নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়সের ভারে হয়তো আমি নতজানু হবো তাই বলে ভেবোনা আমি হেরে গেছি।
ছবি ও তথঃ Click This Link
সাধ্যের শৃঙ্খল বিস্তৃত তরুলতার মত
জড়িয়ে আছে প্রতিটি স্পন্দনে,
তার আনাগোনায় আজও মুখরিত
উর্বর ধরিনীর যত সজিব প্রান ।
তার নিষ্ঠুর কষাঘাতে জর্জরিত
বিস্তির্ন প্রান্তরের সীমিত প্রলয়।
অভীষ্ট আকাঙ্ক্ষাও অনিশ্চয়তায় ধূসরিত
শুধু ঐ সাধ্য শৃঙ্খলের নির্মম করুনায়।
আর,
সে বাঁধনের অলিগলিতে বিচরন আমার,
দেখেছি সেখানে তার ভাঙ্গনের হাতিয়ার
শুনেছি চুপিসারে তার দূর্বলতার আহাজারি !
তার বিলিনতায় আছে মিশে হৃদয় প্রলাপ
অন্তর থেকে বলা ভালোবাসি ভালোবাসি।
২| ২৫ শে মে, ২০২২ বিকাল ৫:২২
রাজীব নুর বলেছেন: চুপিয়ারে শব্দটার মানে কি?
২৬ শে মে, ২০২২ সকাল ৯:২৭
মিষ্টি লবণ বলেছেন: ভাই হবে চুপিসারে , টাইপিং মিসটেক হয়ে গেছিলো চুপিয়ারে।
৩| ২৫ শে মে, ২০২২ বিকাল ৫:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার কবিতা গুলি বেশ ভালো।
৪| ২৫ শে মে, ২০২২ রাত ৮:২০
অক্পটে বলেছেন: সরি ভাই সরি!! দ্রুত আমার এই কমেন্টা ডিলিট করে দিন।
ওটা আমি ক্ষেপে গিয়ে প্রথম আলোকে লিখেছিলাম।
©somewhere in net ltd.
১| ২৫ শে মে, ২০২২ দুপুর ২:৫০
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: সুন্দর কবিতা।