নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই
রিকশাওয়ালার জব সেটিসফেকশন কী? উওর হল- যামুনা।
একবারে কয়না কিন্তু, ক্যামনে কয়?
উওরঃ
যাত্রী : ভাই যাবেন?
রিকশাওয়ালা : কৈ যাইবেন?
যাত্রী : অমুক জায়গায়।
রিকশাওয়ালা : কৈ নামবেন ?
যাত্রী : তমুক জায়গায়।
রিকশাওয়ালা : কয়জন যাইবেন?
যাত্রী : কয়জন তাও বল্লাম।(মন মেজাজ খারাপ হওয়া শুরু করছে)
রিকশাওয়ালা : কত দিবেন?
যাত্রী : আপনি বলেন?(ধৈর্যের বাধে চিড় ধরা শুরু করছে)
রিকশাওয়ালা : না আপনি বলেন? বা আমি ভাড়া জানিনা।
যাত্রী : টাকার পরিমান কথা বল্লাম।(চিন্তা করলাম ভাড়া যেহেতু জানে না ৫-১০টাকা বাড়িয়ে বলি)
রিকশাওয়ালা : ভাড়া ১০টা বাড়াইয়া দিয়েন।(কিছু আবার নামার পরে বলে)
যাত্রী : আরে ভাই/মামা বাড়িয়েতো বল্লাম।
রিকশাওয়ালা : ১০টা বাড়াইয়া দিলে কি হয়? আমরা গরীব মানুষ আমাগো কষ্টের টাকা............. আমাদের ঠকানো ঠিক না। আল্লাহ সহ্য করবো না। আরো নানা পদের জ্ঞানমুলক কথা।(কিছু আবার নামার পরে বলে)।
যাত্রী : আরে ভাই এত কথা বলকেন। যাইবা কিনা কও? (মন মেজাজ খারাপ হওয়া ১০০% পূর্নতা পাইল।)
রিকশাওয়ালা : না যামুনা।!!!!! :O
*নামার পরে যারা এমন কথা কয়, তারা আরো বেশি ডেঞ্জারাস। but…. আপনি আবার রিকশাওয়ালাকে ভাড়া না বলে এলাকায় এনে উওম মাধ্যম দিবেন। এটা কোন ভাবেই ঠিক না। আপনি যতই ঠিক থাকেন আশেপাশের মানুষ সবাই রিকশাওয়ালার পক্ষে যাবে। রিকশাওয়ালা মাইরাও জিতবো আবার কান্দাও জিতবো। আবার আপনারে অভিশাপ দিবে। সবি আপনাকে সহ্য করতে হবে। সবচেয়ে ভাল দামাদামি করে ধৈর্যের সাথে দাড়িয়ে থাকেন। রিকশা একটা না একটা পেয়ে জাবেন।
১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩০
লিংকন বাবু০০৭ বলেছেন: রিকশায় না উঠে অনেক ঝামেলা থেকে বেচেঁ আছেন।
২| ১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:১০
সাহাদাত উদরাজী বলেছেন: হ্যাঁ, কিছু আছে এমন, তবে রিক্সা চড়ার আগে কথা বলে নেয়াই উত্তম।
১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩১
লিংকন বাবু০০৭ বলেছেন: এভাবেই ঝামেলা এরানো ছারা পথ নাই।
৩| ১২ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৪
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: দারুন লিখেছেন। ঘটনা বাস্তব কিন্তু কেন যেন হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছে ।
০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:১৯
লিংকন বাবু০০৭ বলেছেন: লেখা পড়ে যত হাসিই পাক না কেন, বাস্তবের অভিজ্ঞতা ততই রাগান্বিত হয়।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫৮
বিটপি বলেছেন: রিকশাওয়ালা অত ঝামেলার জিনিস না। এরা মূলত সহজ সরল গোবেচারা হয়। ডেঞ্জারাস হল সিএনজি ওয়ালারা। এরা যতবার যামুনা বলে - এক হাজার রিকশাওয়ালাও এতবার বলেনা।
০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২১
লিংকন বাবু০০৭ বলেছেন: ঠিক বলেছেন। আর যদি সিএনজি ওয়ালা মামা পান খাওয়া দাদের খিলাল করতে করতে যথন বলে যামুনা!!! তখন ব্যপারটা একটু ইমাজিন করেন। মুনচায় কি যে করি.....।??
©somewhere in net ltd.
১| ১২ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৪
রাজীব নুর বলেছেন: রিকশায় খুব একটা উঠা হয় না।