নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়সের ভারে হয়তো আমি নতজানু হবো তাই বলে ভেবোনা আমি হেরে গেছি।
বহুদূরে একটি লালবাতি জ্বলে আকাঙ্ক্ষিত ,
আমি যে সবুজ..
আশার জন্ম দেয়াই আমার কাজ !
লালের প্রতি দূর্বলতা আমার বরাবরই;
তার উপর ইহা ভয়ানক লাল!
আমি যে ছন্নছাড়া বেকুল সে লালে।
মিলন কি হবে না বলো লাল সবুজের ?
অপেক্ষা নামের হলুদ বাতি জ্বলে জ্বলুক ,
লাল সবুজের গড়া রাজত্তে বলো-
কে আর থাকে দীর্ঘদিন ?!
রচনাকালঃ ১১ই ফেব্রুয়ারী ২০১০ ইং।
২| ২৬ শে জুন, ২০২২ রাত ৮:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সুন্দর কবিতা।