নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হোমিওপ্যাথিক বিজ্ঞান ও তার প্রয়োগকলা

হ্যানিম্যান

ডাঃ নাসির

সত্য ও সু্ন্দরের সন্ধানে....

ডাঃ নাসির › বিস্তারিত পোস্টঃ

চাঁদে পার্কের ভাবনা

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৮



ন্যাশনাল পার্কের নতুন ঠিকানা এবার চাঁদ । অনেক কবি সাহিত্যিক চাঁদকে নিয়ে মজার মজার ছড়া ,গল্প ও কবিতা লিখেছেন। চাঁদকে আমরা আদর করে মামা সম্বধন করে থাকি । চাঁদের বুকে পা রাখার জন্য মানুষ অগনিত অর্থ ব্যয় করেছে । চাঁদের স্নিগ্ধ আলোয় ভালবাসার কথোপকথন ভালবাসার গতিকে আরো বাড়িয়ে দেয় । সেই চাঁদে পার্ক বানানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র । এই উদ্দেশে ইতিমধ্যেই মার্কিন কংগ্রেসে বিলও আনা হয়েছে । যেখানে চাঁদে অ্যাপোলো লুনার ল্যান্ডিং সাইটস ন্যাশনাল হিস্টোরিক্যাল পার্ক তৈরির প্রস্তাব পেশ করা হয়েছে । বিলে বলা হয়েছে অ্যাপোলো লুনার প্রোগ্রাম মার্কিন ইতিহাসের শ্রেষ্ঠ কৃতিত্ব । বিভিন্ন বাণিজ্যিক সংস্থা এবং অন্যান্য দেশ এবার চাঁদে যেতে সক্ষম । এই পরিস্থিতিতে অ্যাপোলো লুনার অবতরণ স্থলের সংরক্ষণ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে । এই উদ্যোগ গৃহীত হলে অবতরণ স্থলের সংরক্ষণ এবং সুরক্ষা সুনিশ্চিত হবে । আবার এর মাধ্যমে আমেরিকার এই কৃতিত্বটি সবার সম্মতিও পাবে । আরও বলা হয়েছে , বিল পাস হওয়ার পর অ্যাপোলো লুনার অবতরণস্থলে ণ্যাশনাল পার্ক ব্যবস্থার একটি ইউনিট স্থাপন করতে হবে ।যার ফলে ভ্রমণ পিপাসু মানুষেরা চাঁদের অপার সৌন্দর্য দেখার সুযোগ পাবে।



মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৭

খেয়া ঘাট বলেছেন: দূর থেকেই চাঁদ, কাছে গেলেই তো সব খানা খন্দক :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.