নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে মানব! আর নয়তো দেরী; জেগে তুলে বিবেকের তরী করো হিংসার বলিদান। জন্মান্ধ হয়ে থেকো নাকো তুমি;মানুষ বলে হও বলিয়ান ।

তুমি জীবন খুঁজো সুখের নীড়ে, আমি জীবন খুঁজি দুঃখের ভীরে।,,, রহমান লতিফ,,,,

› বিস্তারিত পোস্টঃ

পেঁয়াজ নিয়ে বৃটিশ রাজকবির কবিতা

১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৪২


কবিতা - ভ্যালেন্টাইন -
*********************
কোন লাল গোলাপ কিংবা স্নিগ্ধ হৃদয় নয়,
তোমাকে একটি পেঁয়াজ দেবো
এটি বাদামি কাগজে মোড়ানো একটি চাঁদ,
তাতে আলোর প্রতিজ্ঞা থাকবে
যেন অতি সর্তক অনাবৃত প্রেম।

এখানে
এটা অশ্রুপাত দিয়ে,তোমাকে অন্ধ করে দেবে
ঠিক একজন প্রেমিকের মতো,
এটি তোমার প্রতিচ্ছবিকে
এক কল্পিত দুঃখের ছবি বানাবে।

কোনো মিষ্টি সম্ভাষণ,কিংবা নয় কোন চুম্বন বার্তা,
আমি সত্যবাদী হবার চেষ্টা করছি।

আমি তোমাকে একটি পেঁয়াজ দেবো,
যার ভয়ংকর চুম্বন তোমার ঠোঁটে লেগে থাকবে।
অধিকারে এবং বিশ্বস্ততায়
যেমন করে
দীর্ঘ সময় ধরে আমরা আছি।

এটি গ্রহণ করো,
এর প্লাটিনাম শাখাগুলো সংকুচিত হয়ে পরিণত হবে বিয়ের আংটিতে,
যদি তুমি পছন্দ করো
প্রাণঘাতী,
এই সুঘ্রাণ তোমার আঙুলে আটকে থাকবে
এবং তোমার চাকুতে।

Valentine
Carol Ann Duffy

Not a red rose or a satin heart.
I give you an onion.
It is a moon wrapped in brown paper.
It promises light
like the careful undressing of love.

Here.
It will blind you with tears
like a lover.
It will make your reflection
a wobbling photo of grief.

I am trying to be truthful.
Not a cute card or a kissogram.

I give you an onion.
Its fierce kiss will stay on your lips,
possessive and faithful
as we are,
for as long as we are.

Take it.
Its platinum loops shrink to a wedding ring,
if you like.
Lethal.
Its scent will cling to your fingers,
cling to your knife.

Carol Ann Duffy, From New Selected Poems 1984- 2004  (Picador, 2004).Originally published in Mean Time (Anvil, 1993)
নোট -
২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বৃটেনের রাজকবি (Poet-Laureate)। যিনি প্রথম মহিলা এবং স্কটিশ কবি এবং প্রথম LGBT হিসাবে রাজকবির পদে নিযুক্তি পান। কবি ক্যারল অ্যান ডাফি স্কটল্যান্ডের গ্লাসগোয় ১৯৫৫ খ্রিষ্টাব্দের ২৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটির একজন অধ্যাপক ও রাইটিং স্কুলের ডিরেক্টর। তিনি মূলত শিশু-কিশোরদের জন্য লিখে থাকেন। এ পর্যন্ত নানা পুরস্কারেও ভূষিত হয়েছেন,যেমন- Signal Prize for Children’s Verse, Whit bread and forward prizes, আমেরিকা থেকে  Lannan and E.M. Forster Prize, ২০০৫ সালে Rapture কাব্যগ্রন্থের জন্য  T. S Eliot Prize অন্যতম। বলা হয় ডাফি আধুনিক গদ্য কবিতায় যা মনে আসে সেরকম ‘শব্দ  ও বাক্য’ ব্যবহার করেন। তবে এটিকে তার চতুরতা নাকি স্বতন্ত্র কৌশল সাহিত্য বোদ্ধারা তা নিরুপন করতে নিরুপায়।

মন্তব্য ৭৪ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:০৪

ইসিয়াক বলেছেন:



মনে ধরেছে খুব,
ভালো লেগেছে ।
পেয়াজময় ভালোবাসায় ,
প্রেম ঝরে ঝরে পড়েছে।

১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:১০

বলেছেন: হা হা,
কবিতায় কত রুপক আর উপমা ব্যবহার হয় এই কবিতা একটা উদাহরণই বটে।।
সারাটি রাত গেলো এটা নিয়ে ঘাঁটতে।।।

কবিদের ভয় পাওয়ার কথা এম্নেই আসেনি।। ।।

পেঁয়াজময় ভালোবাসা প্রিয় ভাই।।।

২| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:২৫

পদাতিক চৌধুরি বলেছেন: শুভ সকাল প্রিয় লতিফ ভাই,

ব্রিটেনেও তাহলে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। যেখানে কবি কবিতার প্রতি ছাত্র-ছাত্রী পেঁয়াজের ঝাঁজ ভালোবাসার ঠিকরে বেরোচ্ছে......
আপনার এই মহৎ প্রচেষ্টার জন্য কোন ধন্যবাদ যথেষ্ট নয়। ++
শুভেচ্ছা হে প্রিয় কবি বরকে।

১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৩২

বলেছেন: শুভ সকাল গুরুদেব,
নাহ আশ্চর্য হলেও বৃটেনে পেঁয়াজের দাম কমেছে।।
পেয়াজময় ভালোবাসাট একটি কবিতা পোস্ট দেয়া আরকি সাথে কবি পরিচিত হয়ে গেলো।।

আমি কিন্তু আর কবিতা লিখি না তাই আমাকে কবি বলা যাবে কি??
মাঃ হাসান ও মফিজ ভাইকে ভয় পাইছি।।।

৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:৫৭

নুরহোসেন নুর বলেছেন: ভাল লাগলো, পেঁয়াজময় কবিতা।
শুভেচ্ছা ও ভালবাসা নিবেন।

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩০

বলেছেন: সময় নিয়ে পড়ার জন্য কৃতজ্ঞতা।।।

পেঁয়াজময় ভালোবাসা রইলো।।

৪| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: চমৎকার হয়েছে।
আপনি একজন উজ্জ্বল প্রতিভা।

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩১

বলেছেন: হা হা।।

প্রতিভার কিছু না- সবি আল্লাহর ইচ্ছে।।।


ভালো থাকুন।।।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:২০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কেন জানি মনে হচ্ছে , আর মাস খানেক পর পেঁয়াজ রাস্তায় গড়াগড়ি খাবে ।

তবে আপনি পেঁয়াজের চেয়েও হাজার গুনে ঝাঁজালো। +++

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৩

বলেছেন: কবি,
পেয়াজময় ঝাঁজালো আর টসটসে সুস্বাদু ভালোবাসা রইলো।।।

৬| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ৯:৪৪

ইসিয়াক বলেছেন: প্রিয় ভ্রাতা পেঁয়াজু চলবে ..........।গরম গরম ।

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪

বলেছেন:
মাজে সাজে ভালোই লাগো।।।


সাথে এককাপ চা আর একটা পাইলট.....

৭| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৪

ময়না বঙ্গাল বলেছেন: সময়উপযোগী অনুরাগ প্রকাশের কবিতা

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬

বলেছেন: বাহ৷

বাঙাল ভাই

আমরা পেঁয়াজের কাঙ্গাল নয়
ভালোবাসার স্বপ্ন সাজাই।।।

ভালো লাগলো।।। ভালো থাকুন।।।

৮| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৩

নার্গিস জামান বলেছেন: সুন্দর :)

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৭

বলেছেন:

ধন্যবাদ ও কৃতজ্ঞতা।।


ভালো থাকুন।।।

হ্যাপি পেঁয়াজিং।।।

৯| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৩

হাবিব বলেছেন: পেঁয়াজ তোমার জয় হোক কবিতার মাধ্যমে

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৮

বলেছেন: স্যার,

হ্যাপি পেঁয়াজিং।।।

পেঁয়াজময় বিত্তে ছুঁয়ে থাক আপ্নেকে।।।


আশীর্বাদ রইলো।।।

১০| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পেঁয়াজের দাম কমেছে
মজা করে খাও!!
এমন একটা শুভ সংবাদ
সকলকে জানাও।

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৩৯

বলেছেন: বাহ,

বেশ সুসংবাদ দিলেন।।।


হ্যাপি পেঁয়াজিং।।।।।

১১| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৮

নীল আকাশ বলেছেন: এর মনে হয় বংশধর কেউ বাংলাদেশি আছে?
না হয় এর বাসায় কোন টাইম মেশিন ছিল?
না হলে এত থাকতে পিয়াজ কেন?
কবিতাটা বঙ্গভবনে পাঠাতে পারলে দারুন হতো। একদিনের মধ্যেই হয়তো রাষ্ট্রীয় প্রজ্ঞাপণ জারি হয়ে যেত!!!!

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪১

বলেছেন: হা হা।।।

এ তো সেই গোষ্ঠীর,,
রাজ রাজকীয় ব্যাপার বুঝেন তো।।।
এই কবিতার কথা বৌদি জানে না।।।

হ্যাপি পেঁয়াজিং।।।

১২| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ দারুন তো

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩

বলেছেন: ছবিপা
এ-র মতো একটা কবিতা লিখে ফেলুন।।।

কবিতার সাথে সাধু ভ্যালেননটাইন।।।


বিশ্ব "পেঁয়াজ ডে" র শুভেচ্ছা......

১৩| ১৯ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৭

জুন বলেছেন: স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কেন জানি মনে হচ্ছে , আর মাস খানেক পর পেঁয়াজ রাস্তায় গড়াগড়ি খাবে সহমত
পেয়াজকে মুল্যবান করে তুলছে সবাই ল :)
কবিতাটি শেয়ারের জন্য ধন্যবাদ আপনাকে ।

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৫

বলেছেন: জুন আপা,


পেঁয়াজ নিয়ে এত তেলেসমাতি, এত মাতামাতি এ জীবনে দেখে গেলাম

তারপর কোনটা আসে কে জানে......

হ্যাপি পেঁয়াজিং।।। হ্যাপি কুকিং।।।

১৪| ১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫১

জুনায়েদ বি রাহমান বলেছেন: প্রিয় লতিফ ভাই, কবিতায় মুগ্ধ হয়ে আপনাকে একশোগ্রাম পিয়াজ উপহার দিতে চাই। হা হা...

পিয়াজের দাম স্বাভাবিক হবে, মানুষ পিয়াজ বিপর্যয়ের গল্প আস্তে আস্তে ভুলে যাবে কিন্তু কবিদের কবিতায় যুগ যুগ এই বিপর্যয়ের ইতিহাস থাকবে....
ব্লগে এই কয়দিনে, পিয়াজ নিয়ে বেশ কিছু কবিতা পড়েছি।


কবিতা ও কবি পরিচিতির জন্য ধন্যবাদ।

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৬

বলেছেন: জুনায়েদ ভাই,

---কবিতায় মুগ্ধ হয়ে আপনাকে একশোগ্রাম পিয়াজ উপহার দিতে চাই।..


এরচেয়ে বড় প্রাপ্তি আর কিইবা হতে পারে.......

আনলিমিটেড পেঁয়াজসময় ভালোবাসা ..

১৫| ১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:১১

করুণাধারা বলেছেন: অবাক হলাম দেখে যে ব্রিটিশ কবিও পেঁয়াজ নিয়ে কবিতা লিখেছিলেন!!! ব্লগে তো এখন পেঁয়াজি কবিতা হরদম পড়ছি।

আংটির মধ্যে পেঁয়াজ গাঁথা একটা ছবি দেখে অবাক হয়েছিলাম। এখন মনে হচ্ছে সেই ছবি হয়তো এই কবিতার কথা অনুসারে আঁকা হয়েছে। কবিতার সাথে কবির পরিচয় তুলে ধরেছেন, খুব ভালো লাগলো ল।

১৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:৪৭

বলেছেন: আপা,
-- আংটির মধ্যে পেঁয়াজ গাঁথা একটা ছবি দেখে অবাক হয়েছিলাম। এখন মনে হচ্ছে সেই ছবি হয়তো এই কবিতার কথা অনুসারে আঁকা হয়েছে.....
আপনার কথা একদম ঠিক।।

এই কবিতা থোকে মনো হয় রিং এটা এসেছে।।।

পেঁয়াজের জয়হোক।।।

১৬| ১৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৮

ইসিয়াক বলেছেন:
পাইলট কি ? বুঝিনি ।

১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

বলেছেন: এককাপ চা দুজন শেয়ার করতে হলে একটা পাইলট লাগে -- কথাটা ক্লিয়ার না ভেজাল আছে???

১৭| ১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

আরোগ্য বলেছেন: পেঁয়াজের কি ভাগ্য। প্রশংসায় পঞ্চমুখ।

ইসিয়াক বলেছেন:
পাইলট কি ? বুঝিনি :P

১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

বলেছেন: সেকথাই করে ভাই।।।

পেয়াজ নিয়ে এক পেয়ালা ভালোবাসা।।।

১৮| ১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বাহ! দারুন দারুন হয়েছে কবিতা।

১৯ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

বলেছেন: মামা ভাগনা যেখানে
পেঁয়াজের দরকার নাই সেখানে।।।


জয় মামা --

পেঁয়াজুর জ্বরের ঘোরে কেটে যাক মামুর দিন।।।

১৯| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৩

ওমেরা বলেছেন: রান্না ঘরের পিয়াজ নিয়ে এত কাহিনী হল বলেই তো বৃটিশ রাজ কবির কবিতার অনুবাদ পেলাম । অনেক ধন্যবাদ আপনাকে।

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৫

বলেছেন:
পেঁয়াজের লুপগুলিকে একটি বিয়ের রিংয়ের সাথে তুলনা করা হয় যা ‘সঙ্কুচিত।
লুপগুলি 'প্ল্যাটিনাম', অর্থ একটি অত্যন্ত মূল্যবান ধাতু, যা ব্যঙ্গাত্মক কারণ পেঁয়াজ মোটেও মূল্যবান বা কাঙ্ক্ষিত নয়।
"যদি " এই শব্দটি যুক্ত করা হয় যা দেখায় যে সম্পর্কটি এই দিকে যেতে পারে, তবে যে জিনিসগুলি অনিবার্যভাবে অনুসরণ করবে সেগুলির জন্য এটি প্রয়োজনীয় নয়। ‘প্রাণঘাতী’ শব্দটি এটি নিজের মধ্যে রয়েছে, কী সম্পর্কটি রূপান্তরিত হয়েছে তা দেখায় এবং এটির দিকে দৃষ্টি আকর্ষণ করে।

শেষ দুটি লাইন আবার পেঁয়াজের গন্ধ বোঝায় এবং ছুরি পরিচয় করিয়ে দেয়।
এটি হিংসাত্মক চিত্র যা বোঝায় যে দুই প্রেমিক শত্রু হয়ে গেছে। এটি তখনই যখন শিকারী হিসাবে চাঁদের চিত্র (ডায়ানা) প্রাসঙ্গিক হয়ে ওঠে, কারণ রোমান্টিক প্রেমের অন্ধকার দিকটি (বা চাঁদ) সম্পর্কের পরবর্তী পর্যায়ে নিজেকে প্রকাশ করে। .........

বৃটেনে GCSE তে এই কবিতা পড়ানো হয় .................।

২০| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৫

আহমেদ জী এস বলেছেন: ল,





রাজকবির রাজসিক উপহার!

কবিদের নাকি দূরদৃষ্টি থাকে ! নইলে সেই কতো বছর আগে হালের বাংলাদেশের পেঁয়াজ কথন নিয়ে কি করে লিখলেন !!!!!!!!!!

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৭

বলেছেন:

কবি,
কবিতাটি নিজেই একটি বর্ধিত রূপক যা কীভাবে পেঁয়াজের অস্বাভাবিক বৈশিষ্ট্যগুলি প্রেমের ধারণার সাথে খাপ খায়।
প্রতিটি স্তবও ভালবাসার বিভিন্ন পর্যায়গুলি দেখায়,
কীভাবে এটি সর্বোত্তম উদ্দেশ্যগুলি দিয়ে শুরু হয় তবু ধীরে ধীরে ভুল বোঝাবুঝি এবং সহিংসতার দিকে অবনতি হয়। ..........

২১| ১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৩

সোহানী বলেছেন: হাহাহাহা... আমিতো শিরোণাম দেখে ভাবলাম কবি নিশ্চয় সমকালের পেয়াজ প্রতিবাদী কবিতা লিখেছেন ;)

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২৮

বলেছেন: আপা,
এই কবিতাটি এতটা প্রেম সম্পর্কে নয়, কারণ এটি লেখক যে ভালোবাসা অনুভব করেন তার বিবরণ।
আমরা সাধারণত ভ্যালেন্টাইনের দিনে উপহার হিসাবে পাই ("একটি লাল গোলাপ বা সাটিন হৃদয়";)
যার পরিবর্তে, এটি ... একটি পেঁয়াজ। তিনি তার ভালোবাসাকে উপহার হিসাবে একটি পেঁয়াজ দেন। কেন?

"এটি ব্রাউন পেপারে মোড়ানো একটি চাঁদ" " আসল, চিরস্থায়ী প্রেম অভিনব নয়; এটি সহজভাবে আবদ্ধ হয়।
এটি ভিতরে সুন্দর, তবে প্রথম নজরে বিশেষ কিছু হিসাবে সনাক্ত করা সহজ নয়.............

২২| ২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২৯

কিরমানী লিটন বলেছেন: চমৎকার কবিতায় ++++++

ভালোবাসায় শুভরাত্রি।

২০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৩২

বলেছেন: ছাড়াকার,

পেয়াজময় ভালোবাসা .............


একটি পেঁয়াজ "আপনাকে অশ্রু দিয়ে / প্রেমিকার মতো অন্ধ করবে"।
আবার, চকোলেটগুলির বাক্সের মতো নয়, ভালবাসা একটি অগভীর জিনিস নয়, সমস্ত সুখ এবং আনন্দ। এটি মাঝে মাঝে দুঃখও বয়ে আনে।

২৩| ২০ শে নভেম্বর, ২০১৯ ভোর ৫:০৮

এমজেডএফ বলেছেন: লতিফ ভাই, বাংলাদেশে সম্প্রতি পেঁয়াজের যে দুর্ভিক্ষ হয়ে গেল তা নিয়ে কবিরা শত শত কবিতা লিখলেন, শিল্পীরা গাইলেন গান, মসজিদ-গীর্জা-মন্দিরে ধরমপ্রাণ মানুষের করলেন প্রার্থনা, বিয়ের অনুষ্ঠানে আশীরবাদের প্রতীক হয়ে এলো রঙিন কাগজে মোড়ানো পেঁয়াজের প্যাকেট, সরকার থেকে এলো পেঁয়াজ নিয়ে কৃচ্ছতা সাধনের বাণী, বিরোধী দল থেকে এলো সরকার পতনের জন্য পেঁয়াজ বিপ্লবের ডাক, করপোরেট কোম্পানীগুলো এগিয়ে এলো পেঁয়াজবিহীন খাবারের রেসিপি বিজ্ঞাপণ নিয়ে, আরো কতকিছু হয়ে গেল! আপনার পোস্টের শিরোনাম "পেঁয়াজ নিয়ে বৃটিশ রাজকবির কবিতা" দেখে প্রথমে মনে করেছিলাম পেঁয়াজ নিয়ে বাংলার ১৬ কোটি মানুষের আহাজারি ও গগণবিদারী চিৎকার তাহলে বৃটিশ রাজকবির কানেও পৌঁছে গেছে!

যাই-হোক, কবিতা পড়ে সেই ভুল ভাঙলো। পেঁয়াজ নিয়ে গভীর ভাবসম্পন্ন এই কবিতাটি ব্লগে এমন সময়ে দিলেন যখন ব্লগের সবাই রসনার পেঁয়াজ নিয়ে ব্যস্ত। আমরা হাভাতে বাঙালিরা পেঁয়াজের মাঝে রসনার গুণ ছাড়া আর কিছু দেখি নাই। আশা করি বৃটিশ রাজকবির এই কবিতা পড়ে পেঁয়াজ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গির কিছুটা হলেও পরিবর্তন হবে!

বরাবরের মতো ভাষান্তরের মাধ্যমে ব্যতিক্রমধর্মী কবিতা আমাদেকে পড়ার ও জানার সুযোগ করে দেওয়ার জন্য আপনার প্রতি রইলো পেঁয়াজের মতো ঝাঁঝালো ভালোবাসা ও শুভেচ্ছা।

২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৭:৫৯

বলেছেন: আহারে!!!
আমার প্রিয়জনেষু,
আপ্নের মন্তব্যটিকে কয়েকবার পড়লাম - পেঁয়াজ কবিতার এমন ঝাঁঝ যেন পাঁজরে লাগলো।।

অনেক ভালো লাগলো আপনার উপলব্ধি।।

"""আমরা হাভাতে বাঙালিরা পেঁয়াজের মাঝে রসনার গুণ ছাড়া আর কিছু দেখি নাই। আশা করি বৃটিশ রাজকবির এই কবিতা পড়ে পেঁয়াজ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গির কিছুটা হলেও পরিবর্তন হবে"""-

--------------------------আসলেই আমাদের চিন্তার দৌড় হলো চাঘর পর্যন্ত। সামান্য একটি বিষয় কতটা গভীর হয় এ কবিতা মনে হয় তার জলন্ত উদাহরণ।।
অবশ্য আমরা বাঙালিরা চিন্তা করি পেটপুরে খাবারের আর ইউরোপের লোক চিন্তা করে চেটেচেটে আদরের।।।
ভালো থাকুন।।
অনেক ধন্যবাদ প্রিয় ভাই।।।

২৪| ২০ শে নভেম্বর, ২০১৯ সকাল ৮:০৬

ইসিয়াক বলেছেন: I give you an onion
It's fierce kiss will stay on your lips
possessive and faithful
as we are
for as long as we are ............

just awesome .........

২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১:৫৪

বলেছেন: আবারো ফিরে এসে আলোকিত করার জন্য ধন্যবাদ।।।

ভালো থাকুন।।

দোয়ার আর্জি রইলো।।।

২৫| ২১ শে নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৬

ইসিয়াক বলেছেন: দোয়া রইলো ভাইয়া
আল্লাহ সবার মঙ্গল করুন ।

২৬| ২৮ শে নভেম্বর, ২০১৯ রাত ১:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাংলাদেশে যে পরিমান টিভি চ্যানেল দেওয়া হয়েছে চাষীরা টিভি দেখে সময় পান না, জমিতে চাষবাস কখন করবেন? পেঁয়াজের দাম ৫০০ টাকা / কিলোগ্রাম হওয়া উচিত।

২৭| ৩০ শে নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৩

জাহিদ হাসান বলেছেন: পেয়াঁজ নিয়ে এতকিছু? X((

২৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ২:২১

মুক্তা নীল বলেছেন:
ল'ভাই ,
কোথায় আপনি ?
আশারাখি যেখানেই থাকুন, ভালো থাকুন ।

২৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪২

ঠাকুরমাহমুদ বলেছেন:




ল ভাই,
আপনি কোথায়? আপনার খোঁজ করছি আপনি কোথায়? ব্যস্ত অথবা দেশে এসেছেন ব্লগে জানিয়ে রাখুন - চিন্তায় আছি।

৩০| ০৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২১

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় লতিফ ভাই,

প্লিজ দেখা দিয়েন। খুব চিন্তায় আছি আপনাকে নিয়ে.....

উপরওয়ালা আপনাকে মঙ্গল করুন।

৩১| ০৮ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০০

এমজেডএফ বলেছেন: কী ব্যাপার! আমরা সবাই আপনার ব্যাপারে উদ্বিগ্ন! একটা বার্তা দিয়ে সবাইকে চিন্তামুক্ত করুন।
ছাড়িয়া যাইও না বন্ধুরে… … …

৩২| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আর টেনশন দিয়েন না। এমনি হাজারো অশান্তিতে আছি। ফিরে আসুন।

৩৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৫০

ইসিয়াক বলেছেন: আপনি কিন্তু দারুণ টেনশন দিতে পারেন ! রাগ হয়ে যাচ্ছে কিন্তু :||
please come back.

৩৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৭

ইসিয়াক বলেছেন: প্রিয় ভ্রাতা আমি কিন্তু আর কথাই বলেবো না আপনার সাথে। আপনি খুবই নিষ্ঠুর । X(
please come back.

৩৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ রাত ১০:৪৬

আরোগ্য বলেছেন: বড় ভাই কোথায় আপনি? সাড়া দিন প্লিজ।

৩৬| ০৬ ই জানুয়ারি, ২০২০ ভোর ৪:১৭

মুক্তা নীল বলেছেন:
ল'ভাই ,

"শুভ জন্মদিন "

অনেকদিন ধরে আপনাকে ব্লগে দেখতে পাচ্ছি না ।
আশারাখি শীঘ্রই ফিরবেন , ভালো থাকুন ।

৩৭| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ৯:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি এখনও আমাদের দিকে চেয়ে দেখছেন না?

৩৮| ০৭ ই জানুয়ারি, ২০২০ রাত ৩:৩০

সোহানী বলেছেন: অনেক দিন আপনার লিখা নেই?? ব্লগারকূল আপনার চিন্তায় ব্যাকুল...............

৩৯| ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
রাজকবিও পেয়াজ নিয়ে লিখেছেন তাইতো বঙ্গদেশে পেয়াজের এখন পোয়া বারো।

ব্যস্ততা যাচ্ছে নাকি ?

৪০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:২৭

পদাতিক চৌধুরি বলেছেন: এতদিন ধরে আপনি ব্লগে অনুপস্থিত। প্লীজ দেখা দিন। আমরা যে খুব চিন্তায় আছি.....

৪১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৯

ইসিয়াক বলেছেন: যেখানেই থাকুন ভালো থাকুন,সুস্থ থাকুন ।
বসন্তের শুভেচ্ছা রইলো।

৪২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:০১

খায়রুল আহসান বলেছেন: কী খবর ভাই, কোথায় গেলেন? গুম হয়ে গেলেন নাকি?
সময় হিসেবে এমন একটি পোস্ট তাৎপর্যপূর্ণ বটে!

তাতে আলোর প্রতিজ্ঞা থাকবে
যেন অতি সতর্ক অনাবৃত প্রেম
- এই কথাগুলোকে আমি এভাবে ভাবতে চাইঃ

এতে আলোর প্রতিজ্ঞা থাকবে
প্রেমের সতর্ক নিরাভরণে যেমনটি থাকে

বিবেচনা করে দেখতে পারেন।

৪৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৮:০২

খায়রুল আহসান বলেছেন: পোস্টে পঞ্চদশতম 'লাইক'!

৪৪| ২৪ শে মে, ২০২০ বিকাল ৪:১৯

রাকু হাসান বলেছেন:


আমি ব্লগে অনেক দিন ছিলাম । এখন টুকটাক আসছি। এসে দেখি আপনি নেই । অনেক দিন । চিন্তিত আমি । ফিরে আসুন । যেখানেই থাকুন ভালো থাকুন ভাইয়া ।

৪৫| ২৫ শে মে, ২০২০ সকাল ৭:৩৫

ইসিয়াক বলেছেন:




ঈদ মোবারক ভাইয়া।
যেখানেই থাকুন ভালো থাকুন ভাইয়া ।
শুভকামনা নিরন্তর।

৪৬| ১৯ শে জুন, ২০২০ রাত ১০:২৬

ঠাকুরমাহমুদ বলেছেন: অতি জরুরী




ল ভাই,
এটি শুধু অন্যায় নয় মহা অন্যায়। ব্লগ যখন ব্লক ছিলো তখন আমরা ব্লগিং করেছি এখন ব্লগ মুক্ত আর সমগ্র বিশ্ব ব্লক আপনি হারিয়ে গেছেন - কিছু না জানিয়ে কিছু না বলে - এই ধরনের কাজ আপনি করতে পারেন না। আপনাকে আমি খুবই পছন্দ করি। জিয়াউর রহমান নিয়ে পোস্ট দিয়েছি তারপরও আপনার দেখা নেই - আপনি কেমন আছেন? প্লিজ জানাবেন আপনি কোথায় আছেন এবং কেমন আছেন। আপনার শেষ মন্তব্য ও অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি ব্লগার মোহাম্মদ সাজ্জাদ হোসেনের লংকাবি দ্বীপের কিংবদন্তি নারী মাহসুরি পোস্টে আপনার ৫ নং মন্তব্য তারিখ ২১ শে নভেম্বর, ২০১৯ সময়: রাত ২:০২ মি:

প্লিজ আপনি যখনি ব্লগে লগইন করুন আমার ব্লগে অথবা আপনার পোস্টে মন্তব্য করে জানান দিন। আমি প্রিয় ব্লগারদের নিয়ে চিন্তিত থাকি। আপনি আমার একজন প্রিয় ব্লগার। দোয়া করি মঙ্গলময় যেনো আপনাকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদ রাখেন।


৪৭| ২৩ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:২৬

মুক্তা নীল বলেছেন:
ল'ভাই ,
আর কি ব্লগে ফিরবেন -ই না ? নাকি ভাবি আপনারে বাইন্ধা রাখছে ? আরে ভাই ফিরে আসুন
অনেকদিন তো হলো ।

৪৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৪

ইসিয়াক বলেছেন: ভাই আজ আমার সত্যি খুব আনন্দ হচ্ছে। কি যে ভালো লেগেছে।আপনি আমার কবিতায় এসেছেন তার মানে আপনি ভালো আছেন।আপনাকে ফেবুতে আমার কবিতায়পেয়ে মনে হলো কতদিনের হারিয়ে যাওয়া প্রিয় ভাইকে ফিরে পেলাম। আপনি ব্লগে কখন আসবেন? আমি কিন্তু ব্লগে আসা প্রায় ছেড়ে দিয়েছি।

৪৯| ২৬ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৩৬

নতুন নকিব বলেছেন:



সম্ভবতঃ বহু দিন পরে আজ আপনাকে লগড ইন অবস্থায় ব্লগে দেখলাম। জানি না, কোনো ধরণের সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন কি না। সম্ভব হলে উত্তর আশা করছি।

আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।

০২ রা জানুয়ারি, ২০২১ ভোর ৫:১৩

বলেছেন: Thank you everyone for remembering me
and all your comments and concern.
I am grateful to you.
I'm in good health,safe and sound .
I Will be back soon .
Insahaalah

Wish everyone a very Happy New Year -2021

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.