নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই
-কালকে আর্জেন্টিনার খেলার পরে সবাই পোস্ট দিছে আপনি কেন দেন নি?
-আর্জেন্টিনা বিদায় নিছে তাতে কি আপনি বাকরুদ্ধ??
-মেসির প্রতি সমবেদনা দেখান নাই কেন?
-আপনি আর্জেন্টিনা সাপোর্ট করে ব্রাজিলকে গালি দেন নাই কেন???
- ব্রাজিল করে এমন পোলাপানরা ট্রোল বানাইছে ডিমের পিক দিছে আপনি একটা ট্রল বানান নাই কেন????
এ জাতিয় প্রশ্নে ফেসবুক আর ব্লগের ইনবক্স
ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরী,
তোমাদেরি মেসেজে গিয়েছে ভরী... টাইপ অবস্থা।
আরে ভা্ই, যে সব দল ভাল খেলবে তারা জিতবে, সামনে এগিয়ে যাবে, আর যারা ভাল খেলবেনা তারা বাদ হবে। এটাইতো স্বাভাবিক।
একটা কথা আছে "we better than I" দলগত খেলা হিসাবে ফুটবল সবসময় পরিচিত। দু একটা ইতিহাস ছাড়া এটাই সত্য।
ওয়ান ম্যান আর্মির যুগ শেষ। মেসি যে মাপের প্লেয়ার সে মাপের ফুটবল সমালোচক আমাদের দেশে আছে কিনা আমার সন্দেহ।
আর্জেন্টিনা শুরু থেকেই ভাল খেলে নাই। শেষ দুটা ম্যাচে ফাইট করছে। সামনে আরো ভাল খেলবে এটা আশাকরি।
ব্রাজিল ভাল খেললে বিশ্বকাপ জিতবে, খারাপ খেললে বাদ হবে এটাই নিয়ম।
আমরা ভাল ফুটবল ম্যাচ দেখতে চাই।
অন্য দল বিশ্বকাপ জিতার চাইতে ব্রাজিল বিশ্বকাপ জিতবে আর আমার এলাকার ভাই-ব্রাদার রা যারা শখ করে জার্সি কিনছে তারা আনন্দ করার উপলক্ষ পাবে এটা আমি চাই। বাঙালী হিসাবে আমাদের ফালাফালির ই্যসুর খুবই অভাব.....
আমরা যেন কাউকে অযথা কষ্ট না দেই, সবাই আনন্দ নিয়ে খেলা দেখতে চাই......
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:০৮
লিংকন বাবু০০৭ বলেছেন: লেখাটি পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
--কথা সত্য বলেছেন।
২| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:০৭
Sujon Mahmud বলেছেন: সব হুজুগে বাঙালি
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:০৯
লিংকন বাবু০০৭ বলেছেন: লেখাটি পড়া এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
--কবে আমরা হুজুগে থেকে বুঝদার বাঙালী পাব?
৩| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:১৩
কে এম আতাউর রহমান আকাশ বলেছেন: কথা হচ্ছে যে, ব্রাজিল যদি কোন ভাবে ওয়ার্ল্ড কাপ জিতেই যায়, তাহলে তো আমাদের শান্তিমত বাস করতে দেবে না রে ভাই।
৪| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:১৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এ বি ছাড়া যে কোন দল বিশ্বকাপ জিতুক। তাহলেই শান্তিময় সহাবস্থান সম্ভব। অন্যথায় সমস্যা।
৫| ০১ লা জুলাই, ২০১৮ বিকাল ৩:৫৮
রাজীব নুর বলেছেন: ফুটবলে সব কিছুই ঘটে, ঘটবে । কারণ ফুটবল শুধু খেলা না, এটা একটা যুদ্ধ। এর রণকৌশল লাগে রণনীতি লাগে । যেদল যতোবেশি প্রস্তুতি নেবে, যতো পরিশ্রম করবে, তার ফল সে পাবে।কিন্তু আমার মনে হয়েছে আর্জেন্টিনা কোচ দলে মেসির মতো অসম্ভব প্রতিভাবান খেলোয়াড় থাকায় রক্ষনদুর্গকে চীনের অরক্ষিত প্রাচীর করতে পারেন নি।
৬| ০১ লা জুলাই, ২০১৮ রাত ৮:৩৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: খেলাতে এসব থাকবেই। ইতালী চান্সই পায়নি। আর জার্মানী প্রথম রাউন্ডেই বাদ। এসব চিন্তা করলে আর্জেন্টিনার চিন্তার কিছু নেই...
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:০৫
রাকু হাসান বলেছেন: সেটাই কথা ,দিনশেষে বিনোদন ও ভাল ফুটবলটাই প্রত্যাশা ..।বাস্তবতার আলোকে প্রত্যাশার পাহাড় গড়া উচিত...