নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই
রেস্তোরার বেপারে ফুড ব্লগার বড় ভাই, ছোট ভাই, আফা, কাকা যারা আছেন যারা বা গুগোল রিভিউ বা যে কোন জায়গায় মতামত বা পোস্টদেন সবাই খাবারের পাশাপাশি সেখানকার ফায়ার সেফটি ইস্যু, চারপাশের অবস্থার খুটিনাটি গুলা তুলে ধরবেন। তাহলে খাবার দোকান গুলা রেটিং-এ কিছুটা তার তম্য হব। আর অন্য মানুষগুলা কিছুটা সচেতন হতে পারবে।
ছোট দোকান বা এলাকার ১কামরার দোকানের কথা সরিয়ে রাখেন but… যারা বড় ব্যান্ড নিয়ে কাজ করেন তাদের কাছে তো এমন নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখতেই হবে।
২| ০২ রা মার্চ, ২০২৪ দুপুর ১:৪০
নতুন বলেছেন: সচেতনতা নাই তাই ব্যবসায়ীরাও টাকা খরচা করছেনা।
যখন মানুষ সচেতন হবে তখন ব্যবসায়ীরাও সকল নিরাপত্তার বিষয়ে গুরত্বদেবে।
৩| ০২ রা মার্চ, ২০২৪ বিকাল ৪:০৫
শায়মা বলেছেন: বহুতল ভবনে রেস্টুরেন্ট এমনকি যমুনা ফিউচার পার্কের ফুডকোর্টে বসলেও আমার সব সময় মনে হয় ভূমিকম্প বা আগুন লাগলে কেমনে নামবো?
আর অসংখ্য রেস্টুরেন্ট যে শুধু বহুতল ভবনে অবস্থিত তাই না, এক রতি নড়বড়ে লিফট আর সিড়ির নামে সিড়ির বালাই নেই নিয়ে দাঁড়িয়ে আছে দিনের পর দিন। এমার্জেনসী সিড়ি ততো দূরের কথা সেসব তো নেইই...... কি যে ভয়ংকর!!!
সবই আল্লাহর দয়ায় চলছে।
৪| ০২ রা মার্চ, ২০২৪ বিকাল ৫:২৪
রাজীব নুর বলেছেন: নতুন বলেছেন: সচেতনতা নাই তাই ব্যবসায়ীরাও টাকা খরচা করছেনা।
যখন মানুষ সচেতন হবে তখন ব্যবসায়ীরাও সকল নিরাপত্তার বিষয়ে গুরত্বদেবে।
সহমত।
©somewhere in net ltd.
১| ০২ রা মার্চ, ২০২৪ দুপুর ১২:২৩
ধুলো মেঘ বলেছেন: এই ব্যাপারগুলো তো আগে উঠে আসা উচিত ছিল। এরকম ঘটনা তো আগে কখনও ঘটেনি - তাই এই ব্যাপারগুলো কেউ কখনও খেয়ালও করেনি।