নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই
::কিসের নাম জীবন?? কার নাম জীবন??
:::আপনার কাছে ৫০০টাকার মত আছে মাস শেষ হতে বাকি আরো ৭/৮দিন এই টাকা দিয়ে চলতে হবে মাস শেষ হলে টিউশনির টাকা হাতে আসার আগে আর কোন টাকা আসবে না।
ভাই এরি নাম জীবন…..
>>ক্যাম্পাসে এরকম কিছু ছেলে পাবেন যারা একটা শার্টই সবসময় ইউজ করে । ওই শার্ট পড়েই ক্লাসে যায় । একই শার্ট পড়ে যায় টিউশনিতে । আর ভাইভার সময় ওই একই শার্ট একটু ইস্ত্রি করে ফর্মাল গেটাপ হিসাবে ইউজ করে ।
এই গ্রুপটা কোনদিনই হলের ডাইনিং ছাড়া খাওয়া দাওয়া করে না ।
দরকার হইলে হোটেলের সামনে থেকে ঘুরে আসবে ,কিন্তু হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করবে না ।
হলে যদি ফিস্ট হয়ে থাকে তাহলে এরা ৩০/৪০ টাকা দিয়ে টোকেন কেনা থেকেও ১০ টাকা বাচিয়ে কিভাবে ডিনার করা যায় এই হিসাবটা করে ।
মোস্ট অব দ্যা টাইম এই স্ট্রাগল করা গ্রুপটার খবর আমরা রাখি না ।
অনেকে মনে করে ভার্সিটিতে এসে মেয়েরা শুধু প্রেমই করে...আসলে বাস্তবতা ভিন্ন।
তাদের অনেকে একাধিক টিউশনি করে পড়ালেখার খরচ চালানোর জন্যে...
কিছু ছেলে মেয়ে আছে যারা ঈদের সময় কর্মচারী হিসাবে বিভিন্ন সুপারশপে পার্টটাইম জব নেয় । সকাল নয়টায় জয়েন করতে হয় দোকানে । ফিরতে ফিরতে রাত দশটা । কোন ছুটির দিন নাই । এইভাবে কাজ করার পর ওই কোম্পানি তাদের হাতে ২০/২৫ হাজার টাকার একটা এমাউন্ট ধরিয়ে দেবে ।
এইকারনেই দেখবেন পেছন থেকে উঠে আসা ছেলে মেয়ে গুলো অমানুষিক পরিশ্রম করতে পারে ।
একটা কঠিন সময় পার করে এসেছে বলেই এরা উপরে উঠতে পারে ।
প্রচণ্ড বিনয়ী হয় । মানুষকে সম্মান করতে জানে ।
আপনার বন্ধুটি বারবিকিউ পার্টিতে জয়েন করে নি বলে মুখের উপর তাকে বলে দিলেন "'অসামাজিক "" । আড়ালে আবডালে মানুষটাকে নিয়ে হাসাহাসি করেন । কিন্তু ভেতরের খবর জানেন না । ওই ছেলেটার প্রতিটা পয়সা খরচ হয় হিসাব করে ।
একটা ছেলে একই প্যান্ট বার বার পড়ে আসে বলে আপনার ধারনা হইলো , ছেলেটা একটা ক্ষ্যাত । কিন্তু সত্যি কথাটা হচ্ছে প্রতি মাসে একটা করে নতুন প্যান্ট কেনার সামর্থ্য তার নাই ।
নিজের দীনতা প্রকাশ করে মানুষটা কারো করুনা পেতে চায় নি । কারন ওর আত্মসম্মানবোধটুকু ওই রংচটা প্যান্ট থেকেও অনেক দামি ।
অতএব কাউকে চূড়ান্ত ভাবে বিচার করার আগে আরো একবার ভাবুন ,যার সম্পর্কে বলছেন তাকে কি আপনি সম্পূর্ণভাবে জানেন ? নাকি বাইরের লেবাস দেখেই মন্তব্য করছেন ।
শেষ পর্যন্ত কিন্তু আপনার মন্তব্য জয়ী হয় না ।
জয়ী হয় ওদের সংগ্রাম... জয় বাংলা… জয় ছাত্র জীবনের জয়…….
২| ৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫০
ফারহানা শারমিন বলেছেন: এরই নাম জীবন।লিখাটা খুবই ভাল লেগেছে। ক্যাম্পাসের অনেক বন্ধুর কথা মনে পড়ছে।
৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৫
লিংকন বাবু০০৭ বলেছেন: লেখাটা পড়ার জন্য ধন্যবাদ...
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৯
রাতুল_শাহ বলেছেন: লেখাটা ভালো লাগলোরে ভাই। এসব তো আমাদের নিজেদেরই কথা..
৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৫
লিংকন বাবু০০৭ বলেছেন: লেখাটা পড়ার জন্য ধন্যবাদ...
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৩৭
সানহিমেল বলেছেন: জীবনধর্মী লেখা, ভালো লাগছেরে ভাই। প্রিয়তে নিলাম।
৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৮
লিংকন বাবু০০৭ বলেছেন: লেখাটা পড়ার জন্য ধন্যবাদ...
প্রিয়তে নেয়ার জন্য আরেক বার ধন্যবাদ.
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বাস্তব সত্য। এমন অভাবী ছেলেমেয়েদের সংগ্রাম আমি কাছ থেকে দেখেছি।
ধন্যবাদ ভাই লিংকন বাবু ০০৭।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৯
লিংকন বাবু০০৭ বলেছেন: লেখাটা পড়ার জন্য ধন্যবাদ...
©somewhere in net ltd.
১| ৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫২
প্রশ্নবোধক (?) বলেছেন: আমিও ওই দলে ছিলাম। অনেকের অনেক আন্তরিক হেল্প এখনো একান্তে মনে পড়ে। টাকা দিয়ে কখনই সেই সকল কর্মজীবি মানুষদের ভালবাসার দাম দিতে পারব না। তাদের অনেকের সাথে আর কথনও জীবনে দেখা হবে না। কিন্তু মনে থাকবে আজীবন।