নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলায় দেখেছি, যখন কোন পকেটমার হাতেনাতে ধরা পড়ে, তখন তার আশপাশ থেকে কয়েকজন এসে তাকে চড়থাপ্পড় মেরে বকাঝকা করতে করতে টেনে-হ্যাঁচড়ে কিছু দূরে নিয়ে গিয়ে ছেড়ে দিতো। ওই লোকগুলো আসলে পকেটমারেরই সাঙ্গপাঙ্গ।
আমাদের দেশের সরকারি অফিসগুলোতেও এমনকান্ড দেখা যায়। কোন কর্মচারী/কর্মকর্তা ঘুষ লেনদেন বা চুরি চামারিতে ধরা পড়লে তাঁদের সাঙ্গপাঙ্গরা দোষীকে তাঁদের তাৎক্ষণিক বদলি বা ওএসডি করে মূল কর্মস্থল হতে অন্য কোথাও সাময়িক সরিয়ে দেন। কিছুদিনের মধ্যে সুযোগমতো আবার টাকাপয়সা লেনদেনের বক্ষমূলে বসিয়ে দেন। কারণ, বড়ো কর্তাদের অবৈধ অর্থ আয়ের সোর্স তো তাঁরাই।
চৌর্যবৃত্তিতে অশিক্ষিতের সাথে শিক্ষিতের কি অদ্ভুত মিল, তাই না?
ML Gani
২| ২৪ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫১
স্বপ্নাশিস বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৮
কামাল১৮ বলেছেন: চরম সত্য কথা বলেছেন।