নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুনারুঘাটবাসীর জীবনে ব্যারিস্টার সুমন এক উল্লেখযোগ্য নাম। তিনি এমন একজন ব্যক্তি যিনি কেবল আইনের মানুষই নন, সমাজসেবক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর প্রভাব চুনারুঘাটসহ সিলেট অঞ্চলে সুদূরপ্রসারী। তিনি উন্নয়নমূলক কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং সামাজিক কর্মকাণ্ডে নিজের সময়, শ্রম, এবং মেধা উৎসর্গ করেছেন। তাহলে এমন একজন ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে এর পেছনের কারণগুলোর মূল্যায়ন করা কি চুনারুঘাটবাসীর দায়িত্ব নয়?
ব্যারিস্টার সুমন একজন সমাজসেবক হিসেবে অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন। রাস্তা নির্মাণ, ব্রিজ নির্মান, স্বাস্থ্য সেবায় ভূমিকা—এই সব কিছু তিনি করেছেন তাঁর নিজস্ব প্রচেষ্টায়। তবে মানুষের জীবনে কিছু ভুল-ত্রুটি তো থাকতেই পারে। এর জন্যই কি তাঁর ভালো কাজগুলোকে উপেক্ষা করা উচিত? আমাদের সমাজে আমরা প্রায়ই দেখি যে একজন ব্যক্তি যদি কোনো অপরাধে জড়ায়, আমরা তাঁর আগে করা সকল ভালো কাজ ভুলে যাই।
চুনারুঘাটবাসীর উচিত হবে তাঁর ভালো কাজগুলোকে স্মরণ রাখা এবং মূল্যায়ন করা। সুমনের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি সঠিক তদন্তের মাধ্যমে সমাধান হওয়া উচিত। কিন্তু যদি দেখা যায় যে তাঁর পূণ্যের সংখ্যাই বেশি, তাহলে তাঁর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটি সমাজের দৃষ্টিতে কেমন হওয়া উচিত, তা ভাবার সময় এসেছে।
ব্যারিস্টার সুমনের গ্রেপ্তারের প্রতিবাদে চুনারুঘাটবাসী কী ধরনের উদ্যোগ নিতে পারে, তা নিয়ে চিন্তা করা উচিত। একদিকে, সমাজের আইন ও বিচারব্যবস্থা আছে যা তার কাজ করবে। অন্যদিকে, জনগণের মতামত এবং জনগণের শক্তিও কম গুরুত্বপূর্ণ নয়। চুনারুঘাটবাসী যদি মনে করে যে ব্যারিস্টার সুমনের কাজগুলো তাঁদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে, তাহলে তাদের উচিত এই বিষয়টি উত্থাপন করা।
ধারণা করা যাক, ঢাকা-সিলেট মহাসড়ক চুনারুঘাটের পাশ দিয়ে চলে গেছে। সেই মহাসড়ক দিয়েই প্রতিবাদ মিছিল বা মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী তাঁদের মতামত তুলে ধরতে পারে। এর মাধ্যমে তাঁরা নিজেরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং সুমন মিয়ার মুক্তির দাবিতে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারে।
একটি সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থায় আইনের শাসন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জনগণের মতামতও গুরুত্বপূর্ণ। আইন তার কাজ করবে, কিন্তু জনগণের বিবেককে তো উপেক্ষা করা যায় না। ব্যারিস্টার সুমন যদি সত্যিই এমন কোনো অপরাধ করে থাকেন, তাহলে সেটি প্রমাণ হবে এবং বিচার হবে। কিন্তু যদি চুনারুঘাটবাসী মনে করে যে তার অপরাধ যতটা গুরুতর বলা হচ্ছে, ততটা নয়, তাহলে এলাকাবাসীরও কিছু বলা উচিত।
সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিস্থিতিও বদলায়। ব্যারিস্টার সুমন যদি জেল থেকে মুক্তি পান, তাহলে তাঁর ভবিষ্যৎ আবার সমাজসেবায় কেমন হবে? তার করা কাজের স্বীকৃতি এবং তাঁর প্রতি জনগণের আস্থা তখন কেমন হবে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
যদি সুমন মিয়া আবার সমাজে ফিরে আসেন এবং তাঁর কাজের ধারা অব্যাহত রাখেন, তাহলে সেইসব ব্যক্তিরা যারা তাঁর সেবার সুফল ভোগ করেছেন, তারা কি তাঁর সামনে দাঁড়ানোর সাহস রাখবেন? কৃতজ্ঞতা এবং নৈতিকতার ভিত্তিতে আমাদের উচিত হবে সৎ ও সত্যিকারের মূল্যায়ন করা।
ব্যারিস্টার সুমনের প্রতি আমাদের কৃতজ্ঞতা বা ভালোবাসা থাকা উচিত কি না, সেটি নির্ভর করে তার কাজের ফলাফল এবং তার পাপ-পূণ্যের পরিমাপের উপর। একটি সুস্থ সমাজে আমাদের উচিত সত্যের পক্ষে দাঁড়ানো, এমনকি সেটি আমাদের ব্যক্তিগত ভাবাবেগের বিরুদ্ধে গেলেও।
চুনারুঘাটবাসী এবং সিলেটের মানুষদের কাছে ব্যারিস্টার সুমন কেবল একজন আইনের মানুষ নয়, বরং একজন সমাজসেবক এবং একজন সংগ্রামী। তাঁর কাজের প্রভাব অনেকের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। তাঁর গ্রেপ্তারের পেছনের কারণ নিয়ে চিন্তা করা, পাপ-পূণ্যের মূল্যায়ন করা এবং তাঁর মুক্তির জন্য যদি প্রয়োজন হয় তাহলে প্রতিবাদ করা, এটি চুনারুঘাটবাসীর নৈতিক দায়িত্ব। সমাজে ভালো কাজের স্বীকৃতি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্যায়ের বিচারও। সুতরাং, আমাদের উচিত বাস্তবতা এবং ন্যায়বিচারের প্রতি সম্মান রেখে যে কোনো সিদ্ধান্ত নেওয়া।
২৩ শে অক্টোবর, ২০২৪ ভোর ৫:৫৫
আমিই সাইফুল বলেছেন: আমারো মনে হয়েছে উনি একজন চমৎকার মানুষ। আওয়ামীলীগ করাত কারো অন্যায় হতে পারেনা।
২| ২২ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:০২
প্রহররাজা বলেছেন: উনি মেধাবী হলে আজকে মামলা খেতে হতো না৷ ইউনুচের দেশে মেধাবী না হলে জেলে যেতে হবে।
২৩ শে অক্টোবর, ২০২৪ ভোর ৫:৫৬
আমিই সাইফুল বলেছেন: ঠিক বলেছেন ।
৩| ২২ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:০৪
শিশির খান ১৪ বলেছেন: বাটপার সুমনের কথা বলতেছেন ওই বেটা তো এক অনুষ্ঠানে ছাত্রলীগের চার্লি গুলাকে সাধারণ ছাত্রদের উপর হামলার করার জন্য উদ্বুদ্ধ করছে ভিডিও নেটে সার্চ দিলেই পাবেন। ১ নাম্বার ধান্দাবাজ আপনি মানুষ চিনেন না এই বার সাংসদ সদস্যদের মাঝে উনি সর্বাধিক দামের গাড়ি কিনছে কর দিয়া কিনলে উনার গাড়ির মূল্য হইতো বারো কোটি টাকা।
২৩ শে অক্টোবর, ২০২৪ ভোর ৫:৫৮
আমিই সাইফুল বলেছেন: অন্যায় কোনটা? গাড়ি কিনা? নাকি অন্যায়ে উদ্ধুদ্ধ করা??? যদিও তার মামলার এজহারে এর কোনটাই নাই।
৪| ২২ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:০৫
আহরণ বলেছেন: তিনি একজন সৎ, একনিষ্ঠ, নিবেদিত প্রাণ সমাজ সেবক। সুমন ভাইয়ের মুক্তি চাই। ধন্যবাদ ভাইয়া।
২৩ শে অক্টোবর, ২০২৪ ভোর ৫:৫৮
আমিই সাইফুল বলেছেন: ধন্যবাদ
৫| ২২ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:০৮
রূপক বিধৌত সাধু বলেছেন: শতভাগ শুদ্ধ কাউকে পাওয়া যাবে না। যদ্দুর জানি সুমনের বিরুদ্ধে এখনও দুর্নীতির অভিযোগ ওঠেনি।
২৩ শে অক্টোবর, ২০২৪ ভোর ৫:৫৮
আমিই সাইফুল বলেছেন: সহমত ।
৬| ২২ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৩
সহীদুল হক মানিক বলেছেন: সুমন ভাইয়ের মুক্তি চাই।
২৩ শে অক্টোবর, ২০২৪ ভোর ৫:৫৯
আমিই সাইফুল বলেছেন: সহমত ।
৭| ২২ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৩৩
অপু তানভীর বলেছেন: আন্দোলনের সময় সুমন সাহেব গাড়িতে ২০ রাউন্ড গুলি নিয়ে ঘুরে বেড়িয়েছে ।
২৩ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:০০
আমিই সাইফুল বলেছেন: অস্ত্রটা কি অবৈধ ছিলো? নাকি এটা দিয়ে কাউকে খুন করেছে ?
৮| ২২ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের এলাকার জন্য , হবিগঞ্জ মাধবপুর, চা বাগান এসব এলাকায় সুমনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমার বান্ধবীর ভাই হিসেবে চাই এসব থেকে বের আসুক সে।
মন খারাপ হয়েছিল যখন সে বলেছিল , কোটা আন্দোলনের পক্ষে ছিলাম, কিন্তু আমার নেত্রির পদত্যাগের পক্ষে নাই। সুমন আমাদের এলাকার অনেক উন্নয়ন করেছে। প্রথমেই সে মরা গাঙ পরিষ্কার করেছে। এর পাশ দিয়ে গেলে ভালো লাগে এখন।
মন চেঞ্জ হউক সুমনের।
২৩ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:০০
আমিই সাইফুল বলেছেন: সহমত ।
৯| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১০
উদাসীন মেঘ ১২১৯ বলেছেন: বাটপার সুমন ছাত্রলীগের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বলেছিল, 'বর্তমান সরকারের উন্নয়ন, শেখাসিনার আদর্শ প্রচার এবং বিরোধী দলের গুজবের জবাব দেয়ার জন্য (আসলে গুজব প্রচারের জন্য) 'আপনারা ফেসবুকে শত শত পেজ খুলুন, শুরুতে পেজভিউ এবং লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য আমার নাম দিয়ে পেজ খুলুন। আমাকে আবার পাবলিক খুব খায়। খ্যাক খ্যাক। পেজ ভাইরাল হয়ে গেলে আস্তে করে আমার নাম বদলে পেজের অন্য একটি গ্রহনযোগ্য নাম দিয়া দিবেন। হি হি হি।'
দ্যাখেন সে কতো বড়ো বাটপার! 'দুর্জন বিদ্ধান হলেও পরিত্যাজ্য'।
২৩ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:০১
আমিই সাইফুল বলেছেন: 'দুর্জন বিদ্ধান হলেও পরিত্যাজ্য'। সহমত !
১০| ২৩ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:২৮
ক্লোন রাফা বলেছেন: @অপু তানভির, ব্যারিস্টার সুমন একজন নির্বাচিত জন-প্রতিনিধি ছিলেন। তার অস্রটি দেওয়া হয়েছিলো নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার জন্য। সেটি সাথে রাখবেন এটাই’তো স্বাভাবিক‼️বিবেচনার বিষয় তিনি সেটি দ্বারা কোন অপরাধ করেছেন কিনা। রাজনিতিবিদ হিসেবে গ্রেফতার পর্যন্ত ঠিক থাকতে পারে। তার বিরুদ্ধ কোন অভিযোগ থাকলে তদন্ত করে শাস্তিও হোতে পারে। কিন্তু অন্যায়ভাবে আটক রাখতে পারেনা। যদি তাই করা হয় তাহলে শেখ হাসিনার সকারের বিরুদ্ধে একই নীতি প্রয়োগ করা উচিত হয়ে যায়।
সবকিছু’তে ঢালাই মন্তব্য করা কোন বিবেচনা হোতে পারেনা! আমি আওয়ামিলীগ করলে সেটা যদি অপরাধ হয়ে যায় ! তাহলে সরকারের উচিত প্রথমে আইন করে আওয়ামিলীগ নিষিদ্ধ করা। তারপর এর সাথে জড়িত সকল’কে আইনের আওতায় নিয়ে আসা।
ধন্যবাদ, আ.সাইফুল । চমতকার পোস্টের জন্য। আপনার যুক্তিগুলো কেউ খন্ডন করতে চাইলে পাল্টা যুক্তি দিয়ে খন্ডন করা উচিত। আমি আপনার বক্তব্যের সাথে সহমত।
২৩ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:০১
আমিই সাইফুল বলেছেন: কেউ যুক্তি দিতে বা শুনতে চায় না।
১১| ২৩ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:০৯
অপু তানভীর বলেছেন: আওয়ামীলীগ গত ১৫ বছরে যুক্তি শুনছে কোন? এখন যখন পরিস্থিতি আওয়ামীলীগের বিপরীতে চলে গেছে তখন ন্যায় নীতির সুশীল কান্নাকাটি চলছে! আওয়ামীলীগের সাথে ঠিক তাই হচ্ছে যা তারা গত ১৫ বছর ধরে করেছে ।
যে অন্যার করবে তার সাথে অন্যায়ই হবে । এখন যারা যা কিছু করছে তাদের ভেতরে যারা অন্যায় করছে তারাও আজ হোক কাল হোক এর ফল ভোগ করবে!
২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:০৩
আমিই সাইফুল বলেছেন: তা অবশ্য ঠিকই বলেছেন ।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:৫০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তিনি এক জন অসাধারণ মানুষ।
আমার আইডল।