নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়সের ভারে হয়তো আমি নতজানু হবো তাই বলে ভেবোনা আমি হেরে গেছি।
সেদিন জানালার ওপারে
একটি উদাস আর নিস্তেজ সুর্যকে
দেখেছিলাম রাতের বেলা।
সবাই নাকি তাকে চাঁদ বলে,
তাই আমিও বলি এখন।
কিন্তু এই নামটা যে ছিলো অন্য কারো !
চুরি করা নামের দম্ভে
যে চাঁদ আজ চাঁদনী -
সে যেন নত হয় আমার প্রিয়ার কাছে
জানায় যেন তাকে দানের অভিবাদন !
হয়তো ভাবছো কে আমি ?
আমি পুর্নিমার ঐ সৌন্দর্যের জন্মদাতা
অহঙ্কারে মত্ত দুর্নিবার সুর্য।
©somewhere in net ltd.