নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

কঠোর লকডাউনে যেন অনাহারে কেউ না মরে

২৭ শে জুলাই, ২০২১ সকাল ৯:০০

কঠোর লকডাউনে যেন অনাহারে কেউ না মরে

বাংলাদেশে করোনার বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে মনে হয়। এ পরিস্থিতিতে কঠোর লকডাউন'এর বিকল্প নেই। তবে, অনাহারে যাতে মানুষ মারা না যায়, বা আত্মহত্যা না করে সেলক্ষ্যে নিচের দুটি ব্যবস্থা বিবেচনা করা যায়।

এক) খাদ্যাভাব রয়েছে এমনসব বাড়ির বাসিন্দাদের হলুদ পতাকা বা তেমনকিছু বাড়ির দরোজায় ঝুলিয়ে রাখতে অনুরোধ জানানো।

দুই) স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ ও প্রশাসনের সদস্যের সমন্বয়ে তিন বা চার সদস্যের ছোট ছোট টিম গঠন করা। এই টিম নিয়মিত টহল দিয়ে পতাকা ঝুলানো বাড়িতে জরুরি খাদ্য সরবরাহের ব্যবস্থা নিতে পারে।

এ ধরণের জরুরি ব্যবস্থা না নিলে করোনার পাশাপাশি অনাহারেও মানুষের মৃত্যু ঘটবে যা পরিস্থিতির আরেক দফা অবনতি ঘটাবে। প্রস্তাবটি পছন্দ হলে শেয়ার করে অন্যদেরও জানিয়ে দিন।

রাব্বুল আলামীন আমাদের সহায় হউন।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২১ সকাল ১০:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো পোস্ট দিয়েছেন। আমাদের অনেকের নামাজ, রোজা, হজ কবুল হবে না। কারণ আমরা আমাদের আশে পাশের ৪০ বাড়ির মানুষের অনাহারি লোকদের খবর রাখি না। যতো নামাজ পড়ি না কেন। কোন লাভ নাই। ইসলামে পরিষ্কার বলা আছে। ইসলামে সামাজিক দায়িত্ব অবহেলা করা বড় অপরাধ।

এই মানুষগুলির খবর রাষ্ট্রও নেয় না আমরাও নেই না।

২| ২৭ শে জুলাই, ২০২১ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট দিয়েছেন ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.