নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=মায়ের মতন কে হয় আর আপন=

২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৭



আহা শৈশব, হাঁটি হাঁটি পা... মায়ের দৃষ্টি সদা জাগ্রত
কোথায় পড়ে যাই, কোথায় খাই হোঁচট, কোন সে বিপদ অনাগত,
কত দুশ্চিন্তায় মা বিভোর,
কত নির্ঘম কাটে মায়ের রাত ভোর।

মা আর সন্তান, হোক সে প্রাণী, মুরগী, কুকুর বিড়াল বা হাঁস
মমতার কমতি দেখিনি কোথাও, কোন মা'ই সন্তানকে করে না উপহাস
উদরে রেখে সন্তান, তখনো কী থাকেন থেমে? শত কাজ কর্মে ব্যস্ত,
একটি সংসার,পারিবারিক নানা আয়োজন মায়ের উপরই ন্যস্ত।

মায়ের মমতার কী হয় তুলনা? কত কষ্টের পাহাড় ঠেলে মা আগান সম্মুখে
কত শত বিপদ, পড়ে যাওয়ার ভয়, সব মা এক হাতে রাখেন রুখে;
সীমাহীন সুখ মায়ের সাথে কাটানো সেই শৈশব কৈশোর অথবা তারুণ্য,
মা ছাড়া বড়বেলা জীবন ধূঁধু অরণ্য।

মনের কথা আর কারে বলা যায় খুলে,
বিষণ্ণ বেলা, বিষাদ ছুঁয়ে গেলে মন, মা রাখেন দুঃখ ভুলানো মমতা তুলে,
কী যে প্রশান্তি বুকের কিনারে পড়ে চুয়ে,
এক পাহাড় সাত সমুদ্দুর ব্যথা নিমেষেই সময় নেয় ধুয়ে।

মায়ের আঁচল ঘেঁষে বসলে, দুটো কথা বললে, মন আকাশে বয়ে যায় ফুরফুরে হাওয়া,
ভাগ্যবতি হ্যাঁ সে ভাগ্যবান..... মায়ের কাছে থেকে সেই মমতাটুকু পাওয়া,
মাকে ভুলে যাই স্বামী সন্তান, অথবা সুন্দরী বউ পেলে,
ভুলে হই অকৃতজ্ঞ... মা বলেন না কিছু, তাঁর ভিতরবাড়ী এলেবেলে।

কষ্টের ঝড় কে আর দেখে ফিরে, যদি থাকে অকৃতজ্ঞ সন্তান,
হারিয়ে যায় বৃদ্ধ মায়ের বুকের আনন্দ কলতান,
বন্ধ চোখে যদি ফিরে দেখি, কার অবদান এই সাফল্য প্রভাব প্রতিপত্তি,
তাঁর অবদান, তাঁর মমতা আর রাখি না মনে এক রত্তি।

আল্লাহ্ দিয়েছেন কত সম্মান মায়েদের, দিয়েছেন ধৈর্য্য এক সমুদ্দুর,
অশীতিপর মায়ের বুকে কেন পারি না জ্বালাতে প্রশান্তির রোদ্দুর,
কেন ফিরে আসি স্বার্থ নিয়ে আপন নীড়ে,
আহারে কী যে কষ্টের ঢেউ উঠে ভাবলে বুকে, চোখ ভেসে যায় ব্যথার নীরে।

©কাজী ফাতেমা ছবি
২৭-১০-২০২১

মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৭

শূন্য সারমর্ম বলেছেন:


যারা স্বামী-সন্তান ছেড়ে অন্য কোথাও উড়াল দেয়, ওরা মা হিসেবে কেমন হয়?

২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওরা মা হিসেবে জঘন্য। তবে এরা সংখ্যায় কম। আমাদের দেশের কত মা কেবল সন্তানের জন্য নিরবে হাজার কষ্ট সয়ে জীবন পার করে দেয়।

ধন্যবাদ শূন্য।

২| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৭

শূন্য সারমর্ম বলেছেন:


কলমে/কী-বোর্ডে বর্ণিত মা ও বাস্তবের মায়ের মধ্যে তফাৎ আছে; হোক সেটা হাজারো কস্ট সহ্যকারী বা উড়ালচন্ডী।

২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিন্তু আমি তো মা। সন্তান কী জিনিস বুঝি। হয়তো এখনকার সন্তানেরা মা বাবাদের ততটা কেয়ার করে না :(

আম্মার কাছে গেলে কত শান্তি লাগে। যখন মনে হয় আম্মার কথা তখন মনে মনে ডাকি আম্মা আম্মা ও আম্মা :)

৩| ২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: মায়ের মত আপন কেহ হয়না - তা সে মানব জগত কিংবা প্রাণী জগত যাই হোক না কেন। তবে -------

সৎ ( ভাল মা নয়, ভেজাল মা) মায়ের মত খারাপও কেউ হয়না - ইডাও মনে লয় মিছা নয়।

২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই মায়ের মত আপন কেহ নাই

ভেজাল মায়ের অভাব নেই বর্তমানে। মায়েদের মন পাষাণ হয়ে গেছে। কারণ নেটের দুনিয়ায় মায়েরা অন্য কিছুতে মোহ খুঁজে। তারপরও ভালো মায়ের সংখ্যা বেশী

ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন।

৪| ২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৪১

জুল ভার্ন বলেছেন: মা

২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মা কথাটি ছোট অতি
কিন্তু জেনো ভাই
ইহার চেয়ে নাম যে মধুর
ত্রি ভুবনে নাই

ধন্যবাদ

৫| ২৭ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৫

শায়মা বলেছেন: মুরগীর মাও সাংঘাতিক মা। কেউ কাছে আসলেই.....

আচ্ছা সাপের বাচ্চার মায়েরা কেমন??

কেউ কাছে আসলে কি ছোবল দেয়??

২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভয়ংকর মা, যে দৌঁড়ান তোলায় বাপরে...।

সাপের বাচ্চার মায়েরা নরমাল মায়েদের মতই মনে হয়। দিতেও পারে।

ধন্যবাদ শায়মাপু

৬| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২২

আমি সাজিদ বলেছেন: ভালো লাগা

২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাইয়া।

৭| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৩৮

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর

২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন

৮| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৮

আহমেদ রুহুল আমিন বলেছেন: মা’য়েদের নিয়ে একজন গুণধর মায়ের কাব্যিক অনুভুতি সত্যিই মুগ্ধতা ছড়ায়...! সন্তানের জন্য পৃথিবীর সব মায়েরা হোক সে ছোট্ট প্রাণি থেকে শুরু করে আশরাফুল মোখলুকাত মানুষের মা পর্যন্ত সন্তানকে পৃথিবীতে একমাত্র টিকিয়ে রাখার জন্য নিজের জীবন বিলীণ করে হলেও নিরন্তর সংগ্রাম করে থাকে । এক্ষেত্রে শুধু মাকড়শার উদাহরণ দিয়ে বিষয়টি আরো সহজবোধ্য হয় । মাকড়শার জীবনচক্রে মা মাকড়শাকে সন্তান ধারনের সময় নিজদেহকে সন্তানদের খাবার হিসেবে বিলিয়ে দিয়ে তীলে তীলে মৃত্যুকে আলিঙ্গন করে । কবির জন্য রইল অনেক অনেক শুভকামনা ।

২৮ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লহ কী সুন্দর মন্তব্য। মাকড়শা মায়েদের জীবন সম্পর্কে আজ নতুন জানলাম
জাজাকাল্লাহ খইর
অনেক ভালো থাকুন ভাইয়া।

৯| ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ২:৪৫

জটিল ভাই বলেছেন:
মাশাল্লাহ্ ♥♥♥

৩১ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.