নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিক্স

লিংকন বাবু০০৭

ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই

লিংকন বাবু০০৭ › বিস্তারিত পোস্টঃ

আমার Taka Pay নিয়ে আরো কিছু জানার আছে।

০২ রা নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৯

বাংলাদেশের প্রথম নিজস্ব স্থানীয় মুদ্রা কার্ড Taka Pay চালু হলো। এটা কি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে??
বা কোন ভাল কিছু বয়ে আনবে।
তবে ভিসা, মাস্টার, এমএক্স , জেসেবি বা আরো যা চলে তার চাইতে খরচ কিছুটা কমবে এবং দেশ থেকে টাকা বাইরে কম যাবে।
Taka Pay নিয়ে আরো কিছু জানার আছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

রাজীব নুর বলেছেন: এটা অতি সামান্য বিষয়। এটা অর্থনীতিতে কোনো প্রভাব ফেলবে না।

২| ০২ রা নভেম্বর, ২০২৩ রাত ৯:২৯

হাসান কালবৈশাখী বলেছেন:

ক্যাশ টাকার ব্যবহার কমবে।
ভবিষ্যতে ক্যাশ টাকার ব্যবহার সম্পূর্ণ উঠিয়ে দেওয়ার কয়েকটি মাধ্যমের একটি প্রাথমিক পদক্ষেপ।
বাংলাদেশ থেকে পাঁচশ এক হাজার টাকার নোট উঠিয়ে দিলে দুর্নীতি অর্ধেক কমে যেত। ব্যাংকিং মাধ্যমে বা বিকাশে ঘুষ নিলে একটা রেকর্ড থেকে যায়। একটু তদন্ত করলেই ধরে ফেলা যায়।

৩| ০২ রা নভেম্বর, ২০২৩ রাত ১০:৩৯

নূর আলম হিরণ বলেছেন: বাহিরে কিছুটা ডলার যাওয়া কমবে। কেননা ভিসা কার্ড, মাস্টার কার্ড এগুলির সার্ভিস চার্জ ডলার হিসেবে পরিশোধ করতে হয়।

৪| ০২ রা নভেম্বর, ২০২৩ রাত ১০:৪৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: এখনো এসম্পর্কে তেমন কিছু জানিনা তাই মন্ত্যব্য পড়তে এলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.