নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিক্স

লিংকন বাবু০০৭

ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই

লিংকন বাবু০০৭ › বিস্তারিত পোস্টঃ

উসমানি আমলে মেহমান কে কি খেতে দিতে হবে কি ভাবে বুঝতো?

১০ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩০

বাসায় মেহমান আসলে কীভাবে বুঝবেন তিনি খেয়ে এসেছেন নাকি খাবেন?
উসমানি আমলে এটা বুঝার একটি উপায় ছিলো।
বাসায় কোনো মেহমান আসলে তাকে এক গ্লাস পানি এবং এক কাপ কফি দেয়া হতো। মেহমান যদি প্রথমে কফির কাপ হাতে নিতো, তাহলে ধরা হতো মেহমান খেয়ে এসেছেন। অন্যদিকে, মেহমান যদি আগে পানির গ্লাস হাতে নিতো, তাহলে ধরে নেয়া হতো মেহমান ক্ষুধার্ত, তিনি খাবেন। বাড়ির লোকজনকে তখন সিগনাল দেয়া হতো মেহমানের জন্য যেন খাবার প্রস্তুত করা হয়।

মেহমান খেয়ে আসলে তার জন্য ভারী খাবার প্রস্তুত না করে ফলমূল দেয়া হতো।
এই রীতি মেহমান যেমন জানতো, তেমনি মেজবানও। ফলে, এই ধরনের ভদ্রোচিত সাংকেতিক কমিউনিকেশনে কোনো অসুবিধা হতো না।

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: দারুণ ব্যবস্থা ছিল।

২| ১০ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর জীবনচারের কথা জানালেন।

৩| ১০ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



এটাও এক ধরনের অনুমান ।
এটা সব সময় সত্যি হবে তা না।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৩

লিংকন বাবু০০৭ বলেছেন: কিছুটা তো কাজে আসে।

৪| ১০ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:২৬

খায়রুল আহসান বলেছেন: বাহ, ভালো সিস্টেম তো!
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর জীবনচারের কথা জানালেন। - একমত।

৫| ১০ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩৩

বাকপ্রবাস বলেছেন: সওদি আরবে মেহমান আসলে সাথেসাথে পানি নিয়ে আসে, প্রথম দিকে অবাক হতাম এটা কেন করে!!! পানিতো চাইনি। পরে ভেবে নিলাম এটা রেওয়াজ। মরু এলাকা, আগে এমন এয়ারকন্ডিশান ছিলনা ঘরে ঘরে গাড়িতে, তায় বাহির থেকে কেউ আসলে সে প্রথমেই পানি প্রত্যাশা করবে। তায় রেওয়াজটা এখনো চালু রেখেছে

২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৫

লিংকন বাবু০০৭ বলেছেন: বাংলার গ্রামেও কুটুম আসলে ডাবের পানি/গুরের শরবত/লেবুর সরবত.. ইত্যাদি দিয়ে আপ্যায়ন করা হতো।

৬| ১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:২৭

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

৭| ১০ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

প্রামানিক বলেছেন: চমৎকার আইডিয়া

৮| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৩

কামাল১৮ বলেছেন: এই প্রথা কবেথেকে বাদ হয় সেই ইতিহাস কি জানা আছে।তথ্যসুত্র দিলে খুঁজে সত্য মিথ্যা যাচাই করতাম।ইতিহাসের এক বিরাট ঘটনা।সত্যটা সবার জানা দরকার।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৭

লিংকন বাবু০০৭ বলেছেন: হয়তো ভেবে চিন্তে প্রথা চালু করেছিল বা করেনি। আবার এটা এমনিতেই ফিকে হয়ে গেছে।

৯| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৪

বিজন রয় বলেছেন: সময় যায় রীতিও বদলায়।

১০| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩০

রাজীব নুর বলেছেন: এত ঢং এর দরকার কি?
জিজ্ঞেস করলেই তো হয়।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৮

লিংকন বাবু০০৭ বলেছেন: এটা ভাল বলেছেন। সরাসরি জিজ্ঞেস করলে হয়তো আরো ভালো ভাবে মেহমানের চাহিদা জানা যেত।

১১| ১১ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪১

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমি তো ক্ষুধার্ত না থাকলেও আগে পানি পরে কফি খাই। কেমনে বুঝত? না কি যেকোনো একটাই নিতে হতো?

২৮ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫৯

লিংকন বাবু০০৭ বলেছেন: এটা একটা মুশকিলের বিষয়।

১২| ১২ ই ডিসেম্বর, ২০২৩ রাত ২:৫৪

নিমচাঁদ বলেছেন: উসমানীয়া নিয়ে এক সময় আমার অনেক লেখার ইচ্ছে ছিলো । দুই বার টার্কি ঘুরেও আসলাম কিন্ত ব্যক্তি জীবনের ব্যস্ততায় আর লেখা হলো না। সুলাইমান দ্যা ম্যাগ্নিফিশিয়েন্ট যে হিউম্যান চার্টার লিখে গেছেন সেটা আমেরিকা তাদের সংবিধান লেখার সময়ে আমলে নিয়েই লিখেছে এবং তাকে সন্মানজনক অবস্থানে টাংগিয়ে রেখেছে ।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০০

লিংকন বাবু০০৭ বলেছেন: উসমানীয় আমল নিয়ে আমার আগ্রহ আছে। ভাল এবং স্পস্ট ধারনা লাভের কোন উপায় যদি বলতেন।

১৩| ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:৩৭

হাসান রাজু বলেছেন: ইঙ্গিত যখন দুপক্ষই বুঝত তখন সেটা মুখে বললে আর কতইবা লজ্জা লাগত। ভদ্রলোক কফির মগই ধরবে ক্ষুধা থাকলেও ।

২৮ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০১

লিংকন বাবু০০৭ বলেছেন: ব্যাপারটা হয়তো একটুু পরে আর এত সৌজন্যতার মধ্যে থাকতা না। সরাসরি কথা হয়ে যারযার প্রয়োজন মিটিয়ে নিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.