নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুভিটার পাইরেটেড ভার্সন(খুবি বাজে কোয়ালিটি) ইউটিউবে আছে। কয়েকদিন থেকেই এটা দেখার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম কন্ট্রোভার্সিয়াল কিছু একটা হবে। কিন্তু এরা কতটা নিচে নামতে পারে সেটাই দেখার বাকি ছিলো। মুভি দেখে কিছু পয়েন্ট শেয়ার করতে মন চাইলো।
১, পাকিস্তানের সাধারণ লোকজন এটাকে ভারতের কাছে নিজেদের হার মনে করে। এবং এ ব্যাপারে কথা বলার ব্যাপারে আগ্রহী না।
২, পাকিরা আজো মনে করে ইন্ডিয়ানরা ৭১ এ সাধারণ পশ্চিম পাকিস্তানিদের উপর ঢাকায় অত্যাচার করেছিলো। মুভিটাতে মুক্তিবাহিনীকে দোষারোপ করেনাই। একটা মিলিটারি ওয়ারকে সিভিল ওয়ার হিসেবে প্রেজেন্ট করতে চেয়েছে।
৩, বেলুচিস্তানের যা ঘটছে সব ইন্ডিয়ার চাল মনে করে পাকিস্তানের জনগণ।
৪, বাঙালি ইমিগ্রেশন অফিসারদের খুব বাজে ভাবে প্রেজেন্ট করা হইছে। আমাদের ইমিগ্রেশন পুলিশ কোনদিনও পাকিস্তানি পাসপোর্ট অথবা পৃথিবীর কোন দেশের পাসপোর্ট দেখেই এরকম রিয়েক্ট করেনা এটা আমার বিশ্বাস।
৫, আমাদের ইন্টিলিজেন্স এত আজাইরা না যে কিছু পাকিস্তানি সিভিলিয়ানের উপর হুদাই স্পেশাল নজর রাখবে।
৬, আমাদের ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালের একজন ইভেন্ট কোর্ডিনেটর কোনদিনই কোন দেশের নাগরিককের সাথে এরকম উইয়ার্ড লুক বা বিহ্যাভ করেনা বলেই আমি বিশ্বাস করি।
৭, আমাদের দেশের রিকশাওয়ালাকেও ইংলিশ বললে তারা হাই হ্যালোতে উত্তর দেয়। অন্তত ধমক দিয়ে বলেনা নো ইংলিশ, অনলি বাংলা।
৮, এই দেশের বিহারিদেরকে দুধে ধোঁয়া তুলশী পাতা প্রেজেন্ট করা হইছে। তাদের কোন দোষ ছিলোনা! তাদেরকে ইন্ডিয়ানরা অত্যাচার করেছিলো। অথচ বিহারিরা যুদ্ধের সময় পাকিস্তান আর্মি হিসেবে কাজ করছে।
অদ্ভুত, এতবড় যুদ্ধ হলো কিন্তু এতে বাঙালিদের কোন সম্পৃক্ততাই দেখানো হয়নাই। বাংলাদেশকেও দোষ দেয়া হয়নাই আবার ওদের দোষও স্বীকারের প্রয়োজন মনে করে নাই।
এই মুভিতে ইতিহাসের ছিটেফোঁটাও ছিলো না। শুধু পাকিস্তানিরা এই যুদ্ধ নিয়ে যা ভাবে তাই নিজের মত করে দেখিয়ে গিয়েছে। শালার ইন্ডিয়াও আমাদের মুক্তিযুদ্ধাদের ক্রেডিট না দিয়ে নিজেরা ক্রেডিট নিতে চায়। এখন পাকিস্তানও নিজেদের দোষ ঢাকার জন্য ৭১কে জাস্ট ইন্ডিয়ার ষড়যন্ত্র বলে প্রমান করতে চায়। দুই দলই এটাকে ভারত-পাকিস্তান যুদ্ধ প্রমাণ করতে ব্যাস্ত। একদল নিজেদেরকে বাপ প্রমাণ করতে চায়, আরেক দল নিজেদের দোষ ঢাকতে চায়।
২| ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৯:১৫
নূর আলম হিরণ বলেছেন: জগতরন ঠিক বলেছেন।
৩| ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ১০:১৬
শেরজা তপন বলেছেন: মুভিটা দেখার ইচ্ছে ছিল। আপনার রিভিউ পড়ে সে ইচ্ছে উবে গেল!
৪| ০২ রা জানুয়ারি, ২০২২ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: পাকিস্তানীরা আজও বর্বর আছে। হারামজাদারা আজও ক্ষমা চাইলো না। উলটা সিনাজুড়ি দেখাচ্ছে।
৫| ০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৫
হাসান কালবৈশাখী বলেছেন:
শেরজা তপনের মত আমারও একই অবস্থা: মুভিটা দেখার ইচ্ছে উবে গেল রিভিউ পড়ে।
বিদেশে ও সর্বত্র পাকিদের মনভাব এরকমই।
তবে জগতারনকে বলছি -
ভারত আমাদের মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ বললে আমি কোন ভুল দেখি না।
বরং 'ভারত ৭১এ মুক্তিযুদ্ধ করেছে' বলা হলে সেটা হাস্যকর হবে। কারন শত্রুকবলিত ছিল আমাদের বাংলাদেশ, ভারত নয়।
'ভারত মুক্তিযুদ্ধ করেছে বলা হলে সেটা হবে সম্পুর্ন ভুল। তাহলে ভারতীয় সেনাদের মুক্তিযোদ্ধা বলতে হয়।
ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছে যুদ্ধের শেষদিকে পুর্ব ও পশ্চিম উভয় ফ্রন্টে আক্রমণ করে পাকিস্তানিদেরকে যুদ্ধে পরাজিত করেছে। ভারতীয় সেনারা মুক্তিযুদ্ধ করেনি। ভারতকে মুক্ত করেনি।
আমাদের ৭১ এর যুদ্ধ ও সংগ্রামকে আমরা মুক্তিযুদ্ধ বলবো।
ভারতের সাইড থেকে ভারতীয়রা ভারত-পাকিস্তান যুদ্ধ বললে সেটা ১০০% সঠিক।
ফেবুতে দেখি বাংপাকি আলবদরের ছানাপোনারা এসব নিয়ে ভারতকে গালাগাল করে।
৬| ০২ রা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫২
হাসান মাহবুব বলেছেন: পাকিদের কাছ থেকে আর কী আশা করবো!
৭| ২২ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:৫৯
আহরণ বলেছেন: পাকিদের নিজের ঘরে খাবার নেই। পাকি মহিলারা মধ্যপ্রাচ্যের দেশে ভিক্ষা করা কে লাভজনক/lucrative প্রফেশন মনে করে। তো, এই পাকিদের নিয়ে আর কী বলা যায়। @ ভাইয়া?
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০২২ সকাল ৮:৩০
জগতারন বলেছেন:
অদ্ভুত, এতবড় যুদ্ধ হলো কিন্তু এতে বাঙালিদের কোন সম্পৃক্ততাই দেখানো হয়নাই। বাংলাদেশকেও দোষ দেয়া হয়নাই আবার ওদের দোষও স্বীকারের প্রয়োজন মনে করে নাই।
এই মুভিতে ইতিহাসের ছিটেফোঁটাও ছিলো না। শুধু পাকিস্তানিরা এই যুদ্ধ নিয়ে যা ভাবে তাই নিজের মত করে দেখিয়ে গিয়েছে। শালার ইন্ডিয়াও আমাদের মুক্তিযুদ্ধাদের ক্রেডিট না দিয়ে নিজেরা ক্রেডিট নিতে চায়। এখন পাকিস্তানও নিজেদের দোষ ঢাকার জন্য ৭১কে জাস্ট ইন্ডিয়ার ষড়যন্ত্র বলে প্রমান করতে চায়। দুই দলই এটাকে ভারত-পাকিস্তান যুদ্ধ প্রমাণ করতে ব্যাস্ত। একদল নিজেদেরকে বাপ প্রমাণ করতে চায়, আরেক দল নিজেদের দোষ ঢাকতে চায়।
৭১ নিয়ে পাকিস্তানি কন্ট্রোভার্সিয়াল মুভি "খেল খেল মে"
নিয়ে আপনার রিভিঊ ভাল লাগলো।
মুনাফেক ও নিকৃষ্ট নর পষু পাকি'রা যে এমন করবে তা জানাই ছিল।
তবে মাথা মোটা রেন্ডিয়া এই যুদ্ধ নিয়ে যা ভাবে তা আরও নীচ ধরনের।
এই যুদ্ধ যে বাঙ্গালীদের কঠিন সংগ্রাম ও যুদ্ধের ফসল স্বাধীনতা পাকি বা রেন্ডিয়া তা কেঊ বুঝে না বা বুঝার চেষ্টাও করবে।
কিন্তু এই যুদ্ধের কথা ওইতিহাস লিখা থাকবে বাঙ্গালীদের হৃদয়।