নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,
জীবনের পথে পথে!
জীবনের পথে পথে দেখেছি নিত্য নতুন কত শত,
কিছুই হয়নি জানা বহুরূপী মানুষের স্বভাবজাত ক্ষত।
কত জনে কত রংমশাল জ্বালায় আকাশ পানে নিয়ে বহু ঘাত-প্রতিঘাত,
কত নদী ভরে ওঠে রক্তপাতে, চলে অস্ত্রের ঝনঝনানি আর স্বার্থের সংঘাত,
সীমাহীন চাওয়া - পাওয়ার দোটনায় আহত মানুষের স্বভাব,
চারিপাশ ঘিরে থাকা অকারণ যাতনা বয়ে আনে অযাচিত অভাব।
কত পথ হারিয়ে যায় অজানা বাঁকে,কত নদী হারায় সাঁকে সাঁকে,
কত চড় জেগে উঠে সরোবরে; মানুষ্য বসতি গড়ে নতুন সাজে।
আজন্ম চাহিদার অসীমতটে আঁকড়ে থাকার নিস্ফল সাধনা,
অসীমের সীমারেখা ছুঁতে নাছোড়বান্দারা হয়ে যায় সর্বহারা।
জয়ের নেশায় অজেয় মানবসভ্যতা চলছে বুকে নিয়ে অভিশাপের রেওয়াজ।
সমান্তরাল ইতিহাসে ধ্বংস আর সৃষ্টির কেবলি শুনি যান্ত্রিক আওয়াজ।
Copyright @Rahman Lotif
০৫ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:৩৩
ল বলেছেন: শুকরিয়া—-
২| ০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবিতাটি আমাকে ভালো লেগেেছে।
০৮ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:০৮
ল বলেছেন: বাহ !!!
অনেক অনেক ভালোবাসা,,
আনন্দিত হলাম
৩| ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:২৪
খায়রুল আহসান বলেছেন: জীবন পথে পাওয়া অভিজ্ঞতার কথাগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। ক্যাপশনের ছবিটা ভাল হয়েছে।
বহুদিন পরে ব্লগে আপনার পুনঃপ্রত্যাবর্তনে প্রীত হ'লাম। আশাকরি, এবারে থীতু হবেন।
অষ্টম লাইনের শেষ শব্দটি বোধকরি সাজে হবে, 'সাঁজে' নয়।
০৮ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:১১
ল বলেছেন: একজন প্রিয় মানুষের কাছ থেকে এমন কমপ্লিমেন্টস পেলে শক্তি বেড়ে যায়।
অনুপ্রেরণা পেলাম
অনেক অনেক শুভ কামনা
ও
কৃতজ্ঞতা রইলো
৪| ০৬ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
কোথাও কোনো সমস্যা হয়েছে? “দ্য ম্যান ফ্রম নো ম্যান্স ল্যান্ড” কে?
০৮ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৪৬
ল বলেছেন: দা দা ,,,
No Man Is an Island
•••••••••••••••••••••
No man is an island,
Entire of itself;
Every man is a piece of the continent,
A part of the main.
If a clod be washed away by the sea,
Europe is the less,
As well as if a promontory were:
As well as if a manor of thy friend's
Or of thine own were.
Any man's death diminishes me,
Because I am involved in mankind.
And therefore never send to know for whom the bell tolls;
It tolls for thee.
Note—-
No one is self-sufficient; everyone relies on others. This saying comes from a sermon by the seventeenth-century English author John Donne.
৫| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ২:৫৫
আহমেদ জী এস বলেছেন: ল,
কতোদিন পরে আপনার দেখা মিললো! এলেন আবার জীবনের পথকাব্য নিয়ে যেখানে আছে সীমাহীন চাওয়া-পাওয়া আর সে চাওয়া-পাওয়ার আশাভঙ্গের কথা।
তবুও মানুষ থেমে থাকেনা , সে বারেবারে এসে দেখা দিয়ে যায় - বহুরূপে।
আপনার দেখাও যেন এখানেই থেমে না থাকে।
১৪ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:৫৮
ল বলেছেন: কবি সালাম নিবেন ,
তবুও জীবন বহতা নদ -
ভেসে ভেসে আসি ফিরে —-
এ চলার যেন না হয় রদ !!!!
ভালো থাকুন !!!
৬| ১৪ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৩১
কবিতা ক্থ্য বলেছেন: প্রিয় লতিফ ভাই, আপনি আরো নিয়োমিত লিখুন, আপনাদের অভিজ্ঞতাপূর্ন লেখা - নতুন ব্লগারদের পথ দেখাবে - এই আশা করি।
১৪ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:০৪
ল বলেছেন: এমন মধুর কথা কে শুধাল এ অবেলায় !!!!
মন পুড়ে হায়
মরি লইজজায় ——
লিখবো ভায়া !!
ভালো থাকুন !!!
৭| ২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:২১
মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ জয়ের নেশা
আমি
আমার
আমিত্ব
সবকিছুই সভ্যতার অভিশাপ মনে হয়।
প্রাণ কোথায় সমস্তই রঙের পুতুল।
২৭ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:২৫
ল বলেছেন: ধন্যবাদ র’লো আপু !!!
৮| ২৪ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৬
ইসিয়াক বলেছেন: কবিতায় ভালো লাগ।। অনেকদিন পরে আপনার পোস্ট। নিশ্চয় ভালো আছেন।
#দুঃখিত পোস্টটি আমার নজরে আসেনি।তাই দেরিতে আসা।
দোয়া রইলো।
২৭ শে জানুয়ারি, ২০২১ ভোর ৫:২৭
ল বলেছেন: নিজের পাতায় একটা লেখা দেওয়ার জন্য দেয়া —-
ভালো থাকুন ।।।।
৯| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৯:১২
রামিসা রোজা বলেছেন:
কিছু আবেগ, আছে বাস্তবতা এবং অনেক বেদনা ,,,
এই সব মিলিয়ে জীবনের কবিতা ।
কবিতাটি পড়ে ভালো লাগলো ।
৩০ শে জানুয়ারি, ২০২১ সকাল ৭:১৬
ল বলেছেন: এমন আবেগী কথায় প্রাণের ছোঁয়া
কূতজতা সময়য়করে পডার জন্য ।।।
ভালোয় কাটুক দিনগুলো ।।।
১০| ২৯ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:১৯
নীলা(Nila) বলেছেন: আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া আপনি আমাকে একটি কবিতা উপহার হিসেবে দিবেন,আমি কবিতার বিষয় উল্লেখ করে দিতাম
৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:০৬
ল বলেছেন: ওকে,, আলাইকুম সালাম
১১| ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৯
নীলা(Nila) বলেছেন: একটি ঔষধ কোম্পানি ও কোম্পানির এমডি মহোদয় এর প্রশংসা এবং এগিয়ে চলা নিয়ে
১২| ৩০ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৪০
নীলা(Nila) বলেছেন: এমডি মহোদয় অত্যন্ত ভালো এবং উদ্ধার মনের মানুষ
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৫৩
ল বলেছেন:
Dear Sir
I wanted to take a moment to express my appreciation and gratitude for all that you do as our office boss. Your leadership, guidance, and support are truly invaluable, and I feel incredibly fortunate to have you as a boss.
Your dedication to ensuring that our team runs smoothly and efficiently is evident in the way that you consistently go above and beyond to provide us with the resources we need to succeed. Your ability to motivate and inspire us to do our best work is truly remarkable, and I am constantly amazed by your unwavering commitment to excellence.
Thank you for always leading by example and for setting such a high standard of professionalism and integrity. Your positive attitude, kind words, and thoughtful gestures have not gone unnoticed, and I am grateful for the impact that you have had on my personal and professional growth.
In short, thank you for being an exceptional boss and for all that you do to support our team. Your leadership is truly appreciated, and I feel fortunate to be able to work under your guidance.
Sincerely,
Nila
©somewhere in net ltd.
১| ০৫ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৫৯
সোহানী বলেছেন: ধন্যবাদ ফিরে আসার জন্য। আশা করি এবার আর হারিয়ে যাবেন না।