নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই
ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালনের সময় আশে পাশের মানুষ শুকনা খাবার, চকলেট, পানি, স্ফটডিংক্স, সেলাইন, ছাতা, কিছু পিৎজা+টিপু সুলতান... ব্যন্ডরা ঠোংগা ধরাইয়া ছবি তোলায় ব্যস্ত, আরো নানা কিছু দিচ্ছে। ভাল কথা...
but...এই সব জায়গায় যে সব ট্রাফিক পুলিশ ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন বা সমানে করবেন তাদের প্রতিও আমাদের স্বহৃদয় বজায় রাখতে হবে। তাদের তো আমরা গালি ছাড়া কথাই বলতাম না,
তাদের বেতন স্কেল অনেক কম আর তাদের সুযোগ সুবিধা, খাবার, ডিউটি টাইম, স্বাস্থ ব্যবস্থা, ঝড়-বৃষ্টি-রোদ, পয়নিস্কাশন সহ সব ব্যবস্থা আরো উন্নত করা হোক।
আমরা কি করতে পারি?
কর্মরত ট্রাফিক বা পুলিশ দেখলে সালাম-হাসি বিনিময় করতে পারি,
চকলেট-চুইংগাম দিতে পারি, মৌসুমি ফল যা তেমন দাম না সেগুলো দিতে পারি।
সাধারন কিছু পুলিশ তারা নিজেরাই ফ্যাসিস্টদের ক্ষমতালিপ্সার কাছে অসহায়, কিছু অফিসার কিভাবে তাদের ব্যবহার করেছে, কোন ভাল ফেসবুক পোস্টে নাকি সহমত লেখলে বা, লাইকদিলেও ঝাড়ি খেতে হতো।
সবার ভালবাসাই পাথড়ের মাঝেও ফুল ফুটাতে পারবে....
পরিবর্তন হোক সকল সিস্টেমের...
Thankx #Generation_Z, known as Zoomers...
০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৪
লিংকন বাবু০০৭ বলেছেন: সেইটাই হবে। তবে আমরা ভাল কিছু চাই।
২| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৫
রাসেল বলেছেন: ছাত্রদের উদারতার জন্য বাহবা জানাচ্ছি।
দুঃখের বিষয়, কারো কারো এতে গা জ্বলে যাচ্ছে। এই সব লোকেরা মুক্তিযোদ্ধা হতে পারে না, অবশ্যই অবশ্যই রাজাকার।
০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৫
লিংকন বাবু০০৭ বলেছেন: ভালো বলেছেন।
৩| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সম্ভব হলে ঘুষ আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে।
এটা ছাড়া কোন উপায় নেই।
পদে পদে দুর্নীতি। বড় বস থেকে রিক্সাওয়ালা সবাই দুর্নীতি করে।
৪| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:০৭
সোনাগাজী বলেছেন:
দেশ কোমলমতিরাই চালাবে, আপনি বাহবা দিতে থাকেন; অনেক লম্বা সময় ধরে বাহবা দিতে হবে।
৫| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:০৭
নতুন বলেছেন: @ সোনাগাজী পরিবর্তন আসতে সময় লাগে, শুরুটা একটা স্থান থেকে শুরু করতে হয়।
আপনি একটা সমাধান দিলেন না। শেখ হাসিনার সরকারের তত্বাবধানে ৪০০-৫০০ মানুষ হত্যা হইলো।
তারপরে আপনার মনে সমাধানটা কিভাবে হইলে ভালো হইতো?
জয়ের কথা শুনলে বুঝতে পারবেন শেখ হাসিনা পরিস্থিতির গভীরতা বুঝতে পারেন নাই। তার পদত্যাগেরও পরিকল্পনাও ছিলো না, থাকলে ব্যাগ গুছিয়ে রাখতো।
যেই অবস্থায় শেখ হাসিনা চলে গেছেন, তার বিকল্প কি কি হাসিনা করতে পারতেন, সেই বিষয়ে আপনার সমাধান টা বলুন।
৬| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:২৩
ধুলো মেঘ বলেছেন: আমার গা জ্বলে যাচ্ছে। একটা সিগন্যাল পার হইতে যেখানে ৫ থেকে ১০ মিনিট লাগতো, কালকে সেখানে পাক্কা ২৫ মিনিট দাঁড় করায়া রাখছে। গালি দিতে মন চাইছিল, মুক্তিযোদ্ধা বইলা কিছু কইলাম না।
৭| ০৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৩:২৪
মোস্তফা সোহেল বলেছেন: দেশটা নতুন করে এগিয়ে যাক।
©somewhere in net ltd.
১| ০৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৩
শায়মা বলেছেন: আমাদের বাসা থেকে মেইনরোড দেখা যায়। ছেলেদের ভয়ে একটা হর্ন দিচ্ছে না গাড়িরা। লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে চলছে। কি সুন্দর নগরী। কিন্তু এই ছেলেরা পড়ালেখায় ফিরে যাবে তখন আবার তারা হয়ত পূর্ব রুপে ফিরে যাবে।