নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়সের ভারে হয়তো আমি নতজানু হবো তাই বলে ভেবোনা আমি হেরে গেছি।
লক্ষ সাঁতারুকে নামিয়ে দিতাম
তোমার জলে !
তারা খুঁজে নেবে তাদের পরিচয়।
কেউ একজন এনে দেবে বীরবেশে
আমাকে আমার দ্বিতীয় পর্বের সন্ধান !
উল্ল্যাসিত আমার সময় কাটতো প্রতিক্ষায় !
কিন্তু হায় !
কেউ শোনাতো না সেই স্বপ্ন বানী।
আমি কিংকর্তব্যবিমূঢ়,
খবর পেলাম মৃদু !
তোমার জলে বিষ ঢালো
তুমি ছয়টি ঋতু !?
লিখনকালঃ ০৯ই মার্চ ২০১০ ইং।
০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:০৪
মিষ্টি লবণ বলেছেন: জি। পুরোটাই রূপক। যে যেভাবে নেয়।
২| ০৫ ই জুন, ২০২২ দুপুর ২:৫৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:০৪
মিষ্টি লবণ বলেছেন: বরাবরে মতো ধন্যবাদ।
৩| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৪:০৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভাবার্থে লেখা। অর্থ অনেক দিকেই নেয়া যায়।
০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:০৫
মিষ্টি লবণ বলেছেন: জি , একদম সঠিক। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০২২ দুপুর ১:৪৬
নূর আলম হিরণ বলেছেন: ভাবর্থের গভীরতা আছে কবিতায়।