নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
দীর্ঘশ্বাসের সাথে নিরন্তর বসবাস
দু চোখের জলে প্লাবিত হয় শিয়রে থাকা বালিশ,
আহত ফসলে ভরেছে মাঠ আটি আটি,
তবু ঘোর অমানিশায় কাঁধে আলতো করে হাতটা ছুঁয়ে দিয়ে অনুভবে বলবে পাশেই আছি;
এমন কেউ আছে?
বুকের ভিতর চিতার বারুদ জ্বলে
চোখে চল্লিশ বছরের অবিরাম বর্ষণ,
অপ্রাপ্তির আকাশে পরাজয়ের শত শত পোস্টার সাটানো আছে,
তবু দু:স্বপ্নের চাপ এড়িয়ে রংগীন ঝালরের পর্দা নামাবে;
এমন কেউ আছে?
পকেটে দুর্ভিক্ষের দাবদাহ
চারিদিকে কাঠামোগত হত্যা,
সর্বত্র ই শোকের সরণী,
তবু নৈরাশ্যের স্বর চুপসে দিয়ে রক্তে উল্লাসপ্রবণ আদিমতা এনে দেবে;
এমন কেউ আছে?
এটোকাটা দিয়ে কুকুর বেড়াল পোষার মত এই জীবন,
ফুটো ছাতা দিয়ে দারিদ্র ঢেলে পড়ে টুপটাপ করে,
মৃত্যু ও শোকের নামতা মুখস্ত করতে করতে গলাটা বসে গেছে,
তবু একটা একটা করে ইট ভেংগে সাম্রাজ্যের কঠিন দালান ভাংবে;
এমন কেউ আছে?
জীবনে ভয়াবহ কৌতুকের চকিত ছটা
অশান্তিগুলো ঢেউয়ের মত আছড়ে পড়ে,
সুখ ও শোকের দেয়ালে নেই কোন পার্থক্য,
তবু দু:খকে ঝেঁটিয়ে বেদনার সৌরতাপিত আকাশে মোমগলা ইকারুসকে এনে দেবে;
এমন কেউ আছে?
স্বেচ্ছায় স্বপ্নের শৃংখল পড়েছি
ভুল ভালোবাসা আংগুলে আংগুলে,
না বলা এক উদ্ভাস ই কাজ করে অনুভবে অনুভবে,
তবু জীর্ণ পথ নয় পাতা ছাওয়া কুমারী পথ বেয়ে
মুঠোভরে কাজুবাদামের প্রেম এনে দেবে;
এমন কেউ আছে?
১৭ ই এপ্রিল, ২০২২ ভোর ৪:২৩
মাসুদ রানা শাহীন বলেছেন: ধন্যবাদ ভাই।কিন্তু ছবি উপরে কিভাবে দিবো ঠিক বুঝতেছি না।
©somewhere in net ltd.
১| ১৭ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৫
রাজীব নুর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
ছবি উপরের দিকে দিবেন।