নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলার একমুষ্ঠি মৃত্তিকা শুকেছি আমি
সেথায় লাখ শহীদের আত্নার ক্রন্দন শুনেছি;
শুনেছি তাহে বেদনা আত্নার অভিশম্পাদ।
ওরা মম কহে; কি কহে জান
মোদের খুনে রাংগা এই পবিত্র মাটি;
সেথায় এত হটকারিতা, জুলুম, ভ্যাবিচার কেন?
রাজাকার,আল বদর, আল শামস পায় গার্ড অব অনার,
যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে নিরহ মানুষকে করেছে লাঞ্চিত।
চেয়েছিলাম মোরা আগত গর্ভার শান্তি ও সমৃদ্ধি,
কিন্তু একি অবস্থা আজ স্বাধীন এ দেশের;
অযুত পাপাচারে আজি সমস্ত পবন ভারী
ভয় হয় চিতে কখন জানি শুরু হয় বরষনী।
রাজাকার,আল বদর, আল শামসরা রক্ত করেছে পান;
ইজ্জত লুটেছে সহজ, সরল , নিরীহ ললনার।
মঙ্গল যদি চাও ভাবী দিনে; স্বাধীনতার স্ব পক্ষের শক্তি এক হয়ে
কলংকমুক্ত করে সোনার বাংলা গড়।
শান্তি যদি চাও মোদের আত্নার;
অহমিকা মুছে ফেল চিত্ত কালিমা
সমুদয় বাঙ্গালী আজি কাঁধে কাঁধ রাখি;
সম্মুখে চল জোর কদমে সাম্ম্যের গান গাহি।
আমরা রব তোমাদের সাথে
কৃষ্ণ চূড়ায় কিংবা তমালের ডালে;
হয়তবা ভোরের দোয়েলের শীষে
তব বিপদ সংকুলে পুনর্বার আসিব ফিরে
সক্রিয় পুরনো রাইফেলটা হাতে নিয়ে।
©somewhere in net ltd.