেউ চলে যায়।ভালোবাসা সর্তহীন না।