নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধুমাত্র মেয়ে ডাক্তার হওয়ার কারণে আজ বাইচ্চা গেলাম । নাহলে আজ খবরই ছিল আমার ।ঘটনা খুলে বলি -
ইদের লম্বা বন্ধ পাওয়ায় আজ চেম্বারে বেশ ভীড় ছিল । আমি একবার আল্ট্রা তে বসা আরেকবার রোগী দেখা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছি ।
বাসা থেকে একবার বড় কন্যা একবার ছোট কন্যা ফোন দিচ্ছে । সবার ছুটি হয় তোমার কেন এখনো ছুটি হয় না ?
কথা তো সত্যই । সবার ছুটি হয় ডাক্তারদের কেন হয় না ?
কোনরকম ওদের আম জাম বুঝিয়ে ফোন রাখলাম । এর মধ্যে ইর্মাজেন্সি থেকে ফোন করে একজন রোগী পাঠালেন আমার কাছে আল্ট্রার জন্য ।
খুব ইর্মাজেন্সি , রিপোর্ট করে এখনি পাঠাতে হবে ।
রোগীনি আসলেন । তীব্র পেট ব্যথা । ব্যথার কারণে তিনি সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছেন না ।
ইর্মাজেন্সি থেকে তাকে ব্যথানাশক ইনজেকশন দেয়া হয়েছে । কিন্তু রোগীর লোকজনের ভাষ্যমতে ব্যথা তো কমেই নাই বরং বাড়ছে ।
এবার রোগীনির দিকে তাকালাম । বয়স কত আর হবে ? ৪২ বা ৪৫ বছর বড়জোর ।
কিন্তু দেখতে আরো বেশি লাগে ।তার পরণে একটা পুরানো সুতির শাড়ি । তাও এক প্যাঁচ দিয়ে কোনরকমে পরা ।
গ্রামের মানুষ , কাজ কর্ম নিয়েই থাকেন সবসময় । নিজের দিকে তাকানোর অত সময় কই তাঁদের ?
রোগীনিকে জিজ্ঞেস করলাম - কখন থেকে ব্যথা আপনার ?
বহু কষ্টে উত্তর দিলেন - ২ দিন ধরে । আইজ সকাল থেকে বেশি ।
সাথে আসা একজন জানালেন - তার ছোট পোলার বিয়া ইদের পরের দিন । বাড়ির সব কাম কাজ করতে করতে আর ঠিকমত না খাইয়া পেটে ব্যথা হইছে ।
আমি আর কথা বাড়ালাম না । সিস্টারকে বললাম আল্ট্রারুমে নিয়ে রেডি করতে ।
আল্ট্রার বেডে শোয়াতেই পেটের সাইজ দেখে আমি মুখ ফসকে বলে ফেললাম - ইনি তো প্রেগন্যান্ট ।
রোগীনি তো পারলে আমারে কাঁচা খেয়ে ফেলে । সাথে আসা এটেন্ডডেন্ট রাও । ধমকের সুরে বলতে লাগলেন -
আপনি পাগল হৈছেন ? কয়দিন আগে মেয়ের ঘরের নাতীন বিয়া দিলাম । ৩ পোলার ঘরে নাতি - নাতনী আছে আমার । সবার ছোট পোলার বিয়া ইদের পরের দিন । এহন কোন থিকা বাইচ্চা অইব ?
রোগীর এটেনডেন্ট প্রায় মারমুখী । বলতে লাগলেন - বয়স অইয়া গেছে কত…। ১ বছর ধরে শরীর খারাপ অয় না ..বন্ধ অইয়া গেছে গা ।আর হে কয় বাচ্চা অইব । পেট টা আগে থেকেই বড় তার । চর্বি জমছে ঐগুলা !
আমি কোন কথা না বাড়িয়ে ডরে ডরে আল্ট্রা করার প্রোবটা হাতে নিলাম ।হুম .. যা ভাবছি তাই ।
একদম ফুল টার্ম …
পেশেন্ট ব্যথায় এসির মধ্যে ঘেমে নেয়ে অস্থির ।
উনার পেটে বাচ্চা এটা এখন কোন সাহসে মুখ দিয়ে বলব সেটা ভেবে ভেবে আমিও ঘেমে অস্থির !
অনেক সাহস সন্চয় করে কোনমতে বললাম - এই যে দেখেন আপনার পেটে বাচ্চা …..
এই কথা শুনে রোগী তড়াক করে উঠে বসে পড়ল ..সংগে সংগে পানি ভেংগে বেড ভিজে গেল ! বাচ্চার মাথা বের হয়ে গেছে ..
আল্ট্রার বেডে এখন আমার বেবি ডেলিভারি করাতে হবে । কিচ্ছু করার নাই । অভিজ্ঞ সিস্টার দ্রুত আমাকে দুই জোড়া গ্লাভস দিল ।
এক জোড়াই ঠিকমত পরতে পারলাম কি পারলাম না বেবি প্রায় চলে এসেছে ।
রোগীর অভিজ্ঞ এটেনডেন্ট দের দিকে যে একটু তাকিয়ে দেখব সে সময়ও নাই । উনারা লজ্জিত মুখে বের হয়ে গেলেন আল্ট্রারুম থেকে ।
কোনরকম প্রস্তুতি ছাড়া আল্ট্রা বেডে বেবি ডেলিভারির মত ঘটনা আমার জীবনে এটাই প্রথম ।প্রস্তুতি বলতে ডেলিভারি করতে যে সমস্ত প্রস্তুতি লাগে সেসব আর কি !
রুমের বাইরে রোগীনির স্বামী , যে পুত্রের বিবাহ সে , বিবাহ উপলক্ষ্যে আসা মেয়ে ,মেয়ের জামাই , নাতীন সহ আরো অনেকে অপেক্ষমাণ ।সবাই একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করছেন নি:শব্দে ।
শেষমেষ রোগীনি একজন রেডিমেড পুত্র সন্তানের জন্ম দিলেন ।
পুরো সময়টাতে তার দু চোখ জুড়ে ছিল অবিশ্বাস ! চোখের ভাষার যদি অনুবাদ করি সেটা এমন হবে - “ এইডা কোথ্থে আইলো “????
আমার দিকে তিনি এখনো অবিশ্বাসের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন ।তখনি মনে হল - ভাগ্যিস আমি লেডি ডাক্তার !!
পুরুষ ডাক্তার হলে এতক্ষনে তিনি হয়তো বলেই ফেলতেন - এইডা ডাক্তারের বাচ্চা ….ষড়যন্ত্র কইরা আমারে গছাইয়া দিছে….
মূল লেখাঃ Click This Link
২০ শে জুলাই, ২০২১ সকাল ৯:০৬
আমিই সাইফুল বলেছেন: জ্বী উনি আজ শেয়ার করেছেন। মুল লেখার লিংক পোস্টের শেষে দেয়া আছে।
২| ২০ শে জুলাই, ২০২১ সকাল ৮:৪২
কবিতা ক্থ্য বলেছেন: সাইফুল ভাই কি ফুল হইয়া গেলেন?
আপনি যে ভাই ডাক্তার- আগে জানাছিলো না।
আর আপনি তো দুনিয়ার অসাধ্য সাধন করসেন। কংগ্রেচুলাশন।
২০ শে জুলাই, ২০২১ সকাল ৯:০৫
আমিই সাইফুল বলেছেন: ভাই, আমি নিজেকে ডাক্তার দাবি করিনি। এটা এক আপুর লেখা তার পোস্টের লিংক সহ দেয়া আছে। দেখে নিবেন প্লিজ।
৩| ২০ শে জুলাই, ২০২১ সকাল ৯:২৯
কবিতা ক্থ্য বলেছেন: সরি সাইফুল ভাই,
আমার ভুল, খেয়াল করিনি লিংকটা
২০ শে জুলাই, ২০২১ সকাল ৯:৩২
আমিই সাইফুল বলেছেন: সরি বলার কিছু নাই ভাই। তবে আজকাল নিজের ভুল দেখতে পারা লোকের বড্ড অভাব। কনগ্রেচুলেশন! আপনি তেমন নয়।
৪| ২০ শে জুলাই, ২০২১ সকাল ১০:৫০
শাহ আজিজ বলেছেন:
সব দোষ ডাক্তারের হা হা হা ।
এরপরের অংশ লিখলেন না যে ।
৫| ২০ শে জুলাই, ২০২১ সকাল ১১:৫৮
সাসুম বলেছেন: বাংলাদেশের মহিলারা ইভেন এখনকার মেয়েরাও সেক্সুয়াল হেলথ এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ রিলেটেড জ্ঞানে পিছিয়ে আছে। একদম কমন বিষয় গুলাও যানেনা অত শিক্ষিত হয়েও।
সেখানে গ্রামের এই অল্প শিক্ষিত মানুষ গুলা অসচেতন হবে এটা নরমাল।
দেশের বইতে, এডুকেশান সিস্টেমে সেক্স এডুকেশান ও রিপ্রোডাক্টিভ হেলথ চালু করা দরকার ছিল ১৯৮০ সালেই।
বাংগু দেশে যেখানে চারদিকে ১৪ নাম্বারি চলে সেখানে এসব আশা করা বাতুলতা
৬| ২০ শে জুলাই, ২০২১ দুপুর ২:৪৭
আমি সাজিদ বলেছেন: ছেলে ডাক্তার হলে পিঠে মোটা কাপড় বেঁধে থাকা লাগতো। নারী চিকিৎসক বলে রক্ষা। তার উপর বাচ্চাটার মাথা বের হয়ে এসেছিল বলেও রক্ষা, মানে বাচ্চার পজিশন ঠিকঠাক ছিল, যদি না থাকতো তাহলে যদি কোন অঘটন ঘটতো, বলতো চিকিৎসকের অবহেলায় বাচ্চা মারা গেছে।
৭| ২০ শে জুলাই, ২০২১ রাত ৮:৫৩
খায়রুল আহসান বলেছেন: সত্যিই, শুধুমাত্র মহিলা ডাক্তার ছিলেন বলেই তিনি সে যাত্রায় পার পেয়ে গিয়েছিলেন।
কিন্তু প্রশ্ন হচ্ছে, কয়েক বাচ্চার মা সেই গর্ভবতী মহিলা (রোগী) কি সত্য সত্যি তার গর্ভধারণ সম্পর্কে অবহিত ছিলেন না? এও কি সম্ভব?
৮| ২০ শে জুলাই, ২০২১ রাত ৯:০৩
সামিউল ইসলাম বাবু বলেছেন: হাসমু না কানমু।
মাশাল্লাহ, উর্বরতা ভালো।
ফলন হয়েগেছে
৯| ২১ শে জুলাই, ২০২১ দুপুর ২:০৯
গফুর ভাই বলেছেন: যদিও জানি আমার বলা কমেন্টস এর সাথে এই ঘটনার কোন মিল নাই।তারপরে শেয়ার করার উদ্দেশ্য বলা। অধিকাংশ ৩৫ ঊর্ধ্ব হিন্দু পুরুষ এর মুসুলমানি করা এই বাংলাদেশে যৌন সমস্যা এর কারনে।
১০| ২১ শে জুলাই, ২০২১ দুপুর ২:১৪
গফুর ভাই বলেছেন: যদিও জানি আমার বলা কমেন্টস এর সাথে এই ঘটনার কোন মিল নাই।তারপরে শেয়ার করার উদ্দেশ্য বলা। অধিকাংশ ৩৫ ঊর্ধ্ব ৬০% হিন্দু পুরুষ এর মুসুলমানি করা আছে এই বাংলাদেশে যৌন সমস্যা এর কারনে। আমার এক হিন্দু ফ্রেন্ড করসে আমি যখন ভার্সিটি পড়তাম।ও একদিন না বলেই উধাও ১০ দিন পর এসে জানাল তার অবস্থা।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০২১ সকাল ৮:২৭
মেহবুবা বলেছেন: এটা কি ফাহমিদা মাহবুবার অভিজ্ঞতা? কি অদ্ভুত পরিবেশ সৃষ্টি হোল !
আসলেই মেয়ে ডাক্তার বলে রক্ষা!!!