নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসি বই পড়তে আর পছন্দ করি টুকটাক লিখতে, ভালো লাগে বুদ্ধিমানদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। দেশটাকে ভালোবাসি। সৎ-পরিশ্রমীদের শ্রদ্ধা করি। । আমার ব্লগ নিয়ে অনেক আগ্রহ আছে। কিন্তু কিছু জানি না। তাই জানতে চাই
প্রায় দুপুর বেলা ভাষা মতিনের খবরটা শুনলাম।সারাদিন মাথার মধ্যে নানা চিন্তা ঘুরছে। কিছু একটা কাজের জন্য কিছু লিখতে পারি নাই…..
আমার রক্তের সর্ম্পকের কেউ না হলেও খারাপ লাগাটা একেবারে কম নয়।
নানা ঘটনা চক্রে তার সাথে বেশ কয়েকবার বেশ কিছু সময় কাটানোর সুযোগ হয়েছে আমার। আরেক ভাষা সৈনিক রফিক-এর বাড়ি আমার নানা বাড়ির পাশে থাকায় আমি বেশ গর্বিত্। ভাষা মতিন এর সথে এ নিয়েও বেশ কথা হয়েছে। দেশকে কিভাবে ভালবাসতে হয়, কতটুক হৃদয়ে ভালবাসা থাকলে জীবন দেয়া যায় হাসি মুখে।
৫২সালের যে সময়টা তারা নিজেদের যৌবনের মহা স্বাদ নেওয়ার বদলে ভবিষ্যত দেশ আর ভাষা নির্মানে ব্যস্ত সে সময়ের চেয়ে দামি আর কারো সময় হতে পারে না।
সবচেয়ে বেশি মনে আছে বাংলাএকাডেমির ভিতরে একটা ঘটনা
এমন বয়সেও তার কথার যে তেজ তা আমাকে মুগ্ধ করেছে। ঠিক এ রকম মানুষের পক্ষেই ১৪৪ ধারা ভাঙ্গা আর বুলেট বুকে নেওয়ার মত সাহস থাকতে পারে।
>>তেমন কিছু দিয়ে তার দায় আমরা জাতিহিসাবে পুরন করতে চাইনি বা দায় শোধ করা সম্ভব ও না।<<
শ্রমদিয়ে ভাষা দিলেন…….
সাথে করে কি নিলেন..????
চোখ দিলেন, দেহটিও দান করে দিলেন।.
সালাম আপনার চিন্তা শক্তিকে,
সালাম আপনার সাহসকে,
সালাম আপনার নত না হওয়া মেরুদন্ডকে,
সালাম একটি ভাষার জন্মদাতা হিসাবে.
আপনার সমকক্ষ হতে চাওয়ার সাহ্সও করিনা। একটু সাহস দিয়েন যেন দেশ,মা,মাটি আর বাংলা ভাষাকে ভালবাসতে পারি……..
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি…
শুধু তোমাকে ভাল বাসতে চাই বাংলা…………
©somewhere in net ltd.