নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ভালোবাসার হাসপাতাল (দীর্ঘঅকবিতা)=

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৯



©কাজী ফাতেমা ছবি
সম্পর্কের বুকে গড়ে রেখো এক অবারিত হাসপাতাল
কখনো তোমার দেয়া আঘাতে কুপোকাত হয়ে শয্যাশায়ী হলে
খানিক ক্ষণ সে হাসপাতালে ভর্তি করে নিয়ো আমায়।

ভুলে যেয়ো সব অভিমান-দ্বিধাদ্বন্দ্ব
কেবল কাঁদো কাঁদো মুখে পাশে বসো
আর অভিনয়ের মুখোশে হলেও প্রশ্ন করো-কেমন আছি
কেমন লাগছে-খুব কি কষ্ট হচ্ছে-
আমি ভুলে যাবো সব যন্ত্রণা
নীল ব্যথার পাহাড় ঠেলে হয়তো তোমার হাতটা ধরে ফেলতে পারি
পথ্য আমার না হয় এই হোক।

ছাড়িয়ে নিয়ো-না-ধরে রেখো, নাই-বা বাসলে ভালো
কে কার মনের খবর রাখে বলো-
তোমার ভিতর বাড়িতে তো হানা দিতে পারবো নে
তোমার চোখে তাকিয়ে এক কণা তৃপ্তি পাবো হয় তো তখন।

আমিও তোমার জন্য খুলে রেখেছি মনোরম পরিবেশে একটি হাসপাতাল
রোগী হয়ে তুমি এসো-ভর্তি হয়ো-আমি সফেদ পোশাকে পাশে আছি।
মুগ্ধতার ইনটেনসিভ কেয়ার ইউনিট হোক কেবল তোমার জন্য
মন অভিজ্ঞ ডাক্তার হবো-হাত ছুয়েঁ বুকের বামে মেপে নিবো হার্টবিট
চোখ বন্ধ করে গুনে নিবো নিঃশ্বাস তোমার।

মনোকষ্ট নির্নয়ের যন্ত্র দিয়ে তোমায় আরোগ্যের সমুদ্দুরে নিয়ে ফেলবো
তুমি সুস্থ হবে-হেসে উঠবে-শুদ্ধ অক্সিজেন নাকে টেনে নিয়ে বলবে
আলহামদুলিল্লাহ পৃথিবী এত সুন্দর কেনো!

তোমার রোগ এখনো আমার অজানা-
ধৈর্য্য ধরে তোমায় বিশ্রাম নিতে হবে এক সহস্র যুগ আমার হাসপাতালে
সফেদ বিছানায় শুয়ে তুমি-শুনাবো... না বলা গল্পগুলো যত
কান পেতে রেখো-অবচেতন মন কেবল আমার মনে রেখে দিয়ো।

মনের তারে বাজাবো একতারা-সে সুর শুনে নীল সমুদ্দুরের ঢেউ উথলে উঠবে
জোয়ার এসে ধুয়ে নিয়ে যাবে তোমার সব কষ্ট
সে সুরের মূর্ছনায় ফুল পাখিরা গেয়ে উঠবে আনমনে,
তোমার নিউরণের কণায় কণায় বাজতে থাকবে সুর অনুরণন।

তোমার চিকিৎসা ত্রুটি রাখবো না, তুমি নিশ্চিন্ত থেকো।
সম্পর্কে বিশ্বাসি আমি তোমার আরোগ্যের প্রার্থনায় হবো রত;
আলোর ফোয়ারায় তুমি ভাসবে, হাসবে, উচ্ছ্বলতা ফিরে আসবে প্রাণে
আচ্ছা তুমি কী রোগে আক্রান্ত? আমায় বলবে!

প্রেম রোগে আক্রান্ত? সুস্থ করে তুলবো ত্বরা তোমায়
ভালোবাসার বেন্ডিজে বেঁধে দিবো অধর
নরম সফেদ তুলায় মুছে নিবো কপালের ক্লান্তি
আর রাবের ছোঁয়ায় তুলে নিবো তোমার মনের বিষাক্ত ঈর্ষা অহমগুলো
বুকের বামে প্রেমের মলম লেপ্টে দেবো, তুমি স্বস্তির নিশ্বাস ফেলে ঘুমে বেঘোর।

কখনো অবহেলার বুকে তোমায় ফেলে রাখবো না
ভয়ভীতি দূরে ঠেলে এসো- মন ভরা ব্যাধী নিয়ে এসো
টলতে টলতে হেলে দুলে সন্তর্পনে পা ফেলে এসো
তোমার জন্য নির্মান করে রেখেছি মনের এক কোণে একটি ভালোবাসার হাতপাতাল।
-------
একেকটি জীবন সম্পর্কের বেড়াজালে আবদ্ধ
কত রকম ঝড় ঝাপটা বয়ে যায় জীবনের উপর
কত রঙের সম্পর্ক, কত রকম মনের সমাহারে গঠিত জীবন
মনের উপর জোর জুলুম, মনের উপর হাতুড়ির বাড়ি
মন বড় অসুস্থ হয়ে যায় ক্ষণে ক্ষণে
সম্পর্কের মধ্যিখানে নির্মাণ হোক এক একটি হাসপাতাল-
খুব কাতর যখন জীবন ব্যথায়
সম্পর্ক হাসপাতালে খানিকটা স্বস্তি নিয়ে ভর্তি হবে মন ব্যথার রোগী।
(২৪/০৯/২০১৭)

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: "অসময়ে ভালোবাসার ফাগুনে
আগুন লাগাবার মতো একটি চমৎকার লেখা ।"


কাল লেখাটা পড়া শুরু করেছিলাম কিন্তু আমার নতুন উপন্যাস চেরাগ আলী ও অন্য ভুবনের পর্ব নিয়ে ব্যস্ত থাকায় পড়া শেষ করতে পারি নাই । বিপ্লবী শুভ কামনা রইলো কবি ....ভালবাসা নিরন্তর ।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: লেখাটা মন্তব্যহীন চলে যাচ্ছিল। ধন্যবাদ আপনাকে। একটা মন্তব্য অন্তত থাকুক এমন আশা কিন্তু সবাই করে। কিন্তু অন্যের পোস্টে গিয়ে আমরা মন্তব্য করি তারা আসে না আমাদের পোস্টে।

জাজাকাল্লাহ খইর
ভালো থাকুন ভাইয়া

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫৮

জুল ভার্ন বলেছেন: ছবি দেখে ভেবেছিলাম- হিরোশিমা নাগাসাকির পারমাণবিক বোমার রংগীন ছবি।
কবিতা ভালো হয়েছে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটা গাছ । আগে খেয়াল করিনি। এখন দেখি আসলেই তো বোমার মতই লাগছে

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.