নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই
প্রাথমিকভাবে বাংলাদেশের অর্থনীতিতে এর নেতিবাচক কিছু প্রভাব পরবে এটা আমার ধারনা ।
ভারতে ভ্রমণকারীদের জন্য সুবিধা হবে। তবে দেশ থেকে বেশি বেশি লোক ভারতে বেড়াতে ও চিকিৎসা করতে যাবে ।
তবে ভ্রমণকারী ও চিকিৎসা প্রত্যাশীদের আর ডলারের বিরম্বনা যদি না পোহাতে হয় তাহলে এর ইতিবাচক দিক রয়েছে ।
কারন টাকাকে ডলারে রুপান্তর কে তা পুনরায় রুপিতে রুপান্তর করতে বেশ ভালো একটা হিডেন কস্ট দিতে হয়। কারন ডলারের বিপরীতে টাকার রেট কম কিন্তু সেই তুলনায় রুপির রেট বেশি হওয়ার কারনে ভ্রমণকারীদের অধিক টাকার ডলার কিনে বিনিময়ের ক্ষেত্রে কম রুপি পেয়ে থাকে । আর বাণিজ্যিক ব্যাংক গুলো ক্যশ ডলার এখন দেয় না বল্লেই চলে।
মানি এক্সচেন্জগুলো বেশি চার্জ করে।
বাংলাদেশের সাথে ভারতের রপ্তানি ঘাটতি আকাশ পাতাল। বাংলাদেশ যদি রপ্তানিতে ভারতের উপরে থাকত তবে বাংলাদেশ লাভবান হত। এই ব্যবস্থায় ভারতের হাতে যখন অনেক টাকা জমে যাবে তখন তারা এই টাকা দিয়ে কি করবে? রপ্তানি ঘাটতি বিশাল হওয়ায় বাংলাদেশ রুপি পাবে কোথায়? বাংলাদেশকে বাজার থেকে ডলার দিয়ে রুপি কিনে তারপর বানিজ্য চালিয়ে যেতে হবে। রুপি - রুবেলে বানিজ্য করে রাশিয়া এখন সেইম সমস্যায় পড়েছে। বিলিয়ন বিলিয়ন রুপি হাতে নিয়ে বসে আছে, কিন্তু পন্য কিনতে পারছে না।
০৯ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:০৫
লিংকন বাবু০০৭ বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ আপনাকে।
আমাদের কি কিছুই করার থাকবে না??
২| ০৯ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৫৩
কামাল১৮ বলেছেন: ডলারের উপর নির্ভরশীলতা কমবে।বিকল্প মুদ্রা গড়ে উঠবে।
০৯ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৬:০৪
লিংকন বাবু০০৭ বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ আপনাকে।
হলে তো ভালই হবে।
তবে আমদানি -রপ্তানি বেশি ব্যবধান হলে এটা কষ্টকর হবে।
৩| ০৯ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:৩৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: হয়তো ভারত বেশী লাভবান হবে আর বাংলাদেশ কম লাভবান হবে। কিন্তু তারপরও বিকল্প মুদ্রায় লেনদেনের অভ্যাসটা হউক। এক সময় একটা সিস্টেমে চলে আসবে।
১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৩৩
লিংকন বাবু০০৭ বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ আপনাকে।
উদ্দেশ্য ভাল হলে দু দেশি লাভবান হবে।
৪| ০৯ ই জুলাই, ২০২৩ রাত ৮:০০
আগন্তুক৬৯ বলেছেন: এখন ইন্টারনেটে দেখলাম বাংলাদেশি ১০০ টাকার বিপরীতে ভারতের ৭৬.৬৬ রুপি। রুপি আর টাকায় আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য চালু হলে টাকা রুপির বিনিময় হারের মধ্যে কি কোন তারতম্য হবে।
১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৩৮
লিংকন বাবু০০৭ বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ আপনাকে
ডলারের দামে কিছুটা সুবিধা হবে।
৫| ০৯ ই জুলাই, ২০২৩ রাত ৮:৩৩
রাজীব নুর বলেছেন: এটা ভালো। দু দেশই লাভবান হবে।
১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৩৮
লিংকন বাবু০০৭ বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ আপনাকে
লাভবান হলে ভাল
৬| ০৯ ই জুলাই, ২০২৩ রাত ১১:০৬
বিষাদ সময় বলেছেন: এর বিস্তারিত ব্যাখ্যা The daily star দেয়া হয়েছে।
১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৩৭
লিংকন বাবু০০৭ বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ আপনাকে।
৭| ১০ ই জুলাই, ২০২৩ রাত ২:৪২
জ্যাক স্মিথ বলেছেন: আগামী নির্বাচনের আগ পর্যন্ত টাকার মান কমতেই থাকবে, তাই যদি সম্ভব হয় কাছে টাকা যা আছে সব ডলার, ইউরো এবং পাউন্ডে কনভার্ট করে রাখতে পারেন, নির্বাচনের পর দেশে যখন স্থিতিশীলতা আসবে তখন আবার সব বিদেশি কারেন্সি টাকায় রূপান্তর করবেন, আশা করি ভালো একটা প্রফিট হবে।
১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৩৫
লিংকন বাবু০০৭ বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ আপনাকে
এমন করে তো ভাবিনি।
৮| ১১ ই জুলাই, ২০২৩ রাত ১:২৭
ফিনিক্স! বলেছেন: সমস্যা হলো দেশের কোন পরিকল্পনা করা হলে, অনেক সময় যোগ্য নীতিনির্ধারকের অভাবে এর সুদূরপ্রসারী ইমপ্যাক্ট নিয়ে ভাবা হয় না...
১১ ই জুলাই, ২০২৩ বিকাল ৫:৩৬
লিংকন বাবু০০৭ বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ আপনাকে।
ভাল হলে ভাল।
৯| ১১ ই জুলাই, ২০২৩ সন্ধ্যা ৭:২৯
ফেনা বলেছেন: ভাল করে চিন্তা করে দেখলে বুঝবেন যে আমাদের টাকার জন্য বিন্দুমাত্র ভাল কিছু হয়নি। রুপি পাবে এক অন্য দিগন্ত। আসলে আমার কাছে অমনে হলে আমরা আস্তে আস্তে ভারতের পাতা ফাদে আটকে যাচ্ছে। দেখবেন একটা সময় আসবে আমাদের দেশের ভিতরেও ইন্ডিয়ান রুপি চালু হয়ে গেছে। টাকা খুজেই পাবেন না।
কি হচ্ছে এই সব!!!!
১২ ই জুলাই, ২০২৩ দুপুর ২:০২
লিংকন বাবু০০৭ বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ আপনাকে
এমন হবে বলে মনে হয়না। দেখা যাক কি হয়।
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৫৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: মূল বিষয় হলো, যা হওয়ার তাই হবে। আমরা বসে ফেসবুকে দুইটা কথা লিখবো, বেশী হলে ব্লগে... ব্যাস!