নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিস্তব্ধ রাত, নির্জন ঘর, হালকা কুয়াশায় মোড়ানো চারপাশটা ফিনফিনে চাঁদের আলোয় প্লাবিত। ঘরটা আংশিক অন্ধকারাচ্ছন্ন। তবে টেবিল ল্যাম্পের মৃদু আলো অন্ধকারের গুমোট ভাব দূরীভূত করেছে খানিকটা।
এমন আলো-আঁধারের খেলায় অনমনা গৃহের কর্তা নীলকান্তের হঠাৎ গল্প লেখার সাধ জাগল। অদ্ভুত সব খায়েশ হুটহাট জাহির করা ওর বেশ পুরোনো অভ্যেস।এরমধ্যে গল্প লেখার বদভ্যেসটা আরো পুরোনো।তবে গল্প যে এর আগে ও খুব একটা লিখতো না এমনটা নয়। পরিবেশ এমন হলেতো কথাই নেই।
এমন পরিবেশেও আজ গল্প লিখতে গিয়ে কান্তর হাতটা কেমন যেন কেঁপে উঠলো!!
এই তো সেই কান্ত, গত সপ্তাহের তিনটে খুন যে নিজ হাতে করেছিলো! দশ দিন আগে পঁইত্রিশ হাজার টাকার ঘুষ ওটা কিন্তু ওই নিয়েছিলো! আর গত মাসের ধর্ষণের মহানায়ক?? তাও ও ই ছিলো!
ওসবে ওর হাত কিন্তু একবারের জন্যও কাঁপেনি।
অথচ আজ কিনা যখন সামান্য পশু লিখতে গেল অমনি ওর হাঁত কেঁপে উঠলো! এর পরে যখন লিখতে চাইলো কুকুর হাতটা যেন ওর আরো বেশি কাঁপতে চাইলো! পরের বারের শুয়োর লেখার প্রচেষ্টাও বন্ধ হলো মূলত হাতটা ভূমিকম্পের মতো কাঁপতে চাইলো বলে!
নাহ! নীলকান্তকে দিয়ে গল্প আজ আর হচ্ছে না!কিছু একটা লিখতে চাইলেই যখন হাত কেঁপে উঠছে, তখন আস্ত একটা গল্প কি আদৌ সম্ভব?
কেউ নিজেই যখন গল্প হয়ে ওঠে তখন নাকি নিজের গল্প লিখতে গেলে তার হাত কেঁপে ওঠে। অথচ পরের বারের চেষ্টায় গল্পের ধবধবে সাদা পাতায় ও বিনে বাঁধাই নিজের নাম( নীলকান্ত) লিখলো এবং থামলো। আসলে ওকে থামালো জানালার পাশের কদমের ডালে ঝুপ করে ওঠা একটা শব্দ।
পরিস্তিতিটা বোঝার জন্য জানালার বাহিরে যখন চিবুক বাড়িয়ে ধরলো, ফিনফিনে চাদের আলোয় ওর মুখটা প্লাবিত হয়ে গেল।
ও কি ঐ প্লাবনের মানে বুঝল? নাকি ওর কাছে চন্দ্র প্লাবনের বার্তাটা অধরাই রইলো-কারো নিজস্বতা নামে হয় না বরং সেটি হয় তার আচরন ও কর্মকান্ডে! আর একারনেই নীলকান্ত নামধারী হওয়ার সত্ত্বেও ওর নিজের গল্প আসলে নিছক একটা পশু, শুয়োর কিংবা কুকুরেরই গল্প!
অনুগল্প:: গল্পের গল্প
:: বিলিয়ার রহমান রিয়াজ::
ঢাকা
২২-২-২০১৮ ইং
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:২৪
বিলিয়ার রহমান বলেছেন: গল্প ভালো লেগেছে জেনে খুশি হলুম কলিপি!
কাজ শেষ হয়নি আবার হয়তো উধাও হচ্ছি শীঘ্রই!
ভালোথাকুন!
শুভকামনা!
২| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:২৮
কামরুননাহার কলি বলেছেন: হায় হায় ওয়া কি কন ভাইটু। আবারও উধাও!
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: হু আবারো!!
৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন: গল্পের মূল অর্থটা অনেকেই বুঝবেনা।
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: হয়তো বুঝবেনা নয়তো বুঝবে!
আশা করছি আপনি বুঝতে পেরেছেন!
৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৬
তারেক_মাহমুদ বলেছেন: মুলভাবটা বুঝলাম আজ সবারই আপনার মতই অবস্থা।
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:০৫
বিলিয়ার রহমান বলেছেন: যাক তাহলে অন্তত একজনকে বোঝাতে পারলুম!
মন্তব্য এবং লাইকের জন্য থ্যাংকু মেয়াবাই!
৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৮
সৈয়দ ইসলাম বলেছেন:
ভাল লাগলো আপনার অনুগল্প।
গল্পেও প্লাস দেয়া যায় কিন্তু ++++
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:০৮
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু, থ্যাংকউউউউ....মেয়াবাই!
৬| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:০৩
রাজীব নুর বলেছেন: ব্লগে কয়েকজনের লেখা আমি খুব মন দিয়ে পড়ি- তার মধ্যে আপনি একজন।
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:১০
বিলিয়ার রহমান বলেছেন: জেনে ভালোলাগল মেয়াবাই!
বাই দ্য ওয়ে আমিও আপনার লেখার মনোযোগী ছাত্র!
৭| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:৩০
ডঃ এম এ আলী বলেছেন: গল্পের বিষয় বস্তু ও প্রকাশটা সুন্দর হয়েছে ।
বড় বড় গল্প পড়তে পড়তে ক্লান্ত ।চোঙ্গা গল্পটি ভালই লেগেছে ।
গল্প যত ছোট হয় পড়ার অাকর্ষন তত বাড়ে ।
মনে পরে সৈয়দ সামছুল হকের 'খেলারাম খেলে যা' নামক একটি
বেশ বড় আকারের চোঙ্গা গল্পের বই এর কথা,
বইটিতে শতাধিক গল্প রয়েছে যার সবকটিই
মাত্র এক পৃষ্ঠায় লেখা । পাঠে কোন বিরক্তি
ধরেনি তেমন ছোট গল্প পাঠে ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৪:৫৬
বিলিয়ার রহমান বলেছেন: গল্পের এই ভার্সনটা আমারো ভালোলাগে মেয়াবাই!
এ কারনেই অকেশনাল বোলার হিসেবে মাঝে মধ্যেই এই বিভাগে হাত ঘোরাই!
পাঠে বিরক্তি ধরেনি জেনে খুশি হলুম!
গল্পপাঠ ও সুন্দর কমেন্টের জন্য থ্যাংকু!
শুভকামনা!
৮| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:০৫
আটলান্টিক বলেছেন: গল্প পড়ে হেসে ফেললাম
তাই এটাকে রম্য বলে ধরে নিলাম
এখন আমাকে দশে কত দিবেন?
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৩০
বিলিয়ার রহমান বলেছেন: হেসেছেন!!
বেশ করেছেন!!
হাসলে মন ও শরীর ভালাথাকে মেয়াবাই!!
বাই দ্য ওয়ে আপনাকে অনলি হাপ দিলাম মেয়াবাই, বাট নো টেনশন তবু আপনি কিন্তুক পাশ! সময়টা যে নাহিদ কাকুর আমাদের সবাইকে সেটিতে মনে রাখতে হবে নাকি??
৯| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:০৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: গল্পের গল্পের পিছনের গল্পকার কে শুভেচ্ছা
+++
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৪
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু প্রিয়!!
শুভকামনা!
১০| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:১৪
অয়ি বলেছেন: এমন অপরাধী আছে নাকি যে নিজের চরিত্র ভেবে হাত কাপবে ? মনে হয় না । এরা অনুভূতিহীন । জানোয়ারও ভাল হয় ।
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: বেশ গোস্সার কথা বলেছেন মেয়াবাই!
এমনভাবে উপস্থাপনকে আপনি গল্পাকারের স্বাধীনতা বলতে পারেন!!
১১| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:২৭
চাঁদগাজী বলেছেন:
অতি সাধারণ চেষ্টা; অনুগল্প, অনুকাব্য বলে কিছু সাহিত্য বাজারে আসছে; তবে, বই মেলায় এগুলো সুবিধা করতে পারেনি।
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৯
বিলিয়ার রহমান বলেছেন: অতি সাধারন না বলে এটলিস্ট সাধারন তো বলতে পারতেন মেয়াবাই!
বই মেলা দিয়ে লোখাঝোকার মূল্যায়ন আমার মতে একটা ঝুকিপূর্ণ কাজ!
১২| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:২৮
মোস্তফা সোহেল বলেছেন: নিজের খারাপটা কেউ হয়তো লিখতে চাইনা মন থেকে।
গল্পে প্লাস+++
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৪১
বিলিয়ার রহমান বলেছেন: গল্পে প্লাস!!!
সত্যি তো!!
নাকি ছুটোভাইরে নিছক সান্ত্বন দিলেন??
১৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চালিয়ে যান একদিন ভালো করবেন অবশ্যই।
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৪
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু মেয়াবাই!
আপনার জন্যও শুভকামনা!
১৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
কানিজ রিনা বলেছেন: নিজের বিচার করতে যখন মানুষ উদ্যোত
তখন হাত যতই কাঁপুক লিখেফেলবে নিজের
শুয়োর গীরির গল্প। তখনই ভেবে নিতে হবে
সে মানুষ বলে নিজের কাছে প্রমান দেখিয়েছে
কিন্তু কয়জন কাঁপা হাতে নিজের বিচারের
কথা লেখল? ধন্যবাদ ভাল লাগল অন্যরকম
গল্প।
০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪
বিলিয়ার রহমান বলেছেন:
গল্পের কান্ত, কান্ত নামধারী একটা শুয়োর কিংবা কুকুর! তাই ওর নিজ নামের গল্প বলতে আসলে একটা শুয়োর কিংবা পশুর গল্পই হবে! আর কেউ যখন নিজের গল্প লিখতে যায় তখন তার হাত না কেঁপে পারেই না!
নিজের অজান্তেই ও কখন একটা পশু হয়ে গেছে সেটি ভেবে দেখেনি কোনদিন! তাই ওর নিজের বাহ্যিক নামের গল্প লিখতে গিয়ে হাত কাপনি কারন ওটা ওর নিজের গল্প নয়! অথচ ও যখন একটা পশুর গল্প লিখতে গেল অবচেতন ভাবে ওর হাত কেঁপেছে বারবার! কারন ওগুলোই ওর নিজের গল্প!
গল্পের মুল থিমটা ছিলো মানুষের নিজস্বতা তার আকার আকৃতি বা নামে হয় না বরং তার আচরন ও কর্মকান্ডের মধ্যেই লুকিয়ে থাকে! এ কারনে আমরা অনেকে কান্ত নামধারী শুয়োর কিংবা কুকুর!
কথা গুলো বলতে চাইনি! তবে চাঁদগাজী সহ অনেক সিনিয়রই খেয়াল করে না পড়ে ভুল মিনিং করছে তাই বলেই ফেললাম!
আপনার মন্তব্যে ভালোলাগা!
১৫| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন: গল্প ভাল লিখেছেন +
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:১৯
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংক প্রিয়!
শুভকামনা!
১৬| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮
সুমন কর বলেছেন: গল্পের ভিতরের গল্প ভালো হয়েছে। বর্ণনায় গভীরতা আছে। +।
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:২১
বিলিয়ার রহমান বলেছেন: মন ভালো করে দেয়া একটা কমেন্টের জন্য থ্যাংকু সুমনদা!
শুভকামনা সতত!
১৭| ০৪ ঠা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৯
ওমেরা বলেছেন: গল্প তেমন ইন্টারেষ্টিং না তবে গভীরতা আছে ।যখন কোন লিখা পড়ে বা মুখে যদি অন্য কারো দোষের কথা শুনি, সেই দোষটা যদি আমার মাঝে থাকে সত্যি বুকের ভিতরটা কেঁপে উঠে মুখটাও চুপ হয়ে যায়।
ধন্যবাদ দিলাম একটা।
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:২৩
বিলিয়ার রহমান বলেছেন: গল্পটা ইন্টারেস্টিং নয়!
হবে হয়তো!
তবু এমন গল্প পাঠের পরে থ্যাংকু বা কম কিসে!
শুভকামনা আপি!
১৮| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:৪২
কথাকথিকেথিকথন বলেছেন:
সর্বনাশ! সন্ত্রাসী যদি গল্পকার হয়ে যায় তবে তো লেখকদের মুখে চুনকালি পড়বে!!
গল্পের উপস্থাপন ভাল লেগেছে।
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৮:৪৮
বিলিয়ার রহমান বলেছেন: ভালো হয়েছে জেনে খুশি হলুম কবি!
থ্যাংকু!
১৯| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:০৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ছোট হলেও গল্পের থিম আছে, বার্তা আছে।
০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:১১
বিলিয়ার রহমান বলেছেন: কমেন্টের জন্য থ্যাংকু মেয়াবাই!
শুভকামনা!
২০| ০৪ ঠা মার্চ, ২০১৮ রাত ৯:১৫
সম্রাট ইজ বেস্ট বলেছেন: মেয়াবাই কেমন যেন অন্যরকম গল্প লিখলেন? মানুষের নিজের চরিত্র নিজেরই জানা নেই মেয়াবাই। গল্প লিখতে গেলে বুঝি স্মরণ হয়? তয় গল্পের ভিতর গল্প ভালা পাইলাম।
০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:২২
বিলিয়ার রহমান বলেছেন: ব্যাপারটা অবচেতন ছিলো!
আবার পড়েন প্লিজ!
কমেন্টের লাই থ্যাংকু মেয়াবাই!
২১| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আগে বলেন আছেন কেমন?
এতো সব কার্বার একজনেই করে!!!! গল্প ভালো লাগলো।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:০৭
বিলিয়ার রহমান বলেছেন: ভালা আছি মেয়াবাই!
গল্প ভালো লেগেছে জেনে খুশি হলুম!
এই বার আপনের খবর কন?
২২| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ২:৪১
মলাসইলমুইনা বলেছেন: বিলিয়ার ভাই : এতো উচ্চ সাইকোলজি নিয়ে গল্প গাঁথা ! সাইকোলোজি নিয়ে উচ্চতর কোনো ডিগ্রির চিন্তা ভাবনা আছে নাকি ছুটি নিতে চাচ্ছেন যে ? পেছনেরটাও কি তাই ছিল ?
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১১
বিলিয়ার রহমান বলেছেন:
ধুর ছাই কিসের সাইকোলজি
এতো কেবল আলু পেয়াজ ভাজি!
জব ইন্টারভিউ দেবোরে ভাই
তোতা হতে পুঁথি গিলছি তাই!
এ কারনেই ব্লগিং আর(আমার) হদিস নাই!
২৩| ০৫ ই মার্চ, ২০১৮ রাত ২:৫৩
ভ্রমরের ডানা বলেছেন:
এ ধারায় বেশ মুন্সিগিরি করেছেন দেখছি! শুভেচ্ছা ভায়া!
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১২
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু কবি!
আপনাকেও শুভেচ্ছা!
২৪| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১১:২৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভাল লাগছে।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৬
বিলিয়ার রহমান বলেছেন: জেনে ভালো লাগলো শুভ্রদা!
২৫| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৪
নতুন নকিব বলেছেন:
বিলি ভাই,
খোলাসা করেন তো, আপনি কোথায় ডুব দিয়ে থাকেন। দীর্ঘ দিন আপনাকে কেন পাই না। গল্প ভাল লাগলো।
ভাল থাকুন।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৮
বিলিয়ার রহমান বলেছেন:
জব ইন্টারভিউ দেবোরে ভাই
তোতা হতে পুঁথি গিলছি তাই!
এ কারনেই ব্লগিং আর(আমার) হদিস নাই!
!!
ভালোথাকুন নকিব ভাই!
শুভকামমা!
২৬| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২৬
মনিরা সুলতানা বলেছেন: আমি ও পড়লাম;
কী বুঝছি বলব না
ব্লগে খেয়া ঘাট (আরিফ মাহমুদ ) এক সময় এক মিনিটের গল্প শিরোনামে ছোট্ট আপনার মত এমন অর্থবহ গল্প লিখত।আপনার লেখায় ভালো লাগা।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২০
বিলিয়ার রহমান বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত করলেন আপি!
শুভকামনা!
২৭| ০৫ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৪৭
কানিজ ফাতেমা বলেছেন: গল্প বলার ষ্টাইলে ভিন্নতার স্বাদ উপভোগ্য ।
শুভ কামনা রইলো ।
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২০
বিলিয়ার রহমান বলেছেন: জেনে ভালো লাগলো আপি!
শুভকামনা!
২৮| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাই ভােল অাছি।
অাপনাকে শুনার জন্য একটা গান দিলাম
০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:২২
বিলিয়ার রহমান বলেছেন: গানটা সুন্দর! (থ্যাংকু)
আপনার ভালোথাকার অর্থ তাহলে ভালো আছি কিন্তু ভালো নেই এই টাইপের কিছু একটা নাকি??
২৯| ০৫ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৮
তারেক ফাহিম বলেছেন: অনুগল্পে++
০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৬
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু মেয়াবাই!
শুভকামনা!
৩০| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১২:৫২
সোহানী বলেছেন: হুম এক প্যারা গল্পেই বুঝিয়ে দেয় জাত লেখক কাকে বলে..............।
মুগ্ধতা!!!!
০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:৩৮
বিলিয়ার রহমান বলেছেন: জাত লেখক নই!
হতে পরবো কিনা জানিনা!
তবে আপনার এই মন্তব্যটা প্রেরণা হয়ে থাকবে আপি!
শুভকামনা!
৩১| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১০:২৮
উম্মে সায়মা বলেছেন: গল্প ভালো লাগল বিলি ভাই।
গত বছরের মাঝামাঝিতে একটা (অ) গল্প লিখেছিলাম যেটার শিরোনাম ছিল 'গল্পের গল্প'
সময় পেলে পড়ে দেখতে পারেন
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪১
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু আপি!
আপনার গল্পও পড়লাম, মন্তব্য করলাম!
৩২| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৯
রূপক বিধৌত সাধু বলেছেন: বিষয়বস্তুটা গভীর! ভালো লেগেছে।
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪২
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু কবি!
শুভকামনা!
৩৩| ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১০:৫৫
নূর-ই-হাফসা বলেছেন: গল্প লেখার ধরন টা ভালো লেগেছে ।
গল্প ও ভাল হয়েছে ।
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৪২
বিলিয়ার রহমান বলেছেন: থ্যাংকু আপি!
ভালোথাকুন!
৩৪| ১১ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০২
জাহিদ অনিক বলেছেন: মোঃ মাইদুল সরকার বলেছেন: গল্পের মূল অর্থটা অনেকেই বুঝবেনা। আমি সেই অনেকের মধ্যে একজন।
আমাকে বুঝিয়ে দেন !
১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫১
বিলিয়ার রহমান বলেছেন: গল্পের মুল থিমটা ছিলো মানুষের নিজস্বতা তার আকার আকৃতি বা নামে হয় না বরং তার আচরন ও কর্মকান্ডে! এ কারনে আমরা অনেকে কান্ত নামধারী শুয়োর কিংবা কুকুর!
গল্পাকার বিশ্বাস করেন কেউ যখন নিজের গল্প নিজেই লেখেন তখন তার অজান্তেই অবচেতন সেন্স হাত কাঁপিয়ে দেয়!
গল্পের কান্ত (নিজের অজান্তেই ) কখন একটা পশু হয়ে গেছে সেটি ভেবে দেখেনি কোনদিন! তাই ওর নিজের বাহ্যিক নামের গল্প লিখতে গিয়ে হাত কাপনি কারন ওটা ওর নিজের গল্প নয়! অথচ ও যখন একটা পশুর গল্প লিখতে গেল অবচেতন ভাবে ওর হাত কেঁপেছে বারবার! কারন ওগুলোই ওর নিজের গল্প!
৩৫| ২১ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৩
নীলপরি বলেছেন: গল্পটা অসাধারণ আর শেষ লাইনটা বিশেষ করে ভালো লাগলো । +++++++
শুভকামনা ।
২২ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৪৭
বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসার জন্য থ্যাংকু পরীপি!
শুভকামনা সতত!
৩৬| ২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:০৬
খায়রুল আহসান বলেছেন: ছোট্ট একটা গল্প, খুব সুন্দর করে বলে গেলেন। গল্প ভাল লেগেছে, গল্পের অন্তর্নিহিত বক্তব্যটাও।
২৬ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৯
বিলিয়ার রহমান বলেছেন: প্রশংসায় প্রীত হলাম কবি!
শুভকামনা, শুভেচ্ছা!
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৩:২০
কামরুননাহার কলি বলেছেন: ও ভাইয়া কাজ শেষ হলো বুঝি এইবার আপনার।
“গল্পের গল্প” ভালো লেগেছে, খুব ভালো লেগেছে।