নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময় সবচেয়ে বড় বিচারক

হাওয়াই ফাইভ ও

বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে

হাওয়াই ফাইভ ও › বিস্তারিত পোস্টঃ

ভিক্ষার টাকায় চিকিৎসা চলছে - এটি কেমন কথা? কেনো এমন হচ্ছে?

০২ রা অক্টোবর, ২০২৪ রাত ১১:০৮




আন্দোলনে আহতদের চিকিৎসা হচ্ছে ভিক্ষার টাকায়। নিউজ লিংক শেয়ার করা হয়েছে। আশা করি সবাই সময় নিউজের খবরটি দেখবেন। ভিক্ষার টাকায় চিকিৎসা চলছে


১। নিহতের হিসাব কি হয়েছে? সঠিক ডাটা কি তৈরি হয়েছে?
২। কেমন আছেন আহত ও তাঁদের পরিবার?
৩। কেমন আছেন সাধারণ জনগণ?

প্রশ্নগুলো কি আমার আপনার মনে আসছে? উত্তর কি - গত ১৬ বছর প্রশ্ন করেন নি কেনো? তাড়া দিচ্ছেন কেনো চটজলদি কিছু হয় না। অপেক্ষা করুন এই জাতিয় কোনো উত্তর!

হাসপাতালে রোগী নিয়ে কখনও গিয়েছেন? রোগী নিয়ে আপনি দ্রুত চিকিৎসা চাইবেন নাকি অপেক্ষা করবেন? নাকি কেউ আপনাকে বলবেন গত ১৬ বছর রোগী নিয়ে আসেন নি কেনো? এমন কিছু! করণীয় কি?











মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০২৪ রাত ১১:২৬

জ্যাক স্মিথ বলেছেন: আন্দোলনে আহত, নিহত এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে সবার আগে পুনর্বাসন জরুরী অথচ দুই একজন বাদে বাকি সবাই মানবেতর জীবন যাপন করছে।

০২ রা অক্টোবর, ২০২৪ রাত ১১:৩১

হাওয়াই ফাইভ ও বলেছেন: বাংলাদেশে সব সময় লাশের রাজনীতি হয়েছে। দেশে সক্রিয় রাজনৈতিক দল ছিলো (০৪) চারটি। এখন ক্ষমতায় আছে কোন দল? তাদের লাশের কাজ শেষ? আবার প্রয়োজন হলে আবার লাশ ফেলে দিবে এমন কিছু?

২| ০২ রা অক্টোবর, ২০২৪ রাত ১১:৪৯

জ্যাক স্মিথ বলেছেন: লাশের রাজনীতির কালচার আমাদের এখনো রয়ে গেছে, যাদের রক্তের উপর ভর করে তারা আজ ক্ষমতায় সেই হতভাগারাই আজ অবহেলিত।

০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ১২:২৪

হাওয়াই ফাইভ ও বলেছেন: খেলা খতম পয়সা হজম! কিন্তু একটি কথা মনে রাখতে হবে, খেলা একটি চলমান প্রক্রিয়া। এই দেশের মানুষ দেড়িতে হলেও বুঝতে পারে, বুঝতে পারবে! - কে বা কাহারা এই দেশের সাধারন মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করেছে।

৩| ০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ১২:১২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের অধিকাংশ জনগণের শিক্ষা দীক্ষার স্তর কোথায় জানতে হবে ।
...................................................................................................
কিছু একটা করলাম অমনি আমরা ইংল্যান্ড ,ইউরোপের সেবা পেয়ে যাব ???
তবে যে ভাবে সাড়া পড়েছিলো তাতে ভাটা পড়েছে,
এখনই অনেকে বলতে শুরু করেছে,
জুলাই-অগাষ্টের আন্দোলন
অনেকের জীবনে ভয়ংকর দু:স্বপ্ন হয়ে উঠছে ।

০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ১২:৩১

হাওয়াই ফাইভ ও বলেছেন: শিক্ষিত মানুষের মাঝে অনেক আছে যাদের আচার আচরণ অশিক্ষিত মূর্খ মানুষের স্তরের চেয়েও নিচে। সাধারন মানুষের সেবার বিষয়টি আলোচ্য নয়। আলোচ্য বিষয় হচ্ছে:- আহত ও নিহত লাশের উপর দাড়িয়ে যারা যারা ক্ষমতায় গিয়েছে তারা কি আহত ও নিহতদের খোঁজ খবর নিবে?

৪| ০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ১২:২৫

আহরণ বলেছেন: সব টাকা সম্মনয়ক সার্ভিস আলেমের পকেটে। সম্মনয়ক

০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ১২:৩২

হাওয়াই ফাইভ ও বলেছেন: হকার আলমের বিষয়ে অন্য কোনো সময়ে আলোচনা হবে।

৫| ০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ১:২১

প্রহররাজা বলেছেন: একটা রাজনৈতিক আন্দোলন আহত নিহত আর বন্ধ কারখানার শ্রমিকদের জন্য কি নিয়ে এলো? বেশীর ভাগ আহত নিহ্ত হয়েছে থানায় হামলা আর পুলিশকে আক্রমন করতে গিয়ে। গাজীর কারখানায় লুট করতে গিয়ে আগুনে পুড়ে মারা গেছে ১৮০ জন।

০৩ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৩

হাওয়াই ফাইভ ও বলেছেন:



কোনো একদিন তো প্রকাশ হবে কে বা কাহারা কোন দেশী বিদেশী শক্তি এই হত্যার পেছনে জড়িত!

৬| ০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ৩:২৩

সৈয়দ কুতুব বলেছেন: আহত এবং নিহতদের দিয়ে কারো চিন্তা করার সময় নেই। সবাই আন্দোলনের মাস্টার মাইন্ড হওয়ার তালে বিজি আছে।

০৩ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৪

হাওয়াই ফাইভ ও বলেছেন: কোনো একদিন তো প্রকাশ হবে কে বা কাহারা কোন দেশী বিদেশী শক্তি এই হত্যার পেছনে জড়িত! তখন কে মাস্টার কে বাস্টার সব প্রকাশ হবে। সব বিচার হবে।

৭| ০৩ রা অক্টোবর, ২০২৪ সকাল ৭:২৩

নাহল তরকারি বলেছেন: ওরা আন্দোলন করে আহত হয়েছে। এতে আমার কি?

০৩ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৬

হাওয়াই ফাইভ ও বলেছেন: তাও ঠিক। কে বলেছে মরতে? না গেলেই হতো নাকি? বেঁচে যেতো, এই জীবন তো আর ফিরে আসবে না। নাকি জীবন ফিরে আসবে? সম্ভব?

৮| ০৩ রা অক্টোবর, ২০২৪ সকাল ৭:৫৩

কামাল১৮ বলেছেন: কিসের চিকিৎসা,তারা আছে ভাগার তালে।

০৩ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৭

হাওয়াই ফাইভ ও বলেছেন: এতো সহজে ভাগবে কে? সবে তো শুরু লুটপাট হোক। সাম্প্রতিক বন্যার ত্রানের টাকাই লুট হয়ে গেছে। ফিনিসো কাপুতো।

৯| ০৩ রা অক্টোবর, ২০২৪ সকাল ৯:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাসিনাকে হটাতে যারা নিহত এবং আহত হয়েছে তাদের সবাইকে পেনশনের ব্যবস্থা করা হোক।

০৩ রা অক্টোবর, ২০২৪ দুপুর ১:০৮

হাওয়াই ফাইভ ও বলেছেন: কে চিকিৎসা ব্যয়ভার বহন করবে, কার দায়িত্ব?

১০| ০৩ রা অক্টোবর, ২০২৪ রাত ১০:১৪

মামুন ইসলাম বলেছেন: কিছু বলার নাই।

০৪ ঠা অক্টোবর, ২০২৪ রাত ২:৪০

হাওয়াই ফাইভ ও বলেছেন: না, বলিয়েন না। আজ থেকে সঠিক কথা হক কথা বলাবলি বন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.