নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই
খুবই কষ্টলাগে আমার, খুবই খুবই কষ্টনিয়ে বলছি……
আহারে ভাষার মাস ফেব্রুয়ারি ক্যামনে ক্যামনে ভেলেন্টাইন এর মাস হইয়া গেল।
আরো আছে হাবিজাবি ডে
(৭ ফেব্রুয়ারি-গোলাপ দিবস
৮ ফেব্রুয়ারি-প্রস্তাব দিবস
৯ ফেব্রুয়ারি-চকলেট দিবস
১০ ফেব্রুয়ারি-টেডি ডে
১১ ফেব্রুয়ারি-প্রমিস ডে (কথা দেওয়ার দিবস)
১২ ফেব্রুয়ারি-হাগ ডে (আলিঙ্গনের দিবস)
১৩ ফেব্রুয়ারি-কিস ডে (চুম্বন দিবস)
১৪ ফেব্রুয়ারি-ভ্যালেন্টাইন ডে (প্রেমের দিবস)
১৫ ফেব্রুয়ারি-স্ল্যাপ ডে (চড় মারার দিবস)
১৬ ফেব্রুয়ারি-কিক ডে
১৭ ফেব্রুয়ারি-পারফিউম ডে
১৮ ফেব্রুয়ারি-ফ্লার্টিং ডে
১৯ ফেব্রুয়ারি-কনফেশন ডে
২০ ফেব্রুয়ারি-মিসিং ডে
২১ ফেব্রুয়ারি-ব্রেক ডে)
পত্রিকা, টিভি, ম্যাগাজিন, জুতা, পেস্ট আর সিম কোম্পানি সহ সব পশ্চিমা আর ভিনদেশী পা চাটা কিছু লোকের কারনে আমাদের হীরক তুল্ল্য দিবস আমরা ভুইলা গেলাম।
হায়রে বাঙালী…???? ব্যাবসা, সবকিছুতে ব্যাবসা.!!!!!
>>আরে বেকুব,
আমাদের ২১ ফেব্রুয়ারি শুধু আমাদের কোন দিবস না, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ::সারা পৃথিবীর কোন জাতি তার মায়ের ভাষার জন্য জীবন দিছে..???
::কোন জাতি তাদের ভাষা রক্ত দিয়া কিনে আনছে..???
বাঙালি বড় বিস্মৃতিপরায়ণ জাতি। নিজেদের ইতিহাস ভুলে বসে থাকে। কখনো বিকৃতও করে অহর্নিশি। বাঙালি বিতর্কে জড়িয়ে পড়ে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে, স্বাধীনতার ঘোষক নিয়ে, শেখ মুজিবের অবদান নিয়ে… এমন কোন বিষয় নেই যা নিয়ে বাঙালি বিতর্ক করে না। সেই বিস্মৃতিপরায়ণ জাতি হিসেবে আমরা একুশে ফেব্রুয়ারি পালন করি, উল্লাসে একে অভিহিত করি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে, কিন্তু আমরা সত্যই কি জানি একুশে ফেব্রুয়ারি দিনটির আন্তর্জাতিক মাতৃভাষা হবার ইতিহাসটুকু?
ইন্টারনেটে সার্চ করুন। এ নিয়ে কোন তথ্যই আপনি পাবেন না। এমনকি আন্তজার্তিক ভাবে পালিত ইউনেস্কোর পোষ্টার লিফলেট কিংবা নিউজ লেটারে কোথাও বাংলাদেশের ১৯৫২ সনের এই আত্মত্যাগের সংবাদটি আপনার চোখে পড়বে না। আপনি জানবেন না কিভাবে ২১শে ফেব্রুয়ারির এই দিনটি কোন যাদুবলে হঠাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়ে গেল ২০০০ সাল থেকে। জানার কোন উপায় নেই – কারা ছিলো এর পেছনে। আমার জানার সিমাও তেমন নয়। একটু আকটু জানি। আমার নানা বাড়ি এলাকায় ভাষা শহিদ রফিক এর ঠিকানা হওয়ায় একটু জানি আরকি.।
যদি কেউ এর উপর কোন বই এর নাম জানেন দয়া করে জানাবেন…।
খুবই কষ্টলাগে।
তবুই
সাবাস বাংলাদেশ
এ পৃথিবী অবাক তাকিয়ে রয়
জ্বলে পুড়ে মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়।
জয় বাংলা…. জয় বাংলা ভাষার জয়….
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩৮
হাতুড়ে লেখক বলেছেন: বাংলা ভাষা আন্দোলনের কালপঞ্জি
মানিকগঞ্জ কোথায় আপনার নানা বাড়ি?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৪
লিংকন বাবু০০৭ বলেছেন: সিংগাইর।
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১
আবুল খায়ের সাইয়িদ রফিকুল হক বলেছেন: এসব আসলেই জাতির জন্য বেদনাদায়ক।
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৯
বর্ষন হোমস বলেছেন:
আমি চিন্তা করছিলা এ নিয়ে একটা পোষ্ট লিখব।সবাই শুধু মজ মাস্তি পার্টি হৈ হুল্লোর নিয়েই থাকতে চায়।কারো ২১ ফেব্রুয়ারির মর্ম বোঝার সময় নেই।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৩
হাতুড়ে লেখক বলেছেন: গ্রাম?
১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:০৫
লিংকন বাবু০০৭ বলেছেন: পারিল বলধারা
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬
অতঃপর হৃদয় বলেছেন: অত শত দিবস বাদ দিয়ে, ভাষার মাসে মাতৃভাষা দিবসের প্রতি গুরুত্ব দেওয়া দরকার।