নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বয়সের ভারে হয়তো আমি নতজানু হবো তাই বলে ভেবোনা আমি হেরে গেছি।
শেকল ভাঙার মহিমায়
মাতবে সেদিনই মন,
তোমার আমার বাহুডোরে
যেদিন আসবে তৃতীয়জন।
বিস্মিত চোখে আমি
বলবো তোমায় হেসে !
পুর্নতা প্রাপ্তির ক্ষনে আজ
বাকি রইলো কিসে ?
একটা কাগজের স্বীকৃতি ?!
হাস্যকর ! হাসির জোগান,
মন মননের মিলন মেলায়
সমাজ স্বীকৃতির পিছুটান ।
বিঃদ্রঃ আমি শুধু লিখতে ভালোবাসি। এর সাথে আমার ভাবধারার মিল নাও থাকতে পারে।
১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩৪
মিষ্টি লবণ বলেছেন: পড়ি ঠিকই তবে মাথার উপর দিয়ে যায় সব।নিজেরটা খুব সহজেই বুঝি।
২| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১০
আলমগীর সরকার লিটন বলেছেন: না সত্যই খুব সুন্দর অনুভব---------
১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:৩২
মিষ্টি লবণ বলেছেন: ধন্যবাদ অনুভুতিকে সুন্দর বলার জন্য।
৩| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: খালি লিখতে ভালোবাসলে হবে না পড়তে হবে মন্তব্যও করতে হবে
১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ২:২৩
মিষ্টি লবণ বলেছেন: অভ্যস্ত নই। তবে শিখে যাবো মনে হচ্ছে। একটু সময় দিন।
৪| ১৪ ই এপ্রিল, ২০২২ রাত ১:০০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: পড়ি ঠিকই তবে মাথার উপর দিয়ে যায় সব।নিজেরটা খুব সহজেই বুঝি।
আপনার কি পড়তে ভালো লাগে? উপন্যাস? গল্প? প্রবন্ধ? না ধর্মীয় বই?
১৮ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:১৮
মিষ্টি লবণ বলেছেন: আমার ধৈর্য খুব একটা বেশি নেই।তবে কিছু শুরু করলে যদি ভালো লাগে তাহলে লেগে থাকি। তবে আমার এই জিবনে আমি উপন্যাস পড়িনি। গল্প, প্রবন্ধ পড়ি। আর ধর্মীয় বই সব সময়ই ভালো লাগে,মনে হয় এই বুঝি নতুন কিছু জেনে ফেললাম।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: ঠিক আছে, লিখতে ভালোবাসেন। লিখুন। পড়তেও নিশ্চয়ই ভালোবাসেন?