নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকলে বড় হবো....

চারাগাছ

চারাগাছ একদিন ডালপালা ছড়াবে.....

চারাগাছ › বিস্তারিত পোস্টঃ

ব্লগে দারুণ সব স্মৃতিচারণ আসছে.....

২০ শে মে, ২০২৩ রাত ১:১৩



স্মৃতিচারণ মূলক পোষ্ট বরাবরই আমার ভালো লাগে। তাই ব্লগে শৈশব, হারানো দিন আর স্মৃতিচারণ খুঁজে বেড়াই। খুব একটা পেতাম না। দুয়েক জন নিয়মিত স্মৃতিচারণ করতেন। আমাকে আকৃষ্ট করতো খুব। এই সময় ব্লগে স্মৃতিচারণ আহবান করা হয়েছে। সেই সুবাদে ব্লগে প্রতিদিন একাদিক স্মৃতিচারণ পোষ্ট হচ্ছে। কোন ব্লগার দুই তিনটা স্মৃতিচারণ মূলক পোষ্ট লিখে ফেলেছে। ব্লগের একজন শ্রদ্ধাভাজন ব্লগার
ডঃ এম এ আলী এর পোষ্টটা আজ অনেক সময় নিয়ে পড়লাম। সাধারণত পোষ্ট বলা চলে। ব্লগার সোনালী ডানার চিল সহজ সোজা ভাষায় দারুণ এক স্মৃতিচারণ ফুটিয়ে তুলেছেন। একেবারে স্পষ্ট আর ঝকঝকে। চোখ আর মনে আরাম দিল।

আমার বেশ কিছু শৈশব স্মৃতি থাকলেও লেখা হয়না। চোখের সামনে দৃশ্যপট কল্পনা করে এনে সেখান থেকে হরফে লিখে ফেলা দুরহ ব্যপার। যারা পারেন তাদের কে হিংসা করতে হয়।

আমার কাছে সেই স্মৃতিচারণ সবচেয়ে ভালো সেখানে ঠোঁটের কোণে হাসির সাথে চোখ দুটো ছলছল করবে। বুকে এটা মোচড় দিবে। অপেক্ষায় আছি , এখনো পাইনি।

ইসস আমি যদি লিখতে পারতাম- ভাবতে ভাবতে চার মাস চলে গেলো চারাগাছের। এখনো বড় হলো না। ওদিকে বড় হওয়া গাছ গুলো কেটে ফেলা হচ্ছে সৌন্দর্যের তাগিদে। অনেকদিন বাদে নিউমার্কেট এরিয়ায় গিয়েছিলাম আজ। জীবনের বেশ কিছু বছর এই এড়িয়াতে কাটিয়েছি। ব্লগে কারো পোষ্টে যখন নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, নীলক্ষেত, শাহবাগ দেখি তখন থমকে যায়। নড়তে মন চাইনা আর।

নিউমার্কেট গিয়ে আজকেও তেমন থমকে গেলাম। গাউছিয়া নিউমার্কেট সংযোগ ফুটওভার ব্রীজটা ভেঙ্গে ফেলা হয়েছে। কেমন যেন ফাঁকা ফাঁকা লাগলো। এই ফাঁকা চোখে আমরা সৌন্দর্য খুঁজে বেড়াই আর মনও তেমন তুষ্ট হয় না।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০২৩ রাত ১১:২৩

মিরোরডডল বলেছেন:




ঘুমাবো ভেবে লগ আউট করেও এটা দেখে আবার এলাম।
আগে দেখিনি এই পোষ্ট।
স্মৃতিচারণ লেখা আমারও ভালো লাগে।

প্রথম পাতায় লেখা গেলে হয়তো চারাগাছ আগ্রহ পেতো নিজেরটা লিখতে।
এডমিনকে লেখার কথা ছিলো যে!!!!
Tell him you want to participate.

নিজের জীবনের স্মৃতিচারণ করতে গেলে কিন্তু বুকে চিনচিন ব্যাথা হয়।
মনের অজান্তে চোখ ভিজে উঠে। অবশ্য এটা নির্ভর করে কি নিয়ে ভাবা হচ্ছে তার ওপর।
হারানো প্রিয়জন রিলেটেড স্মৃতিগুলো তাদের অবর্তমানে যেমন ভাবতে ভালো লাগে, আবার কষ্টও লাগে। একটা শুন্যতা।
চারাগাছ চেষ্টা করলে নিজেরটা লিখতে পারবে, So, give a go.

নিউমার্কেটের ভেতরে বেকারি শপগুলোর পাশ থেকে যাবার সময় একটা খুব সুঘ্রাণ আসতো ঘিয়ে ভাঁজা খাবারের।
ওখানকার কুকিজ, বিস্কুট আরও বিভিন্ন স্ন্যাকস অত্যন্ত মুখোরচক ছিলো।
নিউমার্কেটের গেটের কাছে একরকম গোল বলের মতো পনির বিক্রি হতো।

তবে আমার সবচেয়ে ভালো লাগতো, নিউমার্কেটের ভিতর বইপাড়া আর মিউজিকের দোকানগুলো।
আমার ইনফ্যাক্ট ওখানেই যাওয়া হতো। জানিনা এখনও আগের মতো আছে কিনা।
এলিফ্যান্ট রোডে আমার জীবনের অনেক গোল্ডেন মেমরিজ।
যতটা সুখস্মৃতি, ঠিক ততটাই কষ্টের স্মৃতি।
এই লাইনটা লিখতেই চোখটা আদ্র হয়ে এলো।


২৭ শে মে, ২০২৩ রাত ১২:৫৩

চারাগাছ বলেছেন:
রাজধানীর নিউমার্কেটের ১ নম্বর গেট থেকে ভেতরে ঢুকলেই ঠিক হাতের বাঁয়ে প্রথমেই একটা গলি রয়েছে, সেটা আমাদের কাছে সুপরিচিত ‘লাইব্রেরি গলি’ । এই গলির ৪ নম্বর দোকানের নাম ছিল জিনাত বুক। ছিল বলছি, কারণ সেটা এখন ইতিহাস। মানুষের বহু স্মৃতি জমা করে আজ বন্ধ হয়ে গেছে।
জানেন কি?
আপনি নিশ্চয়ই জিনাত লাইব্রেরি থেকে বই কিনেছেন?

২| ২৬ শে মে, ২০২৩ রাত ১১:৩২

মিরোরডডল বলেছেন:



সে যেনো এক অন্য জীবন!!!

একটা গান দিয়ে যাই?

যত ভাবো ভুলে যাবে যা ছিল বেদনা
যতই ভোলো না, যতই বোঝো না
দেখো হঠাৎ ফেরারি কোনো স্মৃতি কাঁদাবে

যত দূরে, দূরে, দূরে যাবে বন্ধু
একই যন্ত্রণা পাবে
একই ব্যথা ডেকে যাবে
নেভা নেভা আলো যত বার জ্বালো
ঝোড়ো হাওয়া লেগে তার শিখা নিভে যাবে






২৭ শে মে, ২০২৩ রাত ১:০৬

চারাগাছ বলেছেন:
কবীর সুমন আর অঞ্জন দত্তের অনেকদিন পর গানটা দিতে চেয়েছিলাম। কিন্তু অরিজিনাল ভার্সনটা পেলাম না।
আর ইউটিউব লিংক পোষ্ট করাটাও ভুলে গেছি।

৩| ২৭ শে মে, ২০২৩ বিকাল ৪:৩৭

মিরোরডডল বলেছেন:



ইউটিউব লিংকের শেষে = এর পরের অংশটুকু কপি করতে হবে LW-WtPCZA1Y

তারপর ফার্স্ট ব্র্যাকেট [ এরপর লেটার yt তারপর স্ল্যাশ |
এরপর লিংকের = পরের অংশ যেটা কপি করেছিলাম ওটা পেস্ট করতে হবে LW-WtPCZA1Y
তারপর আন-ব্র্যাকেট ]

নীচে বোঝার জন্য স্পেস দিয়ে দেখাচ্ছি, একচুয়ালি কোন স্পেস হবে না।

[ yt | LW-WtPCZA1Y ]

স্পেস ছাড়া যখন দিচ্ছি, এই যে অনেকদিন পর গানটার অরিজিনাল ভার্সন।





০৫ ই জুন, ২০২৩ রাত ১২:৩৪

চারাগাছ বলেছেন: ধন্যবাদ মিরোরডডল।

৪| ০৩ রা জুন, ২০২৩ ভোর ৫:০৯

মিরোরডডল বলেছেন:



আমি ব্লগে আসি বেড়াতে। খুঁজতে।

কি খোঁজে চারাগাছ?
স্মৃতি?

০৫ ই জুন, ২০২৩ রাত ১২:৩৬

চারাগাছ বলেছেন:
স্মূতি, ভালো লেখা, ব্লগের হারানো সময়, হারিয়ে যাওয়া ব্লগার.....

৫| ০৫ ই জুন, ২০২৩ বিকাল ৩:০৭

মিরোরডডল বলেছেন:




হারিয়ে যাওয়া সময়, হারিয়ে যাওয়া মুখ কখনও কি ফিরে পেয়েছে?
হারিয়ে যাওয়া সময় কি সত্যিই কখনও ফিরে আসে?


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.