নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে গাধার খাটুনি খেটে সৎভাবে চাকুরী করে যারা কিছুটা উঁচুপদে কাজ করেন তাঁরা বিশ/পঁচিশ শতাংশ কর দেন। (তথ্য ভুল হলে শোধরে দেবেন।) আর, সংবিধান পরিপন্থী অপ্রদর্শিত আয় (অবশ্যই বৈধ নয়) জায়েজ করতে দিতে হয় কেবল দশ শতাংশ কর।
এতে কি এটাই প্রমান হয় না যে সরকার মানুষের বৈধ আয়ের চেয়ে অবৈধ আয়কে উৎসাহিত করছে, বা, সরকার বা প্রশাসনের ভিতর ঘাপটি মেরে থাকা দুর্নীবাজরাই এই অসৎ সুযোগের 'সৎ ব্যবহার' করছে? এভাবে চললে দেশে দুর্নীতি না বাড়াই তো অস্বাভাবিক!
এ প্রসঙ্গে বলা ভালো, আমাদের প্রতিবেশী দেশ ভারতেও সীমিত পরিসরে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়। তবে, সেক্ষেত্রে কর কিন্তু প্রায় পঞ্চাশ শতাংশ। তাই বলি, বন্ধুরাষ্ট্রকে ফলো করলে পুরোপুরি করুন, আংশিক নয়। ওদের পঞ্চাশ শতাংশ হলে আমাদের কেবল দশ শতাংশ কেন?
পুনশ্চঃ আমাকে আবার ভারত-বিদ্বেষী ভেবে না বসেন যেন!
২| ০৫ ই জুন, ২০২১ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: আমাদের দেশ হলো চোরের দেশ। অদক্ষ ও অযোগ্য লোকের দেশ।
৩| ০৬ ই জুন, ২০২১ সকাল ১১:৩১
পদ্মপুকুর বলেছেন: গত পর্শু বাজেট প্রসঙ্গে প্রথম আলোর হেডলাইন ছিলো- ব্যবসায়ীরা খুশী, হতাশ মধ্যবিত্ত..... এদেশে এটাই তো হয়।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০২১ সকাল ১০:১৫
নূর আলম হিরণ বলেছেন: কারন যারা কালো টাকা সাদা করার সুযোগ দেয় তারা নিজেরাই সে সুযোগ নেয়। এর এই জন্যই এই অবস্থা।