নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক হাদীসে ইরশাদ করেছেন-
মুসলমানের প্রতি মুসলমানের হক ছয়টি।
জিজ্ঞাসা করা হল,সেগুলো কী কী ইয়া রাসূলাল্লাহ!
তিনি বললেন,সেগুলো হচ্ছে-
১.তার সঙ্গে তোমার সাক্ষাত হলে তাকে সালাম করবে।
২.তোমাকে দাওয়াত করলে তুমি তা গ্রহণ করবে।
৩.সে তোমার কাছে সৎ পরামর্শ চাইলে তুমি তাকে সৎ পরামর্শ দিবে।
৪.সে হাঁচি দিয়ে 'আলহামদুলিল্লাহ' বললে তার জন্য তুমি ['ইয়ারহামুকাল্লাহ'বলে] রহমতের দোয়া করবে।
৫.সে অসুস্থ হলে তার সেবা-শুশ্রুষা করবে।
৬.এবং সে মারা গেলে তার [জানাযার] সঙ্গে যাবে।
[সহীহ মুসলিম,হাদীস নং ২১৬২,মুসনাদে আহমাদ,হাদীস নং ৮৮৪৫]
২| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩১
আনজির বলেছেন: তাহলে-তো দেশটা বেহেশত হয়ে যেতো।
৩| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৫
চাঁদগাজী বলেছেন:
১। সে অশিক্ষিত হলে, তাকে শিক্ষা/ট্রেনিং দেয়ার চেষ্টা করবে।
২। দারিদ্রতায় ভুগলে তাকে চাকুরী দেয়ার চেষ্টা করবে
৩। সে গৃহহীন হলে তার থাকার বন্দোবস্ত করবে
৪। সে অসুস্হ হলে, তার চিকিৎসার ভার নিবে
৫। সে কোন কারণে অন্যদের তুলনায় পেছনে পড়ে গেলে, তাকে বাকীদের দলে আনার চেষ্টা করবে
৬। তোমার দ্বারা সমাজের কারো যেন ক্ষতি না হয়, সেটা মেনে চলবে।
৪| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৫:১৭
কানিজ রিনা বলেছেন: সুবহানআল্লাহ্ লিংকন।
চাঁদগাজীরও অভিনন্দন।
৫| ২৭ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: ভালো পোস্ট!
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৮ বিকাল ৪:২২
রাজীব নুর বলেছেন: সৌদি আমাদের দেশে অনেক গুলো মসজিদ করে দিচ্ছে। এত মসজিদ হ’লে তো পুরো দেশটাই বেহেশতে চ’লে যাবে।