নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিক্স

লিংকন বাবু০০৭

ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই

লিংকন বাবু০০৭ › বিস্তারিত পোস্টঃ

finally we got an educated person in Politics

০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৪:৫৬

ড. মুহাম্মদ ইউনূস বিমানবন্দেরে পা রেখেই বললেন—পুরো বাংলাদেশ একটি পরিবারের মতো।
এমন কথা এর আগে কোনো রাষ্ট্রপ্রধানের মুখ থেকে শুনিনি।
আবার কি কয়-- আমার কথা না শুনলে বলে দেন, যাই গা। আমি আমার কামে কাইজে ব্যস্ত থাকি।
তার উচ্চতা আমরা কল্পনা করতে পারি?
আর যেইটা কয়নাই সেটা হল- (আমার কাম আমি কইরা খাই, হাজারো সেমিনারে বিশ্বের রাস্ট্র প্রধানরা বিশেষ বিশেষ কোর্সের ডিনারের দাওয়াত দিয়া রাখছে, আর কয়েকটা ডক্টরেট সিরিআলে আছে পাইলেই শেঞ্চুরি হইবো)
finally we got an educated person in Politics
Welcome Sir ❤️

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৭

নতুন বলেছেন: বিএনপি মনে মনে মন্ত্রীসভাও মনে হয় ঠিক করেফেলেছে, দুইদিন পরেই এমপির কার্ড বিক্রি শুরু করবে।

জামাতীরা এই নিবাচনে কয়েক ছিট আর সামনের নিবাচনে ক্ষমতায় আসার ছক কাটছে।

এই অবস্থায় ড: ইউনুস ছাড়া এই দুই দলের কামড় কেউ ঠেকাতে পারবেনা ।

২| ০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:০৯

ধুলো মেঘ বলেছেন: ডঃ ইউনুসের বয়েস ৮৪। উনি কাজ করবে কয় ঘন্টা, আর ঘুমাবে কয় ঘন্টা?

৩| ০৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:১৯

শায়মা বলেছেন: ডঃ ইউনুসের জন্য শুভকামনা।

এতদিনে সত্যিকারের শিক্ষিত একজন মানুষ আসলো। সত্যিই কথাটা বড়ই সত্যি.....

৪| ০৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:০৪

শেরজা তপন বলেছেন: উপদেষ্টাদের অর্ধেকদের চিনছি না -আপনি চিনেছেন? আসলে এদের সম্বন্ধে কোন ধারণা নেই - কেমন করবে বলে আপনার ধারণা?

৫| ০৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: Final list: (আমি যেভাবে কোনো এক স্থানে পেয়েছি - সোনাবীজ)
#Bangladesh Bank governor Dr Salehuddin Ahmed
#Dhaka University Law Department Professor Asif Nazrul
#Human rights activist Adilur Rahman Khan
#Former attorney general and advisor of caretaker govt AF Hassan Ariff
#Former foreign secretary Touhid Hossain
#Bangladesh Environmental Lawyers Association (BELA) Chief Executive Syeda Rizwana Hasan
#Two key conveners of the Students Against Discrimination movement Nahid Islam and
Asif Mahmud
#Former PSO AFD Lt Gen (Retd) Mahfuzur Rahman
# Minority community leader and former chairman of Rangamati district council Gautam Dewan
#Eminent lawyer and human rights activist Barrister Sara Hossain
#Former bureaucrats Dhiraj Malakar
#Islamic scholar AFM Khalid Hossain.

৬| ০৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

গুলমগীর পল্টিবাজ বলেছেন: নোবেল-জয়ীর দম্ভ ছিলো জিতে দেখানোর। তিনি জিতে মুক্তি দিয়ে গেলেন সকলকেই। খালেদা জিয়ার মরা শরীরে প্রাণ এলো, গণতন্ত্র মুক্তি পেলো, চরিত্র উন্মোচিত হলো, সন্ত্রাসবাদীরা মুক্তি পেয়ে।নীরব খেলায় মেতে গেলো, উগ্রবাদের ভয়াল থাবা পার্মানেন্টলি জেঁকে বসলো শিল্পে, সাহিত্যে, ভাস্কর্যে, অন্য ধর্মাবলম্বী নাগরিকদের জীবনে হয়ে থাকলো দীর্ঘবিরতির পর নারকিয় জীবনে পদার্পণের সূচনা হিসেবে, যে অরাজকতার প্রশ্নের উত্তরে তিনি একে আখ্যা দিলেন বিজয় মিছিল। দ্য ফায়ার।অব ভিক্টোরি, এ লিটল সেলিব্রেশন।

৭| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:১৬

করুণাধারা বলেছেন: একজন নোবেল বিজয়ীকে নেতা হিসেবে পাওয়া অনেক বড়ো ব্যাপার। কোনো কোনো জাতির নেতা তো চায়ের দোকানী...

৮| ০৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪১

কামাল১৮ বলেছেন: শান্তিতে নোবেলজয়ী রাষ্ট্র প্রথান ছিলেন অং সান সুচি।তার মতো অবস্থা না হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.