নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\'এম এল গনি\' cut & paste করে Google-এ search করলে আমার সম্পর্কে জানা যাবে। https://www.facebook.com/moh.l.gani

এমএলজি

এমএলজি › বিস্তারিত পোস্টঃ

মানসিক রোগ! =

১৩ ই জুলাই, ২০২১ রাত ১১:০৭

মানসিক রোগ! =

নিউইয়র্কে বসবাস করেন আমার এ সুহৃদ। শ্বশুর অসুস্থ শুনে দেশে গেলেন। ফিরেও এসেছেন। ফোন দিলাম মুরুব্বির অবস্থা জানতে।

বয়স পঁচাত্তর হতে আশির ভেতরে। চলাফেরায় সমস্যা নেই। তাঁর করোনা হয়নি, তবে করোনায় মানসিকভাবে আক্রান্ত তিনি। যাঁকেই কাছে পান হাত ধরে ক্ষমা চান। বারবার ক্ষমা চান। বলেন, 'আমি আপনার অনেক ক্ষতি করেছি, আমাকে খাস দিলে মাফ করে দেবেন।' বারবার প্রশ্ন করে আসলেই মাফ করেছেন কিনা তাও নিশ্চিত করেন।

আমার এই সুহৃদের সাথে জীবনে দেখা হয়েছে নাকি কেবল তিনবার। তাও, স্বল্প সময়ের জন্য। তারপরও তাঁর হাত ধরে বারবার মাফ চাইছেন। ওই একই কথা বলে, 'আমি আপনার অনেক ক্ষতি করেছি, .....' মুরুব্বীকে বাড়িতে পাহারা দিয়ে রাখতে হয়। নইলে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে অপরিচিতের কাছেও মাফ চাইতে থাকেন।

তিনি কি কাজ করতেনা জানতে চাইলে জানা গেল, প্রথম জীবনে কয়েকবছর ঠিকাদারি ব্যবসা এবং পরবর্তীতে দীর্ঘদিন রিয়েল এস্টেট ব্যবসায় ছিলেন। জমি দখল, কেনাবেচা, ফ্ল্যাট নির্মাণ, বিক্রয়, ইত্যাদি। এখন তাঁর বড়ো ছেলে ওসব দেখভাল করেন। মুরুব্বি স্থানীয় রাজনীতির সাথেও জড়িত ছিলেন।

সবদিক বিবেচনায় বলা চলে বেশ সফল এক মানুষ তিনি। কারো কাছে প্রয়োজনে মাফ চাওয়া দোষের কিছু নয়, বরং উদারতা। কিন্তু এই মুরুব্বি যেভাবে মরিয়া হয়ে মানসিক রোগীদের আদলে মাফ চাইছেন তা সত্যিই উদ্বেগের। নিশ্চয়ই এ ধরণের অস্বাভাবিক আচরণে তাঁর অতীত কর্মকান্ডের প্রভাব রয়েছে!

চলুন, আমরা আজকের দিনটিতে যে কাজগুলো করছি তা নিয়ে নতুন করে ভাবি। কৃতকর্মের কারণে শেষ বয়সে যেন মানসিক রোগ আবার পেয়ে না বসে।

ML Gani

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০২১ রাত ১১:২৫

শায়মা বলেছেন: হ্যাঁ অতীতের কোনো কৃত অপরাধ থেকে এমন মানসিক পীড়ন সৃষ্টি হয়।

২| ১৩ ই জুলাই, ২০২১ রাত ১১:৩১

সেলিম আনোয়ার বলেছেন: যার মরণের পড়ে কবরের আজাবের ভয় আখেরাতে নরকের ভয় আর মানুষের হক নষ্ট করার পাপ আশংকা যে পাপ আল্লাহ ক্ষমা করবেন না তার বঞ্চিত মানুষের কাছে ক্ষমা জরুরি। মুমিন ব্যক্তির এমন অবস্থা হতে পারে। আল্লাহ আমাদের সবাকে ক্ষমা করেন ।

৩| ১৪ ই জুলাই, ২০২১ রাত ১২:৪৮

দেয়ালিকা বিপাশা বলেছেন: আল্লাহ সকলকে হেদায়েত দান করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.