নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিক্স

লিংকন বাবু০০৭

ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই

লিংকন বাবু০০৭ › বিস্তারিত পোস্টঃ

অনেকের মাঝে না বুঝেও ফ্যাসিবাদের চর্চা আছে।

০৬ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:২৩

অনেকের মাঝে না বুঝেও ফ্যাসিবাদের চর্চা আছে।
ফ্যাসিবাদ শুধু দলীয় বিষয় না, অনেকের চারিত্রিক বৈশিষ্ট্য।
ব্যক্তি, পরিবার, দল, প্রতিষ্ঠানেও ফ্যাসিবাদ খুঁজে পাবেন।
বর্তমানে এটা বহুল আলোচ্য বিষয় বটে।

সত্যকন্ঠ রোধ করা, সমালোচনা সহ্য না করা, যে কোন কিছুতে দোষ ধরা, নিজের খেয়াল খুশিমতো যা ইচ্ছা তাই করা, প্রয়োজনে দমন করা, চিৎকার করে গালিগালাজ করে কসম খেয়ে মিথ্যা বলা, সত্যকে ভয় পাওয়া, দুর্বলের প্রতি খরম ভাঙ্গা-এগুলোই ফ্যাসিবাদ। এক কথায় গাহো দিয়ে পাগাড় ঠেলা আরকি...

ফ্যাসিবাদ আপনার আশেপাশেই।
ফ্যাসিবাদী ভাবসাবে শাহরুক খানের কাটিং দিতে যাইয়া কাবিলার মত চুলরে কাটিং ফুটিয়ে তোলা, ওভার কনফিডেন্ট (Chat-এর-চুল)। বেড়ার ঘরে এচি লাগিয়ে বিলাসিতার মত। ভাত পায়না চা খায়, হোন্ডা লইয়া হা*তে যায়,...
মননে চরম ভীরু, একটিও যৌক্তিক কথা না বলতে পারা, প্রশ্ন সহ্য‌ করতে না পারা , ভাল পরিমানে তেল খেতে পারা হচ্ছে বৈশিষ্ট্য।

কালোকে কালো, সাদাকে সাদা,
বাপের বাপকে দাদা,
লাল কে লাল,
আর চুল কে বা*,
বলতে অকপট থাকুন।
সবসময় জবাবদিহিতা নিশ্চিত করে ফ্যাসিবাদকে দুর তো করতে পারবেন না, সংশোধন করুন বা চেস্টা করুন... তাতেই যদি দু নয়ন বুজার আগে কিছুটা শন্তি পেলেও পেতে পারেন।
আল্লাহ সবাইকে ভাল করুক...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:২৫

অধীতি বলেছেন: ভালো বলেছেন। "বিচার মানি তালগাছ আমার" প্রবাদটি এখন সব থেকে বেশি সম্পর্কিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.