নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ফুল, পাতা, বিন্দু বিন্দু স্নিগ্ধতা (ছB Bloগ)=

২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৪

ফুলের ছবি দিলাম, আশাকরি ভালো লাগবে। ফুল হলো চোখের শান্তি।
০১।


=তুই কি আমার নয়ন তারা =
তুই কী আমার নয়ন মাঝে তারা হবি বন্ধু
বাসবি ভালো আমাকে তুই তেরো নদী সাত সিন্ধু?
হলুদ তারা নয়রে বন্ধু হোস গোলাপী রঙ তারা,
নয়ন তারা এক গুচ্ছ, নিয়ে হবি সম্মুখ খাড়া?

০২। =একটি ঘ্রাণ মাখানো প্রহর তোমায় দিলাম=
মন করে নাও বিস্তির্ণ, আকাশের মতন
কিছু প্রেম পুষো বুক পিঞ্জরে যতন
আমি তোমায় একটি ঘ্রাণ মাখানো প্রহর দেবো,
দেবো বেলীর শুভ্রতা, মনে মাখিয়ো,
একদিন আধবেলা আমার কথা ভেবো।



০৩। =তুমি তো ঘ্রাণ বুঝো না, বুঝো না মনের রঙ=
গোলাপের ঘ্রাণ তোমার মন ছুঁয় না, তোমার জন্য প্লাস্টিকের গোলাপ,
আমি যা বলি তাতেই বলো পাগলের প্রলাপ;
তুমি রঙ বুঝো, বুঝো না ঢঙ,
সেজে থাকো সারাক্ষণই এ কেমন শঙ!



০৪। =কাঁটামুকুট ফুলের মত হতো যদি জীবন=
আম্মা আব্বা ভাই বোন নিয়ে ফুটা কাঁটামুকুটের মতই থাকতে চাই
ইচ্ছে করে এমন গা ঘেঁষে থাকি আপনজনদের, উপায় নাই!
জড়াজড়ি সম্পর্কগুলো দূরে চলে যায়,
সময় এসে বিচ্ছেদের বাজনা বাজায়।



০৫। =আমি সবুজ পাতা তুমি নীল অপরাজিতা=
আমি সজিবতায় মোড়া থাকি হরপল
তুমি নীলাভায় সাজো, তোমা পানে তাকালেই
অনুভব করি আমি দুর্বল;
তুমি যেন নীল অপরাজিতা, বিষ পুষো মনে
আমি সবুজের সজীবতায় মেতে থাকতে গেলেই
আতঙ্ক হয়ে আসো, আমি মরি ভয়ের শিহরণে।



০৬। ©কাজী ফাতেমা ছবি
=এক ঝাঁক হিমু ফুল=
ও চন্দ্রপ্রভা তোর নাম দিয়েছি হিমু ফুল
বুঝিস না ভুল,
গায়ে হলুদ পাঞ্জাবি জড়িয়েছিস, উফ কী সুন্দর
তোদের দেখে সুখে উচ্ছল হৃদ বন্দর।



০৭। =বিন্দু বিন্দু স্নিগ্ধতা=
ভালো লাগে পাতার উপর জলবিন্দু,
ছুঁয়ে দিলেই মনে সুখ সাত সিন্ধু,
সবুজে রাখলে চোখ, আহা চোখ ফিরে পায় জ্যোতি,
পাতায় ছড়িয়ে থাকলে জলবিন্দু, জেগে উঠে নরম অনুভূতি।



০৮। মন যদি হয় সাদা, ঠকবে না তুমি
শুদ্ধতায় উর্বর হবে বুকের জমি,
মনকে তোমার, রেখে দিয়ো সাদা, শুদ্ধ
তোমার জন্য রবের রহমতের পথ কখনো হবে না রুদ্ধ।



০৯। ঘ্রাণ যেমনই হোক সুন্দর কী করি অস্বীকার, ঘ্রাণে নই ভীত
দাও মুঠো ভরে ল্যান্টেনা, আমি এবেলা সুন্দরে হতে চাই অভিভূত,
চাই না হীরে মতি হেম,
মনে মাখাতে চাই ফুলের প্রেম।
মন করে দাও ফুরফুরে, সুখের হাওয়া লাগুক গায়ে,
এসো দুজনার মন তুলে দেই ল্যান্টেনা ফুলের নায়ে।



১০। এই নাও তোমার জন্য এক গুচ্ছউপহার,
যত বিষণতা, বিগত ক্লান্তিবোধ সব, সময় করে দিক সংহার,
বিনিময়ে দিয়ো মনের তারে বাজিয়ে প্রেমগীতি,
চাই এবার এই মৌসুমেই বাড়ুক মনের সাথে মনের সম্প্রীতি।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২৭

জুল ভার্ন বলেছেন: ফুলের মতো সুন্দর কবিতা!

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খইর ভাইয়া ভালো থাকুন অনেক অনেক।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ছবি কবি ।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কবি
ভালো থাকুন

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪২

সোনাগাজী বলেছেন:



কোমলমতিরা মুক্তিযোদ্ধা হয়ে গেছে, আপনি সেটা নিয়ে পদ্য গদ্য কি লিখলেন না?
সেলিম আনোয়ারের প্যানপ্যানানীতে বড়ই বিরক্ত হচ্ছি।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: লিখছি তো। এখানে পোস্ট করিনি। প্যানপ্যানানি পোস্ট এভয়েড করেন
সমস্যা হবে না ইংশাআল্লহ

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২১

জটিল ভাই বলেছেন:
কথা বা ছবি, কোনোটাই সাধারণ নয়!

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ জটিল ভাইয়া ভালো থাকুন

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:০০

শায়মা বলেছেন: নয়নতারা আমার জীবনে প্রথম লাগানো ফুলের গাছ!! :)

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি কী গাছ লাগিয়েছি মনে নাই এখন। ধন্যবাদ আপু

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:০৮

সোহানী বলেছেন: কিছু ছবি কেন দেখতে পারছি না।

তবে ভালোলাগা তোমার কবিতা+ছবিতে।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: সবগুলো ছবি দিয়ে দিলাম আপু। থ্যাঙকিউ সো মাচ
০১।


০২।


০৩।


০৪।


০৫।


০৬।


০৭।


০৮।


০৯।


১০।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: দেখে চোখ জুড়ালো।

২৪ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ সো মাচ
ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.