নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
দেখি উঠে এসো,
যদি পারো!’
অন্ধ হলে কী প্রলয় বন্ধ থাকে?
দুয়ার বন্ধ তাই বলে কী প্রণয় আসবে না?
জরুরী ভিত্তিতে একটা সাহসী গদ্য লিখতে হবে
গদ্যটা হবে বেশ পিচ্ছিল, যা অবিরাম চলতে থাকবে,
ওই গদ্যের গোটা গোটা অক্ষর থেকে ঝরাতে হবে
মেদহীন গতি আর অবিরাম উদ্দীপনা
চোখ বুজলে কী রাত গড়িয়ে সকাল হবে না?
যেভাবেই হোক বাঁচতে হবে
প্রয়োজনে রক্তে ঝলসানো রুটি দিয়ে খরিদ করতে হবে বেঁচে থাকার শেষ আশ্বাস,
যেভাবেই হোক এই শহরের ক্লান্তি মুছে শরতের কুসুম ফোটাতে হবে
বুকের ভেতর শূন্যতা থাকবে তাই বলে কী
দপদপ করে আশার বাতি জ্বলবে না?
চলো কাবুলি চপ্পল খুলে লাল গালিচা ছেড়ে মানুষের মাটিতে নামি
চলো সর্বগ্রাসী ক্ষুধা মেটাতে
কুকুর আর মানুষের সাথে কাড়াকাড়ি করি
চলো প্রশ্নবাণে জর্জরিত করে শয়তানের ভীত কাঁপিয়ে তুলি
দেখি উঠে এসো,
যদি পারো!’
১৫ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:১৫
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০২২ রাত ৯:৪৩
জুল ভার্ন বলেছেন: বাহ চমৎকার কবিতা! +