নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই
১)সিএনজি মিটারে যাবেনা, সরকার ব্যবস্থা নিল।ফলাফল ধর্মঘট।
২) রাস্তায় প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, দোষীদের শাস্তি দিলে পরিবহণ ধর্মঘট।
৩) মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ওষুধে সয়লাব ফার্মেসী দোকান, ব্যবস্থা নিতে গিয়ে নাজেহাল ম্যাজিস্ট্রেট। কেন সাজা দিল, ফলাফল ধর্মঘট। দোকান বন্ধ।
৪) ভুল চিকিৎসায় রোগী মেরে ফেলছে, জবাবদিহিতা চাইতেই ক্লিনিক ধর্মঘট।
৫) গুলিস্তানে হকারদের অত্যাচারে পথ বন্ধ,ব্যবস্থা নিতে গেলে সুশীলদের সমালোচনা।
৬) যত্রতত্র রিক্সার আধিক্য, চলাচলে চরম বিঘ্নতা, অসাধু সিন্ডিকেটে চলে লাখ লাখ রিক্স।
৭) পাসপোর্ট আপনার নাগরিক অধিকার। অথচ তা করতেগেলে মনে এই দেশে জন্ম গ্রহন করে ভুল করেছেন।
৮) টাকা ছাড়া যে BRTA তে কাজ করতে পেরেছেন সে অস্কার পাওয়ার যোগ্য।
৯) আপনি বিদেশে থেকে ফিরছেন, বিমান বন্দরে আপনার লাগেজ হাওয়া। যদিও ফেরত পান তাহলে দেখবেন আপনার লাগেজ কেটে সদর দরজা বানিয়ে দিয়েছে।
১০) সামনে রমজান মাস, সুতরাং ৪ দফা দাম বাড়িয়ে সারা বছরের লাভ এই সময়ই করতে হবে।
১১) বুড়িগঙ্গা দুষিত হলে আমার কি! আমিত থাকি গুলশানে। আমার কারখানায় ঠিক মত লাভ হলেই হল।
১২) বিদেশে চিংড়ি বাজার হারিয়েছে বিষাক্ত জেলি পুশ করার কারনে।এই সব চিংড়ি এখন মানুষ খেয়ে কিডনি সহ নানা জটিল রোগে ভুগছে। কে শুনবে কার কথা।
১৩) কীটনাশক প্রয়োগে সবজি খেয়ে ক্যান্সার সহ নানা রোগে আক্রান্ত আমরা।
১৪) ব্রয়লার মুরগী কে খাওয়ানো হচ্ছে ট্যানারির থেকে প্রাপ্ত উচ্ছিষ্ট ক্রোমিয়ামযুক্ত খাবার যা সহজেই আপনার শরীরে ক্যান্সার বানিয়ে ফেলবে। কারো মাথাব্যথা নেই।
আজ আমরা ভাবছি আমার তো কিছু হয়নি, আমি বিক্রি করছি নিজেত খাচ্ছিনা। অথচ সে অন্যের দ্বারা নীরবে আক্রান্ত হচ্ছে। এভাবে আমরা একে অপরকে নীরবে হত্যা করছি। যেদিন নিজের বুক খালি না হবে তার আগ পর্যন্ত হয়ত আমাদের বোধোদয় হবেনা। আর যেদিন বোধোদয় হবে তখন আর ফিরে আসার পথ থাকবেনা।
২| ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৪:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই আমরাই আবার রাজতন্ত্র অথবা আর্মির শাসনের বিরুদ্ধে। ব্লাডি ডেমোক্রেসি...
৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৭
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন:
জনগন সকল ক্ষমতার উৎস।
জনগন সকল অপরাধের উৎস।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৯:১৩
রাজীব নুর বলেছেন: চারিদিকে এত সমস্যা !!!!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ১:২৮
শোভনের শোভন বলেছেন: তাতে আমার কি আসে যায়?