নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
এখানে কী আছে বলো তো, এখানে কী আছে আর
কেন যে সময়ের পিঠে হলাম সওয়ার;
সময় আমায় নিয়ে এ কোথায় এলো
স্বপ্ন সব হয়ে গেল এলোমেলো।
সেই প্রাথমিকের গন্ডি, পা রাখি ইচ্ছে ভারী
রোজই পেরেশানী, ইচ্ছের তুমুল তুফান মনের বাড়ী
ইচ্ছে করে ফ্রক পরে, বুকে বই চাপিয়ে স্কুলে যাই
স্মৃতি ঘেরা সেই সব দিনে গিয়ে, ইচ্ছে করে সুখ সাজাই।
ইচ্ছে করে মনটারে, যেন মেয়েবেলায় পাই
অথচ মন বাড়ালেই, দেখি সেথায় আমার কিছু নাই;
কই হারালো বিদ্যালয়ের সবুজ মাঠ
কই হারালো চয়নিকা,
ইলশে গুঁড়ির সেই মধুর পাঠ।
এখানে ব্যস্ততার পাহাড় কাঁধে নিয়ে হাঁটি
কিছুই পারিনি সাজাতে আর পরিপাটি
বুড়ো হতে হতে পড়েছি নুয়ে
ইচ্ছের চারা এবেলা কর্মস্থলে রেখেছি রুয়ে।
সেই চারাতে ফুল ফুটে না, ব্যস্ততা ফুটে দিনভর
কী করে রাখি মনের ভূমি উর্বর;
চোখে উড়ে নীল সর্ষে ফুল
এখানে ফুল হয়ে ফুটে না একটিও ভুল।
অথচ সেই প্রাথমিক বিদ্যালয় বেলা
কত করে ভাসিয়েছি ভুলের ভেলা,
মাফ পেয়ে যেতাম অনায়াসে, দুষ্টুমিতে ফের রাজা
এখানে কেবল অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য
পাচ্ছি কী এক অলীক সাজা।
©কাজী ফাতেমা ছবি
(২২-১০-২০২৩)
২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: পাশে যে পুরাতন বিল্ডিংটা এটাতে আমরা বসতাম। তখন বেঞ্চ ছিল না। ফ্লোরে বসতাম আমরা। আহা সেই দিনগুলো।
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
২| ২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
আমি সাজিদ বলেছেন: সময় কতোই না দ্রুত কেটে যায়!
২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: মনে হয় অইতো সেদিনই এই স্কুলে পড়েছিলাম । কতকিছু মনে আছে এখনো
ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
৩| ২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২২
শায়মা বলেছেন: আহা কত সুন্দর !!!
২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সেই সুন্দরতম দিনগুলোতে আর ফিরে যাওয়া যাবে না আপু
ধন্যবাদ অনেক অনেক
৪| ২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮
আজব লিংকন বলেছেন: এটা আপনার প্রথম স্কুল ছবি আপা?
কোন ক্লাস পর্যন্ত এখানে পড়েছিলেন?
২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া আমার প্রথম স্কুল । এখানে ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি।
কি সুন্দর দিনগুলো ছিল
ধন্যবাদ্ আপনাকে ভালো থাকুন
৫| ২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১
মনিরা সুলতানা বলেছেন: স্মৃতির মণিকোঠায় সাজিয়ে রাখা স্মৃতি।
২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সেই স্মৃতিই সবচেয়ে সেরা। বর্তমান হলো স্বার্থে ভরা
ধন্যবাদ মনিরা আপা
ভালো থাকুন
৬| ২৬ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:০২
সামরিন হক বলেছেন: আপনার স্কুল এটা ?
শুভেচ্ছা রইলো।
২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপু। প্রথম স্কুল
ধন্যবাদ ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৩০
জুল ভার্ন বলেছেন: নষ্টালজিক!