নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
করনাকালীন কাব্য
******************
আজব এ দুনিয়ায় গজব এলো যে নেমে,
স্তব্ধ শহর,স্তব্ধ নগর,কোলাহল গেছে থেমে।
আজ ভয় শুধু ভয়,ভীষণ ভয়ংকর এই ভয়,
প্রিয়জন নিজ প্রয়োজনে জানি দূরে দূরে রয়।
ফাঁসছে মানুষ,হাসছে বনের পশুপাখি,
প্রিয় পূথিবীটা যেন পাপের মহাসাক্ষী।
মহাশক্তিধর মানুষ হলো শূঙ্খলবদ্ধ কয়েদী,
করুণা করেনি “করনা ভাইরাস” নয় কেউ বনেদী।
ক্ষমতাবান মানুষ হারালো ছিলো যত ক্ষমতা,
হায়, তবুও এ সমাজ পায়নি এতটুকু সমতা !!
কপিরাইট@রহমান লতিফ
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৫৫
ল বলেছেন: মার পাতায় টু মারার জন্য কূতজ্ঞতা ।।।
ভ্যাকসিন তো সবার পাওয়া ঊচিৎ ছিলো !!!
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
করোনা ভাইরাস কি মানুষকে শিক্ষা দিতে পেরেছে? আমার উত্তর হবে - না। কোনো শিক্ষা দিতে পারেনি। ভ্যাকসিন সবাই পাবেন তবে সময় লাগবে। দুই নাম্বারি হবে, ব্যবসা হবে, ভ্যাকসিনের যায়গায় সাদা পানিও ইঞ্জেক্ট হতে পারে - সবই সম্ভব!
***আপনার ব্লগ কি প্রথম পাতায় এ্যাক্সেস বন্ধ হয়ে আছে? যদি তাই হয়ে থাকে তাহলে কাল্পনিক ভালোবাসা ভাইয়ের পোস্টে একটু বলুন। তিনি ব্যবস্থা নিবেন দ্রুত।
১৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:২০
ল বলেছেন: সবি ঠিক রয়,, ঠিক থাকে
শুধু সময় বহমান.......
ভালো থাকাটুকু কাম্য! """
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:১০
সোহানী বলেছেন: অনেকদিন পর আপনার লিখা দেখলাম।
১৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:২১
ল বলেছেন: ধন্যবাদ রলো।।
বিজি সিডিউল চলছে ,,,৷৷
ভালোবাসা অবিরাম,অন্তহীন !!!
।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৯
ইসিয়াক বলেছেন: কবিতায় করোনাকালীন নির্মমতা ফুটে উঠেছে। সুন্দর কবিতা।
# কিছু দিন পার হলে মানুষ মানুষকে ভুলে যায় ,খুব প্রিয় হলেও। আবার যদি সে তার জায়গাতে ফিরে আসে দেখে পরিবেশ আর আগের মতো নেই। তাকে কেউ যেন চিনেও চেনে না।অবাক পৃথিবী, মানুষ এতো স্বার্থপর কেন?
দোয়া রইলো।
৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১:৫৩
ল বলেছেন: ভালোবাসা রলো''...
ভালো থাকুন।।।।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ১১:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: কাব্যে কথায় নির্মম বাস্তবতা।
অনেক দিন পর আপনাকে পেয়ে আনন্দ পেলাম। কেমন আছেন লতিফ ভাই?
শুভেচ্ছা জানবেন।
৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১:৫৫
ল বলেছেন: বিজি লাইফ চলছে দাদা।
আশাকরি ভালো আছেন।।
ভালো থাকেন।।।
শুভেচ্ছা রইল।।।
৬| ০৭ ই জুন, ২০২১ রাত ১:৩২
মুক্তা নীল বলেছেন:
ল' ভাই ,
কি হইছে আপনার আবার উধাও কেন ?
৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১:৫৫
ল বলেছেন: ই মেইল দিছি।।
৭| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩৮
খায়রুল আহসান বলেছেন: কবিতায় করোনাজনিত বাস্তব পরিস্থিতি অভিব্যক্ত হয়েছে।
কবিতাটি ভালো লেগেছে। + +
আপনাকে অনেকদিনের ব্যবধানে এ ব্লগে প্রত্যাবর্তন করতে দেখে প্রীত হয়েছিলাম, কিন্তু পাঠকের মন্তব্যের কোন জবাব না দিয়ে পুনরায় উধাও হয়ে যাওয়াতে সংশয়ে আছি, এর কারণ কী হতে পারে ভেবে। আপনি ভালো আছেন তো?
৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১:৫৬
ল বলেছেন: আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ ।।
ভালো থাকেন।।
দোয়া রইলো।।
৮| ০৯ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৩
আহমেদ জী এস বলেছেন: ল,
সংশয়ে ছিলুম, ব্লগ থেকে নির্বাসনে চলে গেছেন কিনা!!!!
কিন্তু না ! আমার ঘরে " সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন" অংশে অপ্রত্যাশিত ভাবে এইমাত্র আপনার নামটি দেখে এখানে চলে আসা।
উপরের মন্তব্যে আপনার উধাও হয়ে যাওয়া নিয়ে অনেকেই উৎকন্ঠিত দেখলুম। ভালো ছিলেন তো?
ভালো থাকুন, নিরাপদে থাকুন।
করোনায় পৃথিবীর বাস্তবতা নিয়ে লিখেছেন। আমিও একটি কবিতা লিখেছি এখানে----আমি চলে যাচ্ছি....
৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১:৫৭
ল বলেছেন: ধন্যবাদ রইলো।।
আমি ভালো আছি , খবর নেওয়ার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।।
ভালো থাকেন ।।
৯| ৩০ শে এপ্রিল, ২০২২ সকাল ৮:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার উত্তর পেয়ে ভীষণ ভীষণই আনন্দ পেয়েছি।ব্যস্ততার মাঝেও একটু সময় যদি দেন তার অনুরোধ রইলো। পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা আপনাকে।
০৫ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:১৩
ল বলেছেন: অশেষ ধন্যবাদ রইলো প্রিয় দাদা,
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
হাতের পাঁচটি আঙুল সমান না।
মানুষের গায়ের রঙ এক না।
মানুষের উচ্চতা সমান না।
এমনকি মানুষের জ্ঞান তাও সমান না।
সমাজে কখনো সমতা আসবে না।