নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দরিদ্র দেশের জনসংখ্যা কে জনশক্তি তে পরিণত করতে হলে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই।

সৈয়দ কুতুব

নিজের অজ্ঞতা নিজের কাছে যতই ধরা পড়ছে প্রচলিত বিশ্বাসের প্রতি ততই অবিশ্বাস জন্মাছে!

সৈয়দ কুতুব › বিস্তারিত পোস্টঃ

স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সরকারি চাকুরি নিয়ে সোজাসাপ্টা কথা!

২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৩

জুলাই-আগস্ট মাসে বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মী-সাধারণ ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। সাধারণ ছাত্রদের আন্দোলনে ব্যাপক উপস্থিতির কারণ ছিলো মূলত কোটা ব্যবস্থা পুনরায় সরকারি চাকুরিতে ফিরিয়ে আনা, দলীয় নিয়োগ, প্রশ্ন ফাঁসের কারণে নিজ যোগ্যতা অনুযায়ী চাকুরি না পাওয়ার কারণে। সরকারি চাকুরির প্রতি শিক্ষার্থীদের আলাদা রকম ক্রেজ কাজ করে। আর এই ক্রেজ সৃষ্টির পিছনে সদ্য ক্ষমতাচ্যুত সরকার অনেকাংশে দায়ী। সরকারি চাকুরি করতে পারলেই আপনি আলাদীনের চেরাগ হাতে পেয়ে যাবেন। তখন খালি চেরাগ ঘষা দিবেন আর জিন বের হয়ে আপনার মনের ইচ্ছা পূরণ করতে থাকবে। কিন্তু এখানে কিছু সমস্যার সৃষ্টি হয়। গ্রাজুয়েশন পাশের পর সবার সরকারি চাকুরি তে আবেদনের বয়স সমান থাকে না। কারো বাইশ বছরে গ্রাজুয়েশন শেষ হচ্ছে আবার কারো সেশনজটের কারণে, প্রেম ভালোবাসা, সংসার এবং রাজনীতি করার কারণে ২৬/২৭ বছর বয়সে গ্রাজুয়েশন শেষ হচ্ছে। যারা দেরিতে গ্রাজুয়েশন পাশ করেছে তারা চাকুরিতে আবেদনের জন্য খুব একটা সময় থাকে না। সাধারণ শিক্ষার্থীদের চাকুরিতে আবেদনের বয়স সীমাবদ্ধ ৩০ বছর পর্যন্ত। তাই ২০১২ সাল থেকে চাকুরিতে প্রবেশের বয়স ৩৫ করার জন্য আন্দোলন শুরু হয়। ২০১৮ সালে কোটা আন্দোলন কিছুটা সফল হলেও ২০১২ সালে শুরু হওয়া বয়স বৃদ্ধির আন্দোলন বিগত ১২ বছরেও সফলতার মুখ দেখে নি। এর কারণ হিসাবে ফ্রেশ গ্রাজুয়েট দের দায়ী করা হয়।কারণ তারা মনে করে চাকুরিতে প্রবেশের বয়স ৩০ থাকুক। কিন্তু যারা ৪/৫ বছর ধরে জব ফিল্ডে আছে কিন্তু সফল হচ্ছেন না এরা চায় প্রবেশের বয়স ৩৫ করা হোক। এইভাবে দুই পক্ষের কনফ্লিক্টের কারণে এই আন্দোলন ফেল মারে বারবার। ২০২৪ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেক শিক্ষিত বেকার অংশ নিয়েছেন যারা জব মার্কেটে বৈষম্যের শিকার। নতুন ইন্ট্রাম সরকার ক্ষমতায় আসার পরও বয়স বৃদ্ধির আন্দোলন সফলতার মুখ দেখছে না কারণ যারা নীতি নির্ধারক চাকুরিতে প্রবেশের বয়স ৩৫ করতে আগ্রহী নন। তারা মনে করে বড়ো জোর ৩২ বছর করা যেতে পারে। কিন্তু ৩৫ আন্দোলনের নেতারা তা মেনে নিবেন না কারণ তাদের সকলের বয়স ৩২+ হয়ে গেছে।আর এই কারণে সকল নিয়োগ পরীক্ষা এবং সারকুলার আসা বন্ধ আছে।

জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান, গণ পরিষদের নেতা নূর সহ আরো কয়েকটি রাজনৈতিক দল ইন্ট্রাম সরকারের কাছে জুলাই-আগস্ট মাসে মারা যাওয়া আন্দোলনকারীদের সামাজিক সুরক্ষার জন্য কিছু দাবী জানিয়ে আসছে বারবার। তাদের মধ্যে একটি দাবী হলো যারা মারা গিয়েছে তাদের প্রত্যেকের পরিবারের একজন সদস্য কে সরকারি চাকুরির ব্যবস্থা করে দিতে হবে। মিডিয়ার মাধ্যমে পরিচিতি পাওয়া আন্দোলনকারী নিহত ব্যক্তির পরিবারের সদস্য দের কে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বেসরকারি প্রতিষ্ঠান নিজ উদ্যোগে চাকুরি দিয়ে সাহায্য করেছেন।

নিহত ব্যক্তির পরিবারের কোনো সদস্যকে সরাসরি সরকারি চাকুরিতে নিয়োগ দেয়ার দাবী যৌক্তিক নয়। ২/৩ লাখ শিক্ষার্থী মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত টেবিলে অধ্যয়ন করছেন অন্যদিকে কেউ সরাসরি নিয়োগে সরকারি চাকুরি পাবেন তাহলে বৈষম্য দূর হবে কিভাবে? সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিলো কারণ তাদের প্রধান দাবী ছিলো মেধার ভিত্তিতে নিয়োগ হতে হবে । যদি নিহতের পরিবার থেকে একজন করে সরকারি চাকুরি পেতে শুরু করে তাহলে সাধারণ শিক্ষার্থী দের সাথে আবার বৈষম্য করা হবে। অন্যদিকে যারা দীর্ঘ ১২ বছর সরকারি চাকুরিতে বয়স বৃদ্ধির জন্য আন্দোলন করছেন তাদের সাথে হবে প্রতারণা।

জুলাই-আগস্টে নিহতের পরিবার কে সাহায্য যদি করতেই হয় তবে সরকারি চাকুরি দিয়ে কেন? সরকার থেকে ভাতার ব্যবস্থা, বেসরকারি প্রতিষ্ঠানে ভালো বেতনে চাকুরি, নাম মাত্র মূল্যে সরকারি -বেসরকারি হাসপাতালে চিকিৎসা, এককালীন অর্থ দিয়ে সাহায্য করা হোক। সরকারি চাকুরিতে মেধা এবং যোগ্যতার জয় হোক।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২৩

আমি সাজিদ বলেছেন: মাস্টার্স পিএইচডি করেন। সরকারি চাকরির আর দাপট থাকবে না। সংস্কার হলে করাপশনের সুযোগ নাই।

২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৪

সৈয়দ কুতুব বলেছেন: কর্মসংস্থান সৃষ্টি না হলে পিএচডি করেও লাভ নেই। আপনি হয়তো পড়ে থাকবেন বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী পিএইচডি ধারী ঝাড়ুদার, পরিচ্ছন্নতা কর্মীর ভিসায় বাইরে যেতে চেয়েছিলেন। সংখ্যাটা কম নয়। প্রায় ২৫০০-৩০০০ জন।

২| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৬

মেঠোপথ২৩ বলেছেন: দুনিয়ার মামা বাড়ির আবদার নিয়ে অনেকেই হাজির হচ্ছে। সরকারী চাকুরিতে ঢোকার বয়স ৩৫ করা , এইচ এসসি ফেল করাদের অটো পাশ কত কি ! এইএসসি তে ফেল্টূগুলা আর্মির হাতে মাইর খাইসে। বাকিদেরো এইরকম মাইর দিয়ে বাসায় ফেরত পাঠানি দরকার।

জুলাই-অগাস্ট বিপ্লবে নিহত পরিবারের সদস্যেদের চাকুরির কথা মনে হয় জামাত বলেছে, নুর না। এটা অবস্যই অযৌক্তিক দাবী। তবে তাদের আর্থিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন জায়গায় চাকুরি দেবার বিষয়ে সাহায্য সহযোগিতা করা উচিত। বিশেষ করে আহতদের পুর্নবাসন আমি মনে করি সবচেয়ে জরুরী। এদের কর্ম সংস্থানের পাশাপাশি ভাল অংকের টাকা দেয়া উচিত।অবস্য এই সরকার জুলাই স্মৃতি ফাউন্ডেশন এর মাধ্যমে এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে। তবে আমার মনে হয় যাদের জীবন ও অঙ্গহানির বিনিময়ে বিসিএস পরীক্ষা পুনরায় মেধাবীদের দখলে চলে এসেছে , তাই সরকারী চাকুরি পাওয়া প্রত্যকের বেতনের ছোট্ট একটা অংশ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে যাওয়ার ব্যবস্থা করা উচিত। এতে কারোরই আপত্তি থাকবে বলে মনে হয় না। বরং এদের জন্য কিছু করতে পারলে সকল মেধাবীরাই অত্যন্ত খুশি হবে।

৩| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৯

আমি সাজিদ বলেছেন: বাইরে যান।গবেষণা করুন। জাবি থেকে বেনজীর জালিয়াতি করে পিএইচডি করেছিল, ঢাবি থেকে এমবিএ করেছিল।

৪| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৯

মেঠোপথ২৩ বলেছেন: কারেকশন ঃ জুলাই-অগাস্ট বিপ্লবে নিহত পরিবারের সদস্যেদের সরকারী চাকুরির কথা মনে হয় জামাত বলেছে, নুর না ।

৫| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৪০

প্রহররাজা বলেছেন: মেধাবী ছাত্রদের ট্রাফিকে আর আদালতে লীগের আসামীদের চড় থাপ্পড় দেয়ার কাজ দেয়া হয়েছে। সামনে ময়লা পরিষ্কার, টোল আদায়, মশা নিধন, গরুর হাটের দালালী --এইসব কাজেও লাগানো যেতে পারে।

৬| ২৮ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩৬

রাজীব নুর বলেছেন: যোগ্যতা এবং প্রচুর টাকা থাকলে সরকারি চাকরি পাওয়া সম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.