নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই
সব কিছুর আগে "পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার" কথাটা কেন লাগায়??
দেখা গেছে খাবারটা (দোসা, মম, ওয়াফেল, ওভেন বেক পাস্তা, উড ফায়ার পিৎজা, নাচোস, পেচাইন্না আলু, ফায়ার পান, দুয়া বের হওয়া চকলেট, সোডা ওয়াটার, জুস বার, পোরা ঘটিতে তান্দুরি চা, স্ট্রবেরি/ কিউই/এবোকাডো জুস, শরবতমহাব্বত, কিটকেট, ডেইরি মিল্ক চকলেট আর বাদাম দিয়া কয় দিল বাহার শরবত...... না কি নাম আরো আল-আল-ছাল... হাবিজাবি লিস্ট.....,) আমাদের কালচারে মিশেছে কিছু দিন আগে ধরুন বয়স ৭-১০ বছর বা ১৫ বছর আর যে দোকান দিছে তার বয়স ১-৫ বছর।
হালার কই যামু..... পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার কথাটার বাশ মারা সারা করছে।
খাবার ভাল কি মন্দ, স্বাদ আছে কি নাই, মজা কেমন সেটা ভিন্ন কথা।
দোকান দে, খাবার বেচ আরো ভাল কথা but....
"পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার" এই কথাটা কেন লাগাছ...?? নাকি লাগাইতে ভাল লাগে???
২| ০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৪:৩২
শায়মা বলেছেন: যেমন বাংলাদেশের জামা কাপড় শাড়ীও বিদেশী বলে অনেক দোকানদার।
৩| ০৩ রা এপ্রিল, ২০২৪ বিকাল ৫:২৯
রাজীব নুর বলেছেন: ''পুরান ঢাকার ঐতিহ্যবাহী'' শব্দটা যারা ব্যবহার করে তারা ভন্ড। এবং তাদের খাবার খুবই খারাপ হয়।
আমি কক্সবাজার গিয়েছিলাম। এক রেস্টুরেন্টে লেখা দেখলাম- পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরানী। খেয়ে দেখি, অতি নিম্মমানের স্বাদ।
৪| ০৩ রা এপ্রিল, ২০২৪ রাত ৮:৫৩
ইফতেখার ভূইয়া বলেছেন: বাঙালী মূলত অসৎ, তারা দিনে শতকরা দশভাগ সত্য বলে কিনা তা নিয়েও আমার সন্দেহ আছে।
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০২৪ দুপুর ২:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আফসোস!