নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়সের ভারে হয়তো আমি নতজানু হবো তাই বলে ভেবোনা আমি হেরে গেছি।
তাতেও কিন্তু থেকে যায় !
অথবা কুচকে যাওয়া ভ্রু,
কিংবা সিগনাল বাতিতে
লালরঙা আলো উপস্থিতিতে
থেমে যাওয়া গাড়ির মত।
হঠাৎ চলমান বচনে প্রসারিত হাত;
নয়তো সমান্তরালে আছড়ে পড়া
সারিবদ্ধ ঢেউয়ের মাঝে
ছন্দ বিঘ্নিত জল রাশির ন্যায়
মুখ নিঃসৃত কোন হাই !
যাই বলি না কেনো ,
তবুও কিন্তু থেকে যায় !
কেননা, এবারের শপথ গুলো
বাস্তবতা বিবর্জিত, তবে মধুর।,
তাই কিন্তু থেকেই যায়।
ছন্দ বিঘ্নিত বিদ্যুতের সদৃশ
প্রতি প্রত্যাবর্তনেই প্রশ্নবিদ্ধ
তবে অবারিত সুখকর।
কারন কিন্তু থেকেই যায়
অযাচিত সত্য মিথ্যার সীমানায়।
২| ০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৫০
মহাজাগতিক চিন্তা বলেছেন: তথাপি
৩| ০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:০১
রাজীব নুর বলেছেন: কবিতা লিখেছেন?
০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:১১
মিষ্টি লবণ বলেছেন: হয়নি দাদা ?
৪| ০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।
©somewhere in net ltd.
১| ০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৪৯
আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার এক অনুভব