নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
অমল কান্তির মত রোদ্দুর হতে চেয়েছিলাম
ষড়যন্ত্র করে বৃষ্টি দেবতা আমার সুর্যতাপিত আকাশে মেঘের বিলাপ ছড়িয়ে দিলো,
রাক্ষুসে ক্ষুধার শেকল আমার ইচ্ছেকে ছিড়েখুড়ে খেলো
আমার আর অমল হওয়া হলো না।
প্রতিবাদ প্রতিরোধ প্রথাবিরোধিতায়
নকশালের চারু মজুমদার হতে চেয়েছিলাম
শকুনের খোয়ারে নিমজ্জিত বুড়ো হাড়ের ভেল্কিতে প্রচলিত গোলার্ধের বিপরীত স্রোতে দাঁড়াতে পারলাম না,
আমি এখন কড়া চাবুকের মুখোমুখি
আমার আর চারু বাবু হওয়া হলো না।
প্রসাধন পারিপাট্য বুলিশবাগিতায়
শেষের কবিতার অমিত হতে চেয়েছিলাম
সাহেবি কায়দায় লাবণ্যের কামরাংগা ঠোঁটে মাধুর্যের নীলপদ্ম ফোঁটাতে চেয়েছিলাম,
ভালো লাগার ঘোর কাটতে না কাটতেই বিরহজাত সর্বনাশের দ্বন্দ্বে-বিদ্বন্দ্বে দিখন্ডিত হলাম
আমার আর অমিত হওয়া হলো না।
খুব শখ ছিলো কবিগুরুর মত করে
সাহিত্যের খাদ থেকে পলি সরিয়ে দ্যুতিময় কবিতার গোলাপী জোয়ার বইয়ে দিবো
শেষ বিকেলের বিষণ্ণ আলোয় শামাপোকা বাতির মত আমার কবিতারা নিভু নিভু করে,
কত কাল চেষ্টা করলাম তবু কাব্য সুরভির দু:সাহসিক মাংসল স্বাদ আমার অধরাই রয়ে গেলো
আমার আর রবিবাবু হওয়া হলো না…
০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০৬
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
২| ০৯ ই মে, ২০২২ দুপুর ২:৩৩
আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর
০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০৬
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ।
৩| ০৯ ই মে, ২০২২ বিকাল ৪:১৩
ভার্চুয়াল তাসনিম বলেছেন: কবিতাটি একটানে পড়ে ফেলার মতো হয়েছে। দারুণ কবিতা।
০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০৭
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৪| ০৯ ই মে, ২০২২ বিকাল ৫:৩৫
শায়মা বলেছেন: কারুর মত হতে হবে না ভাইয়া তবে তোমার মত কবিতা ভালো হয়েছে।
০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০৭
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: কঠিক কঠিক সব শব্দের বিন্যাস।
৬| ১০ ই মে, ২০২২ রাত ১২:৩৭
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১০ ই মে, ২০২২ ভোর ৪:৫৬
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ
৭| ১০ ই মে, ২০২২ বিকাল ৫:০৮
সাগর কলা বলেছেন: - সুন্দর হয়েছে ভাইয়া। বিদায়।
১০ ই মে, ২০২২ রাত ১১:৫৮
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ । কিন্তু বিদায় কেনো?
©somewhere in net ltd.
১| ০৯ ই মে, ২০২২ দুপুর ১:৩৬
বিজন রয় বলেছেন: কবিতা অবয়ব, ভাবাবেগ, বিষয় খুব ভা্ল লেগেছে।
অমল কান্তি, চারু মজুমদার, অমিত, লাবণ্য এদের নিয়ে লিখেছেন, দারুন।
আর রবিবাবু!!!!