নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেঁচে থাকলে বড় হবো....

চারাগাছ

চারাগাছ একদিন ডালপালা ছড়াবে.....

চারাগাছ › বিস্তারিত পোস্টঃ

নিউটনের মাথায় আপেল পড়ার গল্প....

১৭ ই জানুয়ারি, ২০২৩ বিকাল ৩:১১



গল্পটা আপনারা সকলেই জানেন। মহামতি নিউটনের মাথায় আদৌ আপেল পড়েছিল নাকি সেটা নিয়ে মতভেদ, গালগল্প থাকতেই পারে।
ব্যাপার টা আসলে এমনও নয়, একদিন একটি আপেল পড়ল আর নিউটন ইউরেকা ইউরেকা বলে মাধ্যাকর্ষণ শক্তির হদিস পেয়ে গেলেন।
স্যার আইজ্যাক নিউটন মহাকর্ষ শক্তি নিয়ে ভেবেছেন। অনেক ভেবেছেন। তিনি নিজেই বলেছিলেন , আমি বরং ভাবতে ভালোবাসি!


এইবার মূল বক্তব্যে আসি। নিউটনের মাথায় আপেল পড়ার গল্প আপনি কত বছর বয়সে শুনেছেন?
মহাকর্ষ শক্তির গল্প শোনা উচিত ছিল আরো আগে। মহাকর্ষের গল্প জানতে কেন আমাকে সাইন্স জানতে হবে?

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

শায়মা বলেছেন: ৪/৫ বছর বয়সে শুনেছিলাম। :)

১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:০১

চারাগাছ বলেছেন:
ঐ বয়সে গল্প নয় মহাকর্ষ শেখা উচিত। মহাকর্ষ শিখতে সাইন্স রপ্ত করতে হবে কেন বুঝি না আপা।
ছোটবেলা থেকেই শেখা উচিত।
ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২| ১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩১

শায়মা বলেছেন: ছোটবেলায় মানুষ সঈ শিখে মহাকর্ষ সায়েন্স মায়েন্স সবই তখন অপার বিস্ময় আর আবিষ্কার।

১৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩২

চারাগাছ বলেছেন:
এটা সঠিক।

৩| ১৮ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৪:২১

কামাল১৮ বলেছেন: ঠিক মাথায় পড়ে নাই।মনে হয় আশেপাশে পড়েছে।আপনার কিছু মন্তব্য দেখেছি।ভালো লেগেছে।

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৩

চারাগাছ বলেছেন:
আপেল যেখানেই পড়ুক। নিউটনের ভাবনা ছিল মহাকর্ষ।
আমাদের আপেলের গল্প শোনানো হয়েছে কিন্তু তখন মহাকর্ষ শেখানো হয়নি।
আমার মহাকর্ষ শিখলাম পাঠ্য বইয়ে। আগেই কি সেটা শেখা উচিত ছিল নয় কি ? সেটার উপর ভিত্তি করে পৃথিবী ঠিক আছে।


আপনি আমার মন্তব্য গুলো খেয়াল করছেন। ধন্যবাদ।
আপনিও সম্ভবত মন্তব্য করতে পছন্দ করতেন। সেটাও দেখলাম।

৪| ১৮ ই জানুয়ারি, ২০২৩ সকাল ৯:০৪

মোস্তফা সোহেল বলেছেন: আমি ছোট থাকতেই শুনেছি গল্পটা।

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৯

চারাগাছ বলেছেন:
গল্পের মূল উদ্দেশ্য কি ছিল ?
আপেল পড়া নাকি মহাকর্ষ ?
মহাকর্ষ কবে শিখেছেন ?

কৌতূহলে জানতে চেয়েছি।

৫| ১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৩

শেরজা তপন বলেছেন: বিজ্ঞান জানায় আপত্তি কোথায়? সায়েন্স ছাড়া মহাকর্ষ আপনি কিভাবে শেখাবেন?
আমি স্রেফ জানতে চাচ্ছি- বিষয়টা বুঝতে পারছিনা বলে।

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৪

চারাগাছ বলেছেন:
মহাকর্ষের গল্প জানতে কেন আমাকে সাইন্স জানতে হবে?


ব্লগার শেরজা তপন ,
আমি বিজ্ঞান শিখতে আপত্তির কথা বলিনি। আমার বিজ্ঞান শিখি স্কুলে গিয়ে।
আপেলের গল্প শোনানো হয় কিন্তু সেই ছোটবেলায় মহাকর্ষ শেখানো হয় না।

আবার বক্তব্য হচ্ছে বিজ্ঞান শিখতে এতো দেরি কেন। সেই শিশু বয়সেই কেন মহাকর্ষের আইডিয়া দেয়া হয় না। বাচ্চাদের মহাকর্ষ শেখাতে আমাদের কেন সাইন্সের ছাত্র হতে হবে?

আশাকরি আমি কিছুটা বোঝাতে পেরেছি এবার।
অনেক ধন্যবাদ। আপনার মন্তব্যের বিপরীত কিছু বলতে পারলাম।

৬| ১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪২

শূন্য সারমর্ম বলেছেন:



ঠিক কত সময় পরে এই গল্প বিবর্তিত হয়ে আমাদের মগজে ডুকেছে তা বলা মুশকিল।

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৭

চারাগাছ বলেছেন:
গল্পের বিবর্তন হোক বা না হোক মহাকর্ষের বিবর্তন হয়নি।
আমরা গল্প শুনেছি মাত্র , মহাকর্ষ শিখেছি অনেক পরে।
একজন মানবিকের ছাত্র বলবে আমি তো সাইন্সের ছাত্র না।

মহাকর্ষ শিখতে কেন সাইন্সের ছাত্র হতে হবে ?

৭| ১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: অসাধারন লিখেছেন। জাস্ট গ্রেট।

১৮ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৫

চারাগাছ বলেছেন:
আপনি কি মূল বক্তব্য ধরতে পেরেছেন। আমি তেমন গুছিয়ে লিখতে পারিনা।
একটা মন্তব্যে আমি কিছু বক্তব্য রেখেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.