নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বয়সের ভারে হয়তো আমি নতজানু হবো।তাই বলে জিবন তুমি ভেবোনা আমি তোমার কাছে হেরে গেছি।

মিষ্টি লবণ

বয়সের ভারে হয়তো আমি নতজানু হবো তাই বলে ভেবোনা আমি হেরে গেছি।

মিষ্টি লবণ › বিস্তারিত পোস্টঃ

অবিনশ্বর

১৩ ই মে, ২০২৪ দুপুর ২:২২



লন্ঠন ! সে কি আর অবিনশ্বর ?
সীমার অধীনেই দম্ভিত দিগন্ত,
অবিরাম বর্ষনেরও আছে বিরাম।
আলো দানেও পালাবদল করে
প্রজজ্জলিত চন্দ্র সূর্য।
সময়ের হাত ধরে খেলা করে
মানবের কায়া আর হৃদয়।
ক্লান্ত বদনে দাঁড়িয়ে থাকা পাহাড়
সেও যেন তার নশ্বরতার কথা জানায়
ভূমিকম্প আর ভূমিধ্বসে ।
শুধু চাওয়া পাওয়া গুলো থেকে যায়
থেকে যায় অনুভূতি ।
অবিনশ্বরের প্রার্থিতায় রয়ে যায়
ভালোবাসা ও তার থেকে সৃস্ট বীজ।
যার শুভ দৃস্টিতেই আজ গড়ে উঠেছে
অবিনশ্বরের মাঝে হাজারও নশ্বরের বসতি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২৪ দুপুর ২:২৮

নয়ন বিন বাহার বলেছেন: নশ্বর, অবিনশ্বর সবই দৃষ্টিভঙ্গির খেল।
যা কিছু চির পুরাতন তা কিছুই চির নতুন।

২| ১৩ ই মে, ২০২৪ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.