নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই
যতদুর পড়ি-জানি বা শুনি, তাতে বুঝলাম উন্নত দেশগুলোতে পড়া লেখার বা শিখানোর সিস্টেম পাল্টে যাচ্ছে । তারা বাচ্চা ছেলে-মেয়েদের একটি কফি শপ দিয়ে বলে আগামী এক বছর এই দোকানটি চালানো তোমার পরীক্ষা!
দোকান চালাতে গিয়ে তারা অংক শিখে যাচ্ছে ।
কফি বিক্রী করতে গিয়ে তারা মার্কেটিং শিখে যাচ্ছে ।
পুরো ব্যবসাটা নিয়ন্ত্রণ করতে গিয়ে ম্যানেজমেন্ট শিখে যাচ্ছে ।
লাভ লসে পড়ে অর্থনীতি শিখে যাচ্ছে হাতে কলমে ।
কোন সুন্দরী লালচুলের কিশোর-কিশোরী ললিপপ,কুকিস, কফি কিনতে আসলে প্রেমও শিখে যাচ্ছে (শিখুক, ওদের কালচারের সাথে যা যায় করুক)
জাপানে নাকি ৩ ক্লাস পযর্ন্ত কোন পরিক্ষা বা লেখা পরা নাই, আছে ম্যানার শিক্ষা, রাস্তা পারাপার শিক্ষা, বাবা-মা আত্নীয়দের সাথে কমিউনিকেশন, সেল্ফ ডিফেন্স, জিমনেস্টিক ইত্যাদি…ইত্যাদি…..
কিছুদিন আগে যুক্তরাজ্যের সাত বছরের এক বাচ্চা গুগলের সিইও কে চিঠি লিখেছিলো তার একটি চাকরি চাই!
'ডিয়ার গুগল বস' সম্বোধন করা চিঠির উত্তর তিনি এভাবে দিয়েছিলেন,
-‘চিঠির জন্য অনেক ধন্যবাদ। আমি জেনে খুশি হয়েছি যে তুমি রোবট ও কম্পিউটার পছন্দ করো এবং আশা করি তুমি প্রযুক্তি বিষয়ে জানা অব্যাহত রাখবে।'
আমাদের দেশের বস হলে চিঠি গারবেজে ফেলতো বা সামনে পাইলে থাবরাইয়া কানসা-পট্টি লাল করে দিতো ।
আর আমদের সাতাশ বছর বয়সে কিভাবে একটা সিভি বানায় বা একটা এপলিকেশন করে বা চাকরির ভাইভা দিতে গিয়ে হাটু কাঁপে আরো ভদ্রভাবে বলতে গেলে যে কোন মন্ত্রনালয়ে বা প্রতিষ্ঠানে একটা চিঠি লিখতে বলেন দেখবেন বিচি কান্দেঁ……..।
হোয়াইট হাউজে এক ক্লিনারের বাচ্চা ছেলে নাকি বারাক ওবামার চুলের কাট দেখতে চাইছে, সাথে সাথে ততকালিন মার্কিন প্র্রেসিডেন্ট
নিজের মাথা সেই ছেলের সামনে নিচু করে ধরে দেখতে বললেন ,দেখ বেটা কি কাট দিছি.!!
এটা আমাদের যত দোষ না তার চেয়ে বরং শিক্ষা ব্যবস্থার দোষ বলতে পারেন। গোড়ায় গন্ডগোল আর কি।
আমরা বই পড়ে পড়ে আগুন নিভানো শিখি, রাস্তা পারাপার শিখি, ফাস্টএইড কিট ব্যবহার করা শিখি, সাঁতার শিখি । মুখস্ত করি হাত নাড়াতে হবে । সাথে দুই পা ও । তারপর ভেসে থাকতে হবে । ভেসে থাকতে হবে। হবে । হবে । হবে । ভেসে থাকতে হবে । পরীক্ষায় কমন আসবে শুনলেই শিখে ফেলি ৩০দিনে সাঁতার শেখার একশ একটি উপায় , আবার ডেড সিতে কিভাবে সাতার কাটতে হবে সেটা শিখি। but… সারাজীবন সাঁতার শেখার পর যখন বাস্তব জীবনে পানিতে নামি তখন টুস করে ডুবে যাই……….. আহ…হা….. সুন্দর পৃথিবী । ফায়ার স্টিংগুইসার চালাতে শিখলাম, কোন জায়গায় আগুন লাগলে কি করুম কি করুম করতে করতে পেন্টে মুইতা দিলাম, তাইলেতো হবে না বাপ আমার, আগুনে মুইতাদে তাও কিছু কাম হবে।
বাস্তব জ্ঞান আহরন করেনেও বাবাজিও,
কামে দিব তোমার আর তোমার পোলারও। টা…টা….
২৭ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৭
লিংকন বাবু০০৭ বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ আপনাকে
উত্তরতো দুরের কথা তার আসে পাশের চাল্লিগুলা এ চিঠি বসের কাছে যেতেই দিত না।
২| ২৬ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০২
শেরজা তপন বলেছেন: তুলনামুলক আমাদের শিক্ষা ব্যাবস্থা নিয়ে স্যাটায়ারধর্মী লেখা। আদপে খুব কষ্ট লাগলেও মজা পেয়েছি।
জাপানে নাকি ৩ ক্লাস পযর্ন্ত কোন পরিক্ষা বা লেখা পরা নাই, আছে ম্যানার শিক্ষা, রাস্তা পারাপার শিক্ষা, বাবা-মা আত্নীয়দের সাথে কমিউনিকেশন, সেল্ফ ডিফেন্স, জিমনেস্টিক ইত্যাদি…ইত্যাদি….. ~ এর সাথে শেখায় তুমি কিভাবে চরম স্বার্থপর হইবে, বাপের চুল কেটে দিলেও টাকা নিবে!!
২৭ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৪৮
লিংকন বাবু০০৭ বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ আপনাকে
এটাতো জানতাম না, জানলাম।
৩| ২৬ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:১৮
ফেনা বলেছেন: সুন্দর বাস্তবতা। তবে শেরজা তপন ভাই এর জন্য বলছি- "এর সাথে শেখায় তুমি কিভাবে চরম স্বার্থপর হইবে, বাপের চুল কেটে দিলেও টাকা নিবে!! "
তার পরও তারা কিন্তু শান্তিতে আছে। আর এই সব না শিখে আমরা তার থেকে কতটা ভাল আছি। বরং হিসাব করলে দেখা যাবে আমরা অনেক বেশে বেয়াদপ হয়ে গেছি।
বিস্তারিত বইলাম না
২৭ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৫২
লিংকন বাবু০০৭ বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ আপনাকে।
-শেরজা তপন ভাই হয়তো সত্যি টাই তুলে ধরেছেন। হতে পারে।
-ভাল বলেছেন। সময় হলে বিস্তারিত বইলেন, মন দিয়ে শুনবো।
৪| ২৬ শে জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:২৯
ঋণাত্মক শূণ্য বলেছেন: "শিক্ষা ব্যবস্থা" জিনিষটাই তৈরী হয়েছিলো মানুষকে কিভাবে চাকুরে বানানো যায় তার জন্য। এর থেকে বেরিয়ে যারা চাকুরে না হয়ে ব্যবসায়ী হয়, তারা আসলে ফল্টি প্রোডাক্ট ("শিক্ষা ব্যবস্থা" তৈরীর উদ্দেশ্যের হিসাবে)।
আপনার দেওয়া বর্ণনা গুলি ভালো লাগলো। এভাবে অনেক কিছুই সহজে করা যায়। আর মূল শিক্ষা এমন ভাবে হওয়াই শ্রেয় মনে করি।
কিছুদিন থেকে ভিডিওতে দেখি আম্রিকায় নাকি ড্রাগ কুইনদের স্কুলে এনে নাচা-গানা করাচ্ছে। সাথে নাকি ছেলে-মেয়েদের নিজের জেন্ডার নির্ধারণের বিষয়টিও শিক্ষা দেওয়া হচ্ছে। এগুলিকে কেমন ভাবে দেখছেন?
২৭ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৭
লিংকন বাবু০০৭ বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ আপনাকে
প্রতিটি দেশের আলাদা আলাদা কালচার, রুচী বিরাজমান। সেই দেশের জন্য যেটা ভাল, সেটা অন্য দেশের জন্য ভাল নাও হতে পারে।
৫| ২৬ শে জুলাই, ২০২৩ রাত ৮:১৬
রাজীব নুর বলেছেন: আমি একজন প্রচন্ড আশাবাদী মানুষ।
২৭ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৮
লিংকন বাবু০০৭ বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ আপনাকে
জ্বী ঠিক বলছেন বড় ভাই, আশাই বেচেঁ আছি।
৬| ২৭ শে জুলাই, ২০২৩ সকাল ৯:২২
অহরহ বলেছেন: আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা এখনো মধ্যযুগীয় মাদ্রাসার অন্ধকারে ডুবে আছে। দুঃখজনক........
২৭ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৫৯
লিংকন বাবু০০৭ বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ আপনাকে।
মধ্যযুগ হতে কবে বের হব??
রাত পোহাবার কতদেরি পাঞ্জেরী....।
৭| ২৭ শে জুলাই, ২০২৩ সকাল ৯:৫৬
অক্পটে বলেছেন: আমাদের শিক্ষা হল আমরা কিভাবে ঘুসখোর হব এটাই এখন বিস্তৃতভাবে শিক্ষা ব্যবস্থায় প্রকটভাবে আছে। উচ্চ শিক্ষা শেষ করে মোটামুটি কিছু না শিখেই ২৫/৩০ লাখ টাকা ঘুষ দিয়ে একটা চাকুরী নেই। বিসমিল্লায় ঘুষ দিয়ে ঢুকি পরে আজীবন ঘুষ খেয়ে মরি।একবার ঘুষ দিয়ে ঢুকে হাজার বার ঘুষ নিয়ে চাকুরী জীবন শেষ করি। দারুণ তাইনা।
এটাইতো আমাদের শিক্ষা ব্যবস্থা।
আপনার লেখাটা আশা জাগানিয়া। সুন্দর লিখেছেন।
২৭ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:৫০
লিংকন বাবু০০৭ বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ আপনাকে।
সবি ঠিক হবে যদি আমরা ঠিক হবার পদক্ষেপটি নেই।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০২৩ বিকাল ৫:৫৫
শায়মা বলেছেন: হা হা আমাদের দেশের বস হলে অমন চিঠি পেলে আসলেই এটাই করতো।