নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিক্স

লিংকন বাবু০০৭

ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই

লিংকন বাবু০০৭ › বিস্তারিত পোস্টঃ

কলেজের বিজ্ঞাপনে কলেজের বিশেষত্য মুল্যায়ন না করে কিছু উদ্ভট জিনিস দেয়া হয়,

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৮

এস.এস.সির পোলাপানেরা পরিক্ষা দিয়া বের হতে না হতেই নানা নাম না জানা কলেজের বিজ্ঞাপনের কপি হাতে ধরায়া দেয়। আমার চোখে বেশ কয়েকটা এমন আজিব বিজ্ঞাপন এর রং ঢং চোখে পরছে but সরাসরি কপি টা খুজছিলাম। কালকার অংক পরিক্ষার পরে এমন একটা বিজ্ঞাপন পাইলাম।



এখানে কলেজের বিশেষত্য মুল্যায়ন করা হইছে কিছু উদ্ভট জিনিস দিয়া তা হল--

--কোন কলেজে wi-fi আছে……!!!

--কোন কলেজে AC(শিতাতাপ নিয়ন্ত্রীত) আছে……!!!

--কোন কলেজে শিক্ষা সফরে কত দুরে যাবার রেকর্ড আছে……!!!

--কোন কলেজে এর কামকাইজ YouTube-এ uploaded করা আছে……!!!

--কোন কলেজে বৈশাখিতে কত বড় র্যা লি বের করছে……!!!

--কোন কলেজের facebook Group-এ কত লাইক আছে……!!!

--কোন MP বা পলিটিকাল ব্যাক্তির লগে কলেজের প্রধানের চা-পান আরো বিশেষ বিশেষ পানিয় জল খাবার ছবি আছে……!!!

--ইত্যাদি ইত্যাদি হাবিজাবি, হাবিজাবি……



>>কোন একটা বিজ্ঞাপনে দেখলাম না,-

-কোন কোন বিভাগে কত ভাল ভাল শিক্ষক আছে,

-শিক্ষকদের যোগ্যতার সনদ সমুহ।

-সরকার কর্তৃক আনুমোদন কিনা।

-পূর্বে পাশকৃত ছাত্র-ছাত্রীরা কে কোথায় আছে।

-পাশের হার বা GPA-এর হার কত।<<



>> ঐ আরকি সাবানের বিজ্ঞাপনের মত।– সাবান কি কি উপাদান দিয়া বানাইছে, ব্যবহার করলে কি কি উপকার হবে এসব কিছু না দেখাইয়া বা না জানাইয়া,,

অর্ধ নগ্ন (যদিও অর্ধনগ্ন কথাটা এখন আর একটু আপডেটের দরকার আছে) মডেল দিয়া গোসলের দৃশ্য দেখাইয়া চলতাছে। এটা না হয় মানলাম এটা পন্য শিক্ষা কি পন্য..????<<



::আমার চাওয়া:: দয়া কইরা শিক্ষা মন্ত্রীর দৌড় ঝাপ আর বঙ্গবন্ধু কন্যার ডিজিটাল বাংলাদেশের মুল উপাদান শিক্ষা নামে জিনিসটাকে নষ্ট করবেন না।সোনার বাংলা গড়তে এসব তরুনদের মেধাটা আমাদের দরকার। ব্যাক্তি র্স্বাথে এটা নষ্ট হলে সবার মনে একটু কষ্ট হওয়া টা কি স্বাভাবি না.??????



*বি:দ্র: একটি মাত্র কলেজকে উদ্দেশ্য করে কিছু বলা নয়। সবার দৃষ্টি আর্কষন করাই উদ্দেশ্য।তাই বিজ্ঞাপনে কলেজের নাম দেখানো হল না।*

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.